"ফটোগ্রাফি"ফুল,ফুল,ফুল আর ফুল|♥১০% লাজুক শিয়ালের জন্য ❤️
১২মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
২৬ জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
২৩জমাদিউল সানি, , ১৪৪৩ হিজরী
বুধবার।।
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🌹🥀🌹🥀
🌹🥀🌹🥀
এখন যেখানে যাই শুধু দেখতে পাই ফুটন্ত বাহারি রকমের ফুল।আর ফুলে মৌমাছির আনাগোনা। বিশেষ করে গ্রামে প্রায় প্রত্যেক টা বাড়ির দিকে তাকালে চোখে পড়ে গাধা ফুলের দৃশ্য। আর শহরের ছাদ গুলো যেন এক একটা নার্সারী।আল্লাহ যেন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের রক্ষা করেন।এবং আমাদের জীবন হোক ফুটন্ত ফুলের মতই সুন্দর ❤️❤️🌹❤️ |
---|
হলুদ খয়রি গোলাপ🌹
হলুদ খয়রি গোলাপ🌹
গত ছয় মাস আগে রাস্তার ধারে একটা গোলাপ চারা কুড়িয়ে পেয়েছিলাম। তখন ভাবছিলাম আমার বাগানে তো গোলাপ গাছ আছেই কয়েক প্রজাতির।এটা নিব না, আবার কিছু সময় পরে ভাবলাম গাছ টা নষ্ট হয়ে জাবে তাই নিয়ে আমার বাগানের এক কোণে লাগায়ে রাখছিলাম। আর এখন তো আমি পুরাই অবাক যে, এই প্রজাতির গোলাপ আমার বাগানে নাই। আর ফুল টা দেখতেও অনেক ভালো হালকা লাল এর মধ্যে হলুদের ছাপ।এই ছবি দুটো কড়ি অবস্থায় ফটোগ্রাফি করা। |
---|
হলুদ খয়রি গোলাপ🥀
হলুদ খয়রি গোলাপ🥀
কুড়িয়ে পাওয়া গাছ থেকে এত সুন্দর ফুল আমি ও আমার পরিবারের সবাই অবাক🤔🤔।কড়ি থেকে ফুটেছে মাত্র তিন দিন হলো। সবাই এসে শুধু এই ফুল টার ই ফটো তুলে📸।এই প্রজাতির ফুল পেয়ে আমি খুব খুশি।আর যে ব্যক্তি ফেলে গেছে তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ 🌹🌹। |
---|
মিষ্টি কালার গোলাপ 🌹🥀
মিষ্টি কালার গোলাপ 🌹🥀
উপরের ছবিতে আপনার সুন্দর একটি মিষ্টি সাদা রংঙের গোলাপ দেখতে পাচ্ছেন। এই গোলাপটাও এই বার নতুন ফুটেছে। এই চারা টি আমি আমার বন্ধুর বাগান থেকে এনে লাগিয়ে ছিলাম। |
---|
লাল চন্দ্রমল্লিকা
লাল চন্দ্রমল্লিকা
নার্সারীতে গিয়ে বলেছিলাম চার কালারের চন্দ্র মল্লিকা ফুলের চারা দিতে। দিয়েছিলো ও। এখন আমার বাগানে এসে ফুটেছে সবই এক কালার। উনি আমার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে।তবে ফুল গুলো অনেক ভালো হাইব্রিড। |
---|
সাদা গোলাপ
সাদা গোলাপ
সাদা গোলাপ সচারাচর সব জায়গায় দেখা মেলে।আমার বাগানে ফুটন্ত এই সাদা গোলাপের ছবি বিভিন্ন ভিউ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি 📸। |
---|
কাগজ ফুল
কাগজ ফুল
এটা একটি লাল কাগজ ফুল। দেড় বছর আগে ছোট একটা চারা লাগিয়ে ছিলাম এখন মোটামুটি একটু বড় হয়েছে।কিন্তু দুই ছোপা ফুল ফুটেছে। আসলে আমি ভাবতেও পরি নাই এত তাড়াতাড়ি ফুল ফুটবে। |
---|
আমও সজনে ফুল
আমও সজনে ফুল
আমার ফুল বাগানের দুই কোণায়, একটি আম গাছ ও একটি সজনে গাছ লাগানো আছে।সজনে গাছ টা অবশ্য হাইব্রিড বারো মাসই সজনে থাকে।ভাবলাম ফুলের সাথে এদের ও ফটোগ্রাফি করি।📸📸। |
---|
গোলাপের কড়ি
গোলাপের কড়ি
