ক্রিয়েটিভ রাইটিংঃ-পূর্ণতা আর অপূর্ণতা নিয়ে মানব জীবন গঠিত।
শুভ বিকাল,
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। নিশ্চয় আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। বন্ধুরা পোস্টের ধারাবাহিকতায় আজকে আবারো হাজির হয়ে গেছি। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম বাচ্চাদের স্কুলে যাওয়া আসা এবং রান্নাবান্না। অবশেষে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। প্রিয় বন্ধুরা, প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করে থাকি। বিভিন্ন টপিক্স নিয়ে নিজের মতো করে বিভিন্ন অনুভূতি প্রকাশ করা আমার কাছে খুবই ভালো লাগে। এর মাধ্যমে মূল্যবান অনেক কথা সবার সাথে শেয়ার করা হয়। সবার মাধ্যমে এরকম পোস্ট গুলো পড়তে পারলে অনেক তথ্য আদান-প্রদান হয় অনেক সুন্দর অনুভূতির প্রকাশ পায়। তাই আমিও হাজির হইয়া যাই আমার পছন্দের কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিতে।
নিশ্চয়ই বন্ধুরা আপনারা আমার আজকের টপিক্স পড়ে অবশ্যই বুঝতে পারছেন। প্রতিটি মানুষের জীবনে পূর্ণতা এবং অপূর্ণতা দুইটি থেকে যায়। আমরা কখনো বুকে হাত দিয়ে বলতে পারব না যে কোন মানুষের একেবারে সবকিছুতে পূর্ণতা পেয়েছে। অথবা কোন মানুষের জীবনের সম্পূর্ণ অপূর্ণতা রয়ে গেছে। এটা আসলে আমি কখনো বিশ্বাস করি না। কারণ স্তর ভেদে শ্রেণি ভেদে প্রত্যেকটি মানুষের মধ্যে পূর্ণতা এবং অপূর্ণতা রয়েছে। যে মানুষ লাখপতি কিংবা কোটিপতি তারও জীবনে অনেক কিছু পূর্ণতার সাথে অপূর্ণতা রয়ে যায়। আবার অনেক মানুষ আছেন যারা দিনমজুর তাদের জীবনেও অনেক পূর্ণতা রয়ে যায় আবার অনেক অপূর্ণতা রয়ে যায়। সবকিছু মিলিয়ে সৃষ্টিকর্তা মানুষকে এভাবে সৃষ্টি করেছেন।
আমরা দূর থেকে অনেক মানুষকে দেখে থাকি। আমরা মনে মনে ভাবতে থাকি সেই মানুষটি অনেক বেশি সুখী। কারণ চারদিকে ঝলমলে পরিবেশ ধন-সম্পদে ভরপুর এবং চারদিকে ও সুন্দর ইনকাম। আহা! চারদিকে শুধু টাকা আর টাকা এমন মানুষ আমাদের চোখে দেখার অভাব হয় না। বর্তমান সমাজে বলতে গেলে অভাব তেমন একটা নেই বললে চলে। আমরা ছোটবেলায় যে মানুষগুলোকে দেখেছি এবং যে অভাবগুলো দেখেছি সেই অভাব গুলো বর্তমান সময়ে নেই বললে চলে। মানুষের ইনকাম যত বৃদ্ধি পাচ্ছে দিন দিন সব জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে। আমরা শুধু এটা চোখে দেখে থাকি শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা দেখতে পাই। কিন্তু আমরা এটা দেখতে পাই না যে একজন দিনমজুরের দৈনিক ইনকামের পরিমাণ কত। যেমন আমরা ছোটকালে দেখেছি একজন দিনমজুর সারাদিন কাজ করে ৬০ কিংবা ৫০ টাকা পেত। কিন্তু সেই মানুষ এখন ১০০০ থেকে ৭০০ টাকা করে পেয়ে যায়।
তাহলে ভাবুন তো দ্রব্যমূল্যের যেমন দাম বেশি তেমনি মানুষের ইনকামের টাকা অনেক বেশি। যাক বন্ধুরা সেদিকে আমি যাচ্ছি না আমি মূল কথায় ফিরে আসি। মূল কথা হচ্ছে আমাদের জীবনে আমরা অনেক কিছুতে পরিশ্রম করে থাকি সফলতা অর্জন করার জন্য। কিন্তু আসলে আমি যে পরিশ্রম করব সফলতা পাব সেটা একেবারেই সঠিক নয়। কারণ প্রত্যেকটি জিনিসের মাঝে কিছু না কিছু ব্যঘাত ঘটে যায়। আমরা অনেক পরিশ্রম করি অনেক চেষ্টা করি কিন্তু সেখানে সফলতা আসে না। কেন সফলতা আসলো অবশ্যই ধরে নিতে হবে যে সৃষ্টিকর্তা ওই জিনিসটা আমার জন্য বরাদ্দ করে রাখেনি। এই ক্ষেত্রে অবশ্যই আমার অপূর্ণতা থেকে যাবে। কারণ এটা আমার যে অপূর্ণতা সেটা নিয়ে আফসোস করে সময় নষ্ট করার কোন মানে হয় না। কারণ আমাকে অন্যদিকে চেষ্টা করতে হবে। কেননা হয়তো সেটা আমার জন্য বরাদ্দ করে রাখেনি। তার চেয়ে হয়তো ভালো জিনিস আমার জন্য বরাদ্ধ করে রেখেছে।
