কয়েকটি ফুলের ফটোগ্রাফি
আমি @rahimakhatun
from Bangladesh
১৩ রা অগ্রহায়ন , ১৪২৯ বঙ্গাব্দ
২৭ ই নভেম্বর ,২০২২ খ্রিষ্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
রাস্তায় যখন হাঁটছিলাম ,তখন হঠাৎ চোখে পড়লো এই গাছ এবং ফুল গুলো। ঠিকমতো যত্ন নেওয়া হয় না ,তাও কেমন ফুল ধরে আছে।
লোকেশন :ডেমরা ।
ডিভাইস :স্মার্টফোন ।
তারিখ :২৫ নভেম্বর ২০২২।
সময়:বিকাল৪ .২৫মিনিট ।
এই ফুলটা হচ্ছে সূর্যমুখী ফুল। দেখে বেশ ভালো লাগলো ,তাই আর দেরি না করি চটপট ছবিটা তুলে নিলাম। শীতকালে ছাদ কিংবা বারান্দা সাজানোর জন্য পারফেক্ট।
লোকেশন :ডেমরা । তারিখ :২৫ নভেম্বর ২০২২। সময়:বিকাল৪ .২৫মিনিট । লোকেশন :ডেমরা । তারিখ :২৫ নভেম্বর ২০২২। সময়:বিকাল৪ .২৫মিনিট । এই ফুলগুলোর নাম মোরগ ফুল। বিভিন্ন রকম কালারের হয়ে থাকে। এইটি দেখতে মোরগের জুটির মতো।দূর থেকে মনে হয় মোরগ বসে আছে। এই জন্য মনে হয় মোরগ ফুল। সব ধরণের মাটিতে হয়। এইটি আমাদের দেশি জাত। এই গাছ ওষুধি গাছ হিসাবে ব্যবহার হয়। লোকেশন :ডেমরা । তারিখ :২৫ নভেম্বর ২০২২। সময়:বিকাল৪ .২৫মিনিট । এইটাকে কাটা মুকুট বলা হয়। আর অনেক কালার হয়। এই গাছে সম্পূর্ণ কাটা থাকে। দেখতে খুব সুন্দর। এই বৈজ্ঞানিক নাম হচ্ছে Euphorbia milii. লোকেশন :ডেমরা । তারিখ :২৫ নভেম্বর ২০২২। সময়:বিকাল৪ .২৫মিনিট । এই ফুলটা হচ্ছে সকাল সন্ধ্যা । কালার তা ভীষণ সুন্দর। অনেক ফুল ধরে থাকে। বাড়ির আঙিনাতে লাগালে দেখতে বেশ ভালো লাগে। লোকেশন :ডেমরা । তারিখ :২৫ নভেম্বর ২০২২। সময়:বিকাল৪ .২৫মিনিট । লোকেশন :ডেমরা । তারিখ :২৫ নভেম্বর ২০২২। সময়:বিকাল৪ .২৫মিনিট । VOTE @bangla.witness as witness OR
ডিভাইস :স্মার্টফোন ।
এই ফুলটা হচ্ছে লাল ডালিয়া । কালার তা ভীষণ সুন্দর। শীতকালীন ফুল।
ডিভাইস :স্মার্টফোন ।
ডিভাইস :স্মার্টফোন ।
ডিভাইস :স্মার্টফোন ।
ডিভাইস :স্মার্টফোন ।
ডিভাইস :স্মার্টফোন ।
আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
device samsung SM-A217F Location Dhaka Photograpy flowers link (Source)
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
মধ্যরাতে উঠে পোস্ট ওয়াও।
অসাধারণ কিছু ফুলের আলোকচিত্র আমাদের মাঝে সুন্দর উপস্থাপনা সহ প্রদর্শন করেছেন খুবই ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলা।। বিশেষ করে ডালিয়া এবং কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লাগলো।।
হ্যা পুরশো শরীরটা খুব খারাপ গিয়েছে,তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ রাতে জেগে গিয়েছিলাম। তারপর উঠে তখনই পোস্ট করলাম।ধন্যবাদ আপনাকে
সকাল সকাল ফুলের ছবি দেখে পোস্ট জুড়িয়ে গেল।আপনার ফটোগ্রাফ গুলো বেশ সুন্দর ছিল আপু।সব ঠিকঠাক।তবে হালকা এডিট করে নেবেন,তাইলে আরো সুন্দর আসবে।কালার গুলো ফুটে উঠবে।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
আসলে আমার কখনই এডিট করা ছবি দেই নি,যেহেতু আপনি বলেছেন এখন থেকে এডিট করে দেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য
আপু আপনি ঘুমিয়ে উঠে যে মধ্য রাতে পোস্ট লিখেছেন এ জন্য আপনাকে প্রথমে জানাই ধন্যবাদ।আর সকাল সকাল এমন ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি মনটা ভরে উঠল।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে মাঝে শেয়ার করা জন্য।
আপনাদেরকে সকাল সকাল ফুলের ছবি দেখাবো বলেই তো মধ্যরাতে ঘুম থেকে উঠে পোস্ট করলাম😉।ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
সুন্দর ছিল ফটোগ্রাফিগুলো।দেখেই মনটা ভালো হয়ে গেলো।
সামান্য একটু এডিট করলেও আরো চমৎকার ফলাফল আসতো।শুভ কামনা রইলো।
আসলে সত্যি কথা বলতে কি আমি এডিট করাটা জানতাম না, কাল এডিট করাটা কিছু কিছু শিখে নিয়েছি এরপর থেকে এডিট করে ফটো আপলোড দিব।ধন্যবাদ ভাইয়া আপনাকে
বিকেল বেলায় হাঁটতে গিয়ে বেশ কিছু সুন্দর ফুল দেখতে পেয়েছেন এবং ফটোগ্রাফি করে ফেলেছেন। ঠিকই বলেছেন এই কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফার আছে। তাদের দেখে টুকটাক ফটোগ্রাফি করতে মাঝেমধ্যে ইচ্ছা করে। প্রথম ফুলগাছটির যত্ন না নেওয়া হলেও খুব সুন্দর একটি ফুল ফুটেছে। তাছাড়া মোরগ ফুল গাছ লাল কালারের দেখেছি হলুদ কালারের এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে দেখতে । কাটা মুকুট ফুল গাছে অনেক কাটা থাকে জন্যই এই ফুল গাছের নাম মনে হয় কাঠামুকুত।ফুল গুলো দেখতে খুব সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে।
সবাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপলোড দেয়, দেখে আমার খুব ভালো লাগে।আপু মোরগ ফুল অনেক গুলো কালারের হয় আমি দেখেছি।আমার কাছে লাল কালারটা বেশ ভালো লাগে। হতে পারে অনেক কাটা বিদায় এটাকে কাটা মুকুট বলে।ধন্যবাদ
ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভিশন ভালো লাগে।বিকেল বেলায় হাঁটতে গিয়ে বেশ কিছু সুন্দর ফুল দেখতে পেয়েছেন এবং ফটোগ্রাফি করে শেয়ার করেছেন।সব কিছুর ফটোগ্রাফি মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগে।মোরগ ফুল গুলো আগে গ্রামে অনেক দেখা যেত। কিন্তু এখন খুব একটা দেখা যায় না। সবমিলিয়ে ভালো লেগেছে আপু। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
বিকেলে বেলা হাঁটতে গিয়ে আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য 🌸🌸।