লাল গোলাপের কড়ি আপনাদের দেখানোর চেষ্টা করেছি।। কিছু দিন আগে ফুটেছিল এখন সব ঝড়ে গিয়েছে আবার কড়ি হচ্ছে।এটিও হাইব্রিড বড় লাল গোলাপ ফুল।🌹🌹 |
---|
৫তারা ও গাধা ফুল
৫তারা ও গাধা ফুল
পাঁচ তারা ও গাধা ফুল আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পাঁচ তারা ফুল প্রায় সারা বছরই ফোটে। আমার বাগানের তিন কোণে তিন টা গাছ আছে।আর গাধা ফুল তো সবার বাড়ি বাড়ি এখন পাওয়া যায়। |
---|
কাগজ জবা ফুল
কাগজ জবা ফুল
এটি একটি হাইব্রিড মিষ্টি কালারের কাগজ জবা ফুলের 📸ফটোগ্রাফি।এই গাছটি পুরোনো। বাগান এর শুরু থেকেই। আগে ফুল ছোট হলেও এখন বড় বড় হয়।তবে এই ফুলে অনেক মধু। ফুল ফোটার পর থেকেই মৌমাছি ও পিঁপড়া ফুলে লেগেই থাকে। |
---|
লোকেশন:
https://w3w.co///reiterate.solitudes.homing
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার নিজে করা বাগান থেকে তোলা আপনার ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল
কুড়িয়ে পাওয়া গোলাপের চারা হতেও যে এত সুন্দর গোলাপ ফুল ফুটতে পারে বিশ্বাস হচ্ছে না। টাকা দিয়ে কিনেও হয়তো এত সুন্দর গোলাপ চারা পাওয়া যেত না।প্রতিটি ছবিই চমৎকার ছিল। ধন্যবাদ
জি ভাই কুড়িয়ে পাওয়া গাছ থেকে এত সুন্দর ফুল ফুটবে ভাবতে পারু নি🤔🤔
ধন্যবাদ ❤️❤️
ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত তুলে ধরার জন্য
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য
ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে এবং কি খুব সুন্দর করে ধাপে ধাপে বিস্তারিত লিখেছেন ,অনেক ভাল।শুভ কামনা রইল
ধন্যবাদ ভাইয়া, 🌹🌹
নানান রকমের ফুলের কালেকশন দেখে চোখটা জুড়িয়ে গেল। খয়রি গোলাপটা আমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এর আগে আমি কখনও খয়রি গোলাপ দেখি নি। আর অন্যান্য ফুল গুলো অসাধারণ হয়েছে ভাইয়া। শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া সবগুলা ফুলের ফটোগ্রাফি আমার নিজ ফুলের বাগান থেকে করা আপনার ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম ধন্যবাদ
ধন্যবাদ আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য 🌹🌹
https://twitter.com/MdLiton82465447/status/1486178284102905856?t=E62xT0IoZBw0IVRSKEDTgQ&s=19
আপনার তোলা ফুলে ফটোগ্রাফি গুলো আসলেই খুবই আকর্ষণীয় দেখাচ্ছেন। আমার তো খুব ফুল ভালো লাগে। আমাদের বাড়ির ছাদের উপরে ও খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছি আমি। গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সবগুলো ফুল ই আমার বাগান থেকে ফটোগ্রাফি করা।।
আপনার বাসার ছাদে ফুলের বাগান করেছেন শুনে খুব ভালো লাগল।।।
ধন্যবাদ 🌹🌹
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে । বিশেষ করে কাগজ ফুলের ছবিটা বেশি ভালছে আমার। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া 🌹🌹
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ❤️❤️❤️