আমার তোলা কিছু ছবি।

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একদম নতুন ধরনের পোস্ট, মানে আমার জন্য নতুন কারণ আমি এ রকম পোস্ট আগে কখনো করি নি।আজ আমার ফোন দিয়ে তোলা কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন করা যাক আমার আজকের পোস্ট টি। ###
১নং ছবি।

IMG_20240712_200920.jpg
এই ছবি টা মুলত একটা রেস্টুরেন্টে এর ডেকোরেশনের। বোনের জন্মদিন এ এখানে গিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টে এর মুল আকর্ষণ হলো এই লাভ আকৃতির লাইটিং টি।এই ডেকোরেশন এর জন্যই এই রেস্টুরেন্টে টি বেশ পরিচিতি পেয়েছে।এখানে ছবি তুললে ছবি অনেক সুন্দর আসে।

২ নং ছবি।

IMG_20240721_183101.jpg

এটি একটি রং ধনুর ছবি। বেশ কয়দিন আগে বৃষ্টি আর রোদ এক সাথে হওয়াতে এর দেখা পাওয়া গেছে।আমি রংধনু অনেক দিন পর দেখলাম।রং ধনুর সাত রং দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। তাই সাথে সাথে ক্যামেরা বন্দী করে নিলাম৷

৩ নং ছবি।

IMG_20240712_204814.jpg
ছবি টি মুলত একটি মসজিদ এর। সেদিন বাসায় আসার সময় এই দৃশ্য টি আমাকে মুগ্ধ করেছিলো। মসজিদ এ জ্বালানো বাতি গুলোর আলো যখন পুকুর এর জলে টলমল করছিলো, মনে হলো ওখানেই দাঁড়িয়ে থাকি।

৪ নং ছবি।

IMG_20240702_083309.jpg

এই ফুল গুলো জঙ্গলে দেখা যায়। তবে যেদিন বৃষ্টি হয় তার পরের দিন যেন এরা পুরো জঙ্গল জুরে ফুঁটে থাকে।গত বৃহস্পতিবার টিউশন যাবার সময় ফুলগুলো দেখলাম এক পলক দেখতেই ভালো লেগে গেলো, তাই পকেট থেকে ফোন বের করে ক্যামেরা বন্দী করলাম।

৫ নং ছবি।

IMG_20240730_105035.jpg

আমি কিছু দিন আগ পর্যন্ত জানতাম জবা ফুল শুধু লাল রং এ হয়ে থাকে। সেদিন টিউশন এ গিয়ে আমার জুনিয়র আপু দেখি মাথায় সাদা রং ফুল দিয়ে এসেছে।আমি চাইতেই ফুল টা আমায় দিয়ে দিলে। আমি ফুলটি নিয়ে দেখলাম এটা আসলেই জবা ফুল তবে সাদা।

৬ নং ছবি।

IMG_20240907_183458.jpg
এই ছবি টা আজকে সন্ধ্যার সময় বাজার করতে গিয়ে তোলা।একটা হোটেলের পাশের দোকান থেকে কিছু সব্জি কিনছিলাম তখন বিদ্যুৎ চলে গেলো, আর তখন এই চুলার লাল আগুন এ আশে পাশের অনেক টা অংশ আলোকিত হয়ে গেলো।তবে পরিবেশ টা ভিষণ গরম ছিল।

৭ নং ছবি।

IMG_20240616_193646.jpg
এটি একটি আ্যকুরিয়াম এর ছবি। এর মধ্যে অনেক ছোট ছোট মাছ আছে। আ্যকুরিয়াম টা আমার সেজো মামার। আমার সোনা দিদা এই আ্যকুরিয়াম ও এই মাছ গুলোর খুব যত্ন করে।মাছ গুলো যখন সাঁতার কাটে তখন দেখতে অনেক সুন্দর লাগে।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

locationDevice name:xawmi Mi 9T
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

দারুন দারুন কিছু ছবি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন।খুবই দারুন হয়েছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। বিশেষ করে আকাশে রংধনুর ফটোগ্রাফিটি আমার মন ছুঁয়ে গেছে।চমৎকার চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 months ago 

শুধু সাদা না জবা ফুল বেশ কয়েকটা রঙের হয়ে থাকে। তবে লাল জবা বেশি দেখা যায়। অন্য ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই। অসাধারণ লাগছে দেখতে ফটোগ্রাফি গুলো।। রংধনুর ফটোগ্রাফি টা বেশ চমৎকার করেছেন। ধন্যবাদ আপনাকে।।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

ভাইয়া আপনি এলোমেলো ভাবে তুলা বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। তবে এর মধ্যে রাতের আঁধারে পুকুরের পানিতে মসজিদের লাইটের আলোর প্রতিচ্ছবি, জঙ্গলি ফুল আর আকাশের রংধনুর ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67