আবার আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে হয়তো একটাতে সফলতা অর্জন করে নাই আমি আরো অনেক কিছুতে সফলতা অর্জন করেছি। তাহলে সেটা চিন্তা করে আমাদেরকে সান্ত্বনা দিতে হবে। একটাতে অপূর্ণতা রয়ে গেছে আমার আরো অনেক কিছুতে পূর্ণতা রয়েছে। সৃষ্টিকর্তার প্রত্যেকটি নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সৃষ্টিকর্তার ইবাদতের জন্য। আমরা যদি আমাদের সময় গুলো আমাদের অর্থ গুলো যদি অপব্যবহার করি তাহলে সৃষ্টিকর্তা তার জন্য আমাদের জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছেন। হয়তো আমি জীবনে অনেক সফলতা অর্জন করেছি তাই বলে আমি অসৎ পথে চলব অসৎ পথে টাকা খরচ করব এভাবে হলে কখনো ইনকামের মধ্যে বা আপনার সফলতার মধ্যে বরকত দান করবে না। যখন দেখবেন আপনি সৃষ্টিকর্তার নিয়ামত স্বীকার করবেন।
সেই অর্থ সৎ কাজে ব্যবহার করবেন তাহলে আপনার সম্পদের মধ্যে অর্থের মধ্যে আরো বরকত দান হবে। মাঝে মাঝে আফসোস করি ইস এটা যদি আমি পেতাম তাহলে অনেক ভালো হতো। এমন আফসোস আমি আপনি সবাই করে থাকি। যদি আমরা চিন্তা করি আসলে যেটা পাইনি সেটা বাদ দিলাম কিন্তু আমার যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন তা আমার জন্য অনেক বেশি অনেক বেশি। হয়তো আমার হাত পা না থাকতে পারতো। অথবা আমি চলাফেরা না করতে পারতাম। কিন্তু আমি কত সুন্দর করে চলাফেরা করতে পারি। সৃষ্টিকর্তা আমাকে সবকিছু দিয়েছেন। অনেক প্রতিবন্ধী আছেন যারা চলাফেরা করতে পারে না। কিন্তু তার চেয়ে তো আমি হাজার গুণে ভালো আছি। এভাবেই মানুষের জীবনে পূর্ণতা ও পূর্ণতা নিয়ে গঠিত।
তাই আমরা আমাদের এই জীবনে পূর্ণতা গুলোর মাঝে অপূর্ণতা গুলোকে না নিয়ে এসে আমরা সন্তুষ্টি প্রকাশ করি। আসুন আমরা একসাথে পরিশ্রম করি সফলতা অর্জন করি। যেগুলোতে আমরা ব্যর্থ হয়েছি সেগুলো বাদ দিয়ে যেগুলোতে আমরা সফল হয়েছি সেগুলো নিয়ে আমরা এগিয়ে যাই। তাহলে দেখবেন আমাদের জীবন খুবই সুন্দর আমরা অনেক বেশি সন্তুষ্ট।
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
---|---|
ইমেজ সোর্স | Wiko-T3 |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | ক্রিয়েটিভ রাইটিং |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আপু প্রতিটি মানুষের জীবনের পূর্ণতা এবং অপূর্ণতা দুটি জিনিস থাকে। কেউ কোন না কোন দিক দিয়ে অপূর্ণতা থেকে যায়। সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা টপিক্স সময় দিয়ে পড়ার জন্য।
কথায় আছে আপু নদীর এপার বলে ওপারে বড্ড সুখ। কিন্তু দিনশেষে দেখা যায় হয়তো নিজেই বেশি সুখে আছি।পূর্ণতা এবং অপূর্ণতা দুটো নিয়েই আমাদের জীবন। সব সময় যে সব স্বপ্ন পূর্ণ হবে এমনটা কখনোই ভাবা উচিত না। স্বপ্ন পূরণের জন্য সেই স্বপ্নের পেছনে অনেক ছুটতে হবে। পরিশ্রম করতে হবে তবেই সফলতা আসবে। বেশ ভালো লাগলো আপনার লেখাটা পড়ে। শুভকামনা রইল আপু।
এই পৃথিবীতে কোন মানুষ স্বয়ংসম্পূর্ণ নয়। আর সকল স্বপ্ন যে পূরণ হবে তা আসলে একেবারে ভাবা উচিত নয়।
https://x.com/nahar_hera/status/1855673412016025750?t=iUQTPu2LLc_4vXavANYOkw&s=19
আমাদের যা আছে তা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আসলে প্রত্যেকটা মানুষ শুধু চায় আর চায়। আমাদের থেকে উঁচু যারা আছে তাদেরকে দেখে নয়, বরং আমাদের থেকেও কষ্টে যারা আছে তাদেরকে দেখে আমাদের এটা ভাবা উচিত আমরা আসলেই অনেক ভালো আছি। কারো জীবনে পূর্ণতা হয়, আবার কারো জীবনে অপূর্ণতা থেকে যায়। সবকিছুর মাঝেই তো আমাদের এই জীবন। তবে নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে আর পরিশ্রম করতে হবে। তবে আমরা ভালো কিছু করতে পারবো।
দারুন মতামত শেয়ার করলেন আপু। একদম উপযুক্ত কথাগুলো বলেছেন অনেক ভালো লাগলো।
জী আপু ঠিক বলেছেন, পাওয়া না পাওয়া পূর্ণতা ও পূর্ণতা এগুলো নিয়েই আমাদের জীবন। সব সময় যা কিছু চাওয়া হয় তা পাওয়া যায় না, আবার অনেক সময় যা কিছু চাওয়া হয় না তা ও পাওয়া যায়। এটাই যেন প্রকৃতির খেলা। ধন্যবাদ।
এটা ভেবে নেওয়া উচিত যে সকল চাওয়া কিন্তু পূর্ণ হয় না।