মানুষকে চেনা কঠিন ব্যাপার
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমাদের সমাজে মানুষ চেনা অনেক কঠিন ব্যাপার। মানুষ সর্ব শ্রেষ্ঠ প্রাণী। কিন্তু এই মানুষ গুলো যখন পশুর মত ব্যবহার করবে তখন সত্যি অনেক খারাপ লাগে।আসলে আমরা যাদের আপন মনে করি তারা কিন্তু আমাদের আপন মনে নাও করতে পারে।যাইহোক এমন মানুষ হতে আমাদের সবারই সাবধান থাকা উচিত। আসলে বহুরুপী মানুষ গুলো সহজে চেনা যায় না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আসলে ঘটনা হয়েছে আমাদের পৌরসভা নির্বাচন নিয়ে। আমাদের পৌরসভার যে কাউন্সিলর হয়েছিল সে কয়েক মাস আগে মারা গিয়েছে। তাই পৌরসভা থেকে আবার নতুন করে নির্বাচন করতে বলেছে। যাইহোক যে মারা গিয়েছে তার ছেলে ও অন্য দুইজন দাঁড়িয়েছে। তবে যে কাউন্সিলর ছিল তার ব্যবহার মটোও ভালো ছিল না। তাই আমার দেবর অন্য এক জনের হয়ে নির্বাচন করেছে। আসলে আমার দেবর একজন যুবলীগের নেতা। সত্যি বলতে তার অনেক ক্ষমতা আছে। যাইহোক নির্বাচনের মেয়াদ সম্ভবত দেড় বছরের মতো আছে।তবে নির্বাচন অনেক ভালো ভাবে জমে উঠেছিল।
আমার দেবর নিজের টাকা দিয়ে অন্যের নির্বাচন করেছে।আমাদের এলাকায় যারা আছে তারা সবাই কোন প্রয়োজন হলেই চলে আসে আমাদের বাড়িতে সাহায্যের জন্য। তবে কাউকে পারতি মানে ফেরত দেয় না।আসলে নির্বাচনে না গেলে হয়তো কিছু মানুষকে কখনো চেনা যেত না।গত কয়েক দিন ধরে আমাদের বাড়িতে বেশ ভালো খাবার আয়োজন করেছে। আসলে কিছু কিছু মানুষকে দিয়ে ভোট চাওয়ানো হয়েছে। যদিও সবাইকে প্রতি দিন কিছু টাকা দেওয়া হয়েছে আবার দুপুরে একবার খাওয়ানো হয়েছে। এভাবে দেখতে দেখতে চলে আসলো নির্বাচন।
আসলে গত নয় তারিখে আমাদের নির্বাচন ছিল। তবে নির্বাচনটা দুটি সেন্টারে হয়েছে। তাই আমার দেবরের ধারণা ছিল যে আমি যে টাকা দিয়েছি আর যাদের খাওয়াছি হয়তো সবাই আমাদের দলকে ভোট দেবে। আসলে দুই সেন্টারে কতজন মানুষ আছে আমাদের প্রায় হিসেবে ছিল। তারপর আট তারিখে রাত দশটার পরে কাউন্সিলরের পক্ষে লোক এসে আমাদের গ্রামে প্রতিটি ঘরে ঘরে টাকা দিচ্ছে। আর আপনারা সবাই যদি ভোট না দেয় তাহলে আপনাদের এলাকায় থাকতে দেওয়া হবে না।গ্রামের লোকজন এক রাতে কিছু টাকা পেয়ে অনেকেই আগের টাকা খাওয়ার কথা ভুল গিয়েছে।যদি ও আমাদের দল ঠকেছে কিন্তু মানুষ গুলো কিন্তু আমরা ভালো করেই চেনেছি।সত্যি একদিন টাকা পেয়ে সারাবছরের হিসাব কিভাবে ভুলে যায় সেটাই ভাবার বিষয়।আসলে কাউকে এভাবে বিশ্বাস করা উচিত নয়। আশাকরি আমার লেখাটা আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার নাম পারুল।আমার ইউজার আইডি @parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্ট পড়ে বুঝতে পেরেছি আসলে বাংলাদেশের রাজনীতি হলো নোংরা রাজনীতি। যেখানে টাকার উপর সবকিছু নির্ভর করে । মানুষের সততা মানবিকতা ন্যায় পরায়ণ এ সকল বিষয় এখন আর নেই । যেখানে সুবিধা পাবে এদেশের জনগণ সেই দিকেই যাবে। সেই পাতে খেয়ে সেই ছিদ্র করে আবার অন্যজনের পেছনে যাবে। সেজন্য বাঙালি হিসেবে নিজেকে লজ্জিত মনে হয়। নিজের সম্মানবোধ যেভাবে বিক্রি করতে দেখেছি নির্বাচনের সময় কিছুই বলার নাই। তারা আবার সততার কথা বলে। সেজন্য আমি মনে করি, এই ধরনের নোংরা রাজনীতির মধ্যে না যাওয়াই ঠিক।
আসলে ভাইয়া কিছু কিছু জায়গায় না গেলে মানুষ চেনা যায় না, ধন্যবাদ আপনাকে।
