পোষা পাখিতে ধোঁকা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি আপনাদের সাথে এমন এক ধরনের ধোঁকার কথা শেয়ার করবো। যেটা হয়তো সচরাচর আপনারা খুব একটা দেখেন নি কিংবা শুনেন নি। আসলে এই কথাগুলো খুব একটা শেয়ার করার ইচ্ছে ছিলো না। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে, একটু হলেও আসলে আমাদের কিছু কিছু ব্যাপার শেয়ার করা উচিত জন সচেতনতার জন্য। যাতে আমি যেই ভুল করেছি, সেই ভুল যেনো অন্য কেউ না করে।
যাইহোক, কথা বেশি না বারিয়ে আমার ব্যাপারটি শুরু করি। ব্যাপারটি হলো যে, আমার এক ফুফাতো ভাই একদিন হুট করে দুটো পাখি নিয়ে আসে এবং আসলে পাখি সম্পর্কে আমাদের জ্ঞান যেহেতু একেবারেই নেই বললেই চলে। তাই কি করে পালন করতে হবে, তা খুব একটা ভালো জানা ছিল না। যাইহোক তাও মোটামুটি যত্ন করার চেষ্টা করছিলাম। তো হঠাৎ একদিন খেয়াল করি যে একটা পাখি আসলে উড়তে পারে না। এটা আমরা প্রথমের দিকে খেয়াল করিনি।
পাখি সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাই একদিন ছোট ভাই এমনিতেই পাখিগুলোকে খাঁচা থেকে বের করে এবং বের করার পরে দেখে যে, একটা পাখি রীতিমতো হাঁটতে পারে না। অর্থাৎ একটি পাখির দুটি পা ই সম্পূর্ণভাবে ভাঙ্গা। এরপরে আমি আসলে দেখে মনে হলো যে, ব্যাপারটি মোটেও ঠিক নয়। তাই আমার এক বান্ধবী রয়েছে যে পাখি পালন করে তাকে ছবি পাঠালাম এবং তাকে ছবি পাঠানোর পর সে বললো যে পাখিগুলো অসুস্থ। সে সাথে পাখির গায়ে নাকি প্রচন্ড পোকা হয়েছে। যেটা আসলে আমি নিজেও খালি চোখে দেখতে পারছিলাম না।
যাইহোক, এরপর আমার মনে হলো যে। আমার হাতে পাখিগুলো কষ্ট পাচ্ছে। তাই আমি খুব দ্রুত আমার বান্ধবীর কাছে পাঠিয়ে দিলাম এবং সে আমাকে যেটা বললো যে, পাখিগুলো অসম্ভব অসুস্থ । পাখাগুলোর পশম গুলো ঝরে যাচ্ছে। সেই সাথে পাখিগুলো সারাক্ষণ ঝিমাচ্ছে। অর্থাৎ মূল কথা হলো, প্রচন্ড অসুস্থ ছিলো এবং সে কারণেই আমার কাজিন কে তার বন্ধু পাখিগুলো দিয়ে দিয়েছিলো।আসলে এই ধরনের কাজ মানুষ না করলেও কিন্তু পারে। আমি সত্যি খুব অবাক হয়েছি।