ব্যক্তিসত্তার ওপর সামাজ ব্যবস্থার প্রভাব

in আমার বাংলা ব্লগ3 years ago

received_1298775120576463.jpeg

মানুষ সামাজিক জীব।একটি নির্দিষ্ট সমাজে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে । আমরা যখন একটি নির্দিষ্ট সমাজে জন্মগ্রহণ করে বেড়ে উঠতে থাকি, তখন ওই সমাজের লোকজনের শাসন,অনুশাসন, নিয়ম, নীতি ইত্যাদির মধ্য দিয়ে চলি। একজন অপরিণত বয়সী যুবক-যুবতী ভবিষ্যতে কেমন মানুষ এ পরিণত হবে তা ঐ সমাজ ব্যবস্থার উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

একটি বিল্ডিং কিংবা দালানকোঠা কতটা টেকসই হবে তা নির্ভর করে দালান কোঠার ভিত্তির উপর।ভিত্তি যদি মজবুত হয় তাহলে ওই বিল্ডিং বেশিদিন টিকবে। অপরদিকে দালান কোঠার ভিত্তি যদি নরমাল হয় তাহলে ওই দালানকোঠা তো বেশিদিন টিকবে না বরং একসময় ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি নির্দিষ্ট সমাজ ব্যবস্থা ও ঠিক দালানকোটা কিংবা বিল্ডিং এর মতোই।

ভবিষ্যতে গিয়ে একজন মানুষ কেমন হবে তা অনুমান করা যাবে ওই সমাজের অবস্থা দেখে।কোন সমাজ ব্যবস্থা যদি খুব ভালো হয় তাহলে ওই সমাজ থেকে অনেক প্রতিষ্ঠিত মানুষ উঠে আসে। আর সমাজ ব্যবস্থা খারাপ হলে ওই সমাজের লোকজনের অবস্থা খুব একটা ভালো হয় না। যে সমাজে শিক্ষিত লোকের সংখ্যা বেশি ওই সমাজ এর ভবিষ্যত উজ্জল। অর্থাৎ ভবিষ্যতেও ওই সমাজ থেকে শিক্ষিত লোকজনই বেরিয়ে আসবে। আর যে সমাজ ব্যবস্থায় শিক্ষিত লোকজনদের সংখ্যা কম ওই সমাজ থেকে ভবিষ্যতে ভাল কিছু আশা করাও কল্পনার বাইরে।

শুধু যে শিক্ষিত লোকের সংখ্যার উপরই সমাজব্যবস্থা নির্ভর করবে তা নয়। অনেক সময় দেখা যায় যে একটি সমাজের শিক্ষিত লোকজনদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও ওই সমাজ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব হচ্ছে না। এ সমস্যার জন্য যে বিষয়টি জড়িত রয়েছে তা হল সমাজের নীতি নির্ধারক। অনেক সময় দেখা যায় যে একটি সমাজে শিক্ষিত লোকজনদের সংখ্যা বেশি হওয়া সত্বেও নীতি নির্ধারকরা সমাজ কাঠামো সঠিকভাবে পরিচালনা করছেন না। যেমন ধরুন নীতি নির্ধারকরা যদি রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে তারা যুব সমাজকে রাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

একজন ব্যক্তির সফলতা এবং ব্যর্থতার পেছনে সমাজব্যবস্থা অনেকাংশে জড়িত। একটি সমাজ ব্যবস্থা যদি অনৈতিকতা ও অনৈতিক কার্যকলাপে পরিপূর্ণ থাকে তাহলে ওই সমাজ ব্যবস্থা থেকে ভালো কোন কিছু আশা করাও সম্ভব না। এজন্য আমাদের সৎ নীতিনির্ধারক এবং উন্নত সমাজ ব্যবস্থা গঠনের ওপর জোর দেয়া উচিত।

received_564130704610041.jpeg

Sort:  

অনেক সুন্দর একটি বিষয়ে লিখেছেন ভাই।

অনেক সময় দেখা যায় যে একটি সমাজে শিক্ষিত লোকজনদের সংখ্যা বেশি হওয়া সত্বেও নীতি নির্ধারকরা সমাজ কাঠামো সঠিকভাবে পরিচালনা করছেন না।

এজন্যই আমি মনে করে মূর্খ মানুষ সমাজ নষ্ট করেনা।শিক্ষিত মানুষের মূর্খ স্বভাবে সমাজ নষ্ট হয়।

অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করে উত্সাহিত করার জন্য।

 3 years ago 

দেশ বা সমাজে শিক্ষিত লোক থাকলে কি হবে।তাদের নৈতিকতা পরিবর্তন না করলে সমাজ ভালো হবে না।
সবমিলে সুন্দর হয়েছে পোস্টটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

আমাদের শিক্ষার মধ্যেই নস্টামি ঢুকেছে। ঘুষ দিয়ে ও অন্যের পরিচয়ে চাকরি নেওয়া শিক্ষকেরা, তাদের মতই শিক্ষা ছাড়া আর কি উপহার দিবে। স্বাগতম।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ব্যক্তিসত্তার ওপর সামাজ ব্যবস্থার ব্যাপক প্রভাব রয়েছে।একজন ছেলে বা মেয়ে ভবিষ্যতে কেমন হবে সমাজব্যবস্থা দেখলেই তার কিছুটা আন্দাজ করা যায়।খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

সমাজে বসবাস নিয়ে অনেক সুন্দর লিখেছেন।
আপনার লিখা অনেক সুন্দর ছিলো ভাই। আপনার জন্য দোয়া রইলো

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ভাইয়া। যেকোনো মানুষের ছোট থেকে বেড়ে ওঠার ক্ষেত্রে পরিবারের যেমন ভূমিকা তেমনি তার সমাজের পারিপার্শ্বিক ভূমিকা ও নির্ভর করে।ভীত গড়ে তুলতে সমাজের ভূমিকা অপরিসীম।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

বাস্তব একটি বিষয় তুলে ধরেছেন। আপনার পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো। অনেক শুভ কামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95527.71
ETH 2721.31
SBD 0.67