আসলে আমাদের এদেশের রাজনীতিটাই এমন। সঠিক মানুষ নির্বাচন না করে টাকার পেছনে ছুটে। বর্তমান সময়টাই এরকম। মানুষকে মনের দিক থেকে বিবেচনা না করে অর্থের দিক থেকে বিবেচনা করা হয়। আপনার আজকের লেখাগুলো পড়ে বেশ কিছু জিনিস বুঝতে পারলাম। আমাদের জীবনে এরকম কিছু মুহূর্ত আসে যে সময়তে আমরা মানুষ চিনতে পারি। ঠিকই বলেছেন আপনি মানুষকে চেনা সবচেয়ে কঠিন কাজ।
এটা সত্যি আপু সঠিক মানুষ নির্বাচন না করে টাকার পিছনে ছুটে,ধন্যবাদ আপু।
মানুষেকে চেনা আসলেই কঠিন ব্যাপার ৷ আজকাল তা আরো বেশি কঠিন হয়ে দারিয়েছে ৷ মানুষ পাশে থাকে কেবল স্বার্থের জন্য ৷ স্বার্থ ফুরিয়ে গেলে সব ভুলে যায় , আর এই সময়টায় মানুষকে চেনা যায় ৷ যাই হোক , আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগলো ৷ আসলে টাকা পয়সা নিয়ে দিয়ে নেতা তৈরি করা ঠিক নয় ৷ শত যোগ্য এবং মানুষের মানুষত্ব দেখে নেতা তৈরি করতে হয় ৷ যে মানুষকে ভালোবাসবে এবং ভালো রাখবে ৷
আসলে ভাইয়া মানুষ শুধু টাকা চেনে, এই কারণে মানুষকে বিশ্বাস করা কঠিন। ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। আসলে এখনকার সময়ে মানুষ চেনা আসলে অনেক কঠিন ব্যাপার৷ মানুষ প্রতিনিয়তই তার মুখোশ পরিবর্তিত করতে থাকে৷ সেই পরিবর্তন থেকে মানুষজন মানুষকে চিনতে পারে না৷ সবসময় নিজের স্বার্থকে নিয়ে চিন্তা করে এবং এই স্বার্থ রক্ষার জন্য যখন নেতা নির্বাচন করার সময় আসে তখন শুধুমাত্র টাকার পিছনে ঘুরতে থাকে৷ তবে যে মানুষটি ভালো এবং ভবিষ্যতে তাদের কোন ধরনের সাহায্য করতে পারে সেই মানুষটিকে তারা নির্বাচন করে না। এই অল্প সময়ের সাহায্য করা সে ব্যক্তিকে তারা নির্বাচন করতে থাকে৷ অনেক ভালো লাগলো আপনার এই গল্পটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷
আসলে ভাইয়া সঠিক মানুষ নির্বাচন করতে পারে না মানুষ, আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
সঠিক মানুষ নির্বাচন করতে না পেরেই সারাজীবন কষ্ট করে যেতে হয়।
আপনার পোস্ট টি পড়ে অনেক আগের একটি কথা মনে পড়ে গেলো।আমাদের বাড়িতে এক লোক কাজ করতো আর নির্বাচনের সময় আমার সামনে আমাদের বাড়িতেই তাকে কিছু টাকা দেয় ভোট দেয়ার জন্য। ওনারা চলে যাওয়ার পর যখন আমি প্রশ্ন করলাম যে আপনার ভোট তো বিক্রি করে দিলেন তিনি এক কথায় বল্লেন খাবু দিমু না।এরকম অবস্থা হয়েছে আপনার এলাকার ভোটার দের খামু দিবু না।তবে সত্যি মানুষ চিনতে পেরেছেন। ধন্যবাদ।
জি আপু এই ধরনের মানুষ সহজে চেনা যায় না। ধন্যবাদ আপু।
এরকম বহুরূপী মানুষ প্রত্যেক গ্রামে আছে। আপনার পোস্ট পড়ে আমার নিজের অনেক কথা মনে পড়ে গেল। মানুষ কিছু লোক আছে কিছু টাকা পেলে নির্বাচনের আগে দিন আগের সবকিছু ভুলে যায়। তবে মানুষ চেনা বড় কষ্টকর। আপনি অন্যান্য প্রাণী চিনতে পারবেন। কিন্তু মানুষকে চিনতে পারবেন না। হয়তো আপনার দেবরের অবদানের চেয়ে ওদের কিছু নগদ টাকা পেয়ে তারা পাল্টে গেল। তবে আপনার পোস্টটি পড়ে সত্যি আমাদের সমাজে অনেক মানুষের কথা মনে পড়ে গেল যারা বহুরূপী।
এটা ঠিক বলেছেন ভাইয়া এরকম বহুরূপী মানুষ সব জায়গায় আছে। ধন্যবাদ ভাইয়া পোস্ট করে মন্তব্য করে পাশে থাকার জন্য।
বর্তমানে মানুষের মুখের ভাষা এবং অন্তরের কথা এক না। যেমন যেই লোকগুলো আপনার দেবরের থেকে সারা বছর হেল্প পেলে তারা এক রাতে টাকা পেয়ে সব ভুলে গেছে। আসলে এই লোকগুলো দিয়ে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। তবে সহজে মানুষের রূপ চেনা যায় না। এজন্য এরকম মানুষ থেকে কিছু আশা করা একদম ঠিক না। আর এই ধরনের লোক সব জায়গাতে কম বেশি দেখা যায়। খুব সুন্দর করে পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলে আপু এমন কিছু ঘটনার জন্যই মানুষকে আজীবন মনে রাখতে হয়। ধন্যবাদ আপু