আর্ট পোস্টঃ- মগের ভিতর বসে থাকা কিউট বিড়ালের পেন্সিল আর্ট।
আসসালামু আলাইকুম,
আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা খাতা।
পেন্সিল।
রাবার।
কালার পেন্সিল।
আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে সাদা কাগজ নিয়েছি এর সাথে পেন্সিল নিয়েছি এবং কালার কলম নিয়েছি। সাদা কাগজ নিয়ে কিছুটা অংশ আমি আর্ট করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
এই ধাপে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিল দিয়ে আমি আরো কিছুটা অংশ আর্ট করে নিয়েছি কিউট বিড়ালের।
তৃতীয় ধাপঃ
এখন আমি পেন্সিল দিয়ে কিউট বিড়াল এবং মগের দৃশ্য এঁকে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এই ধাপে আমি মগের পুরো দৃশ্য এঁকে নিয়েছি। স্ট্র দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছি।
পঞ্চম ধাপঃ
এখন পেন্সিল দিয়ে কিছুটা অংশ আমি স্কেচ করে নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন।
৬ষ্ট ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিউট বিড়াল এবং মগের পুরো দৃশ্যটি স্কেচ করে নিলাম।
৭ম ধাপঃ
পুরো আর্ট স্কেচ করা হয়ে গেলে আমি কালার পেন্সিল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি যা এই ধাপে উপস্থাপন করেছি।
আর্টের উপস্থাপনা

ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | কিউট বিড়াল ও মগের পেন্সিল স্কেচ আর্ট |

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
সুস্থতা কামনা করছি আপু।আসলে নিজের সন্তানের জন্য হলেও বাঁচতে হবে এবং সুস্থ থাকতে হবে।মগের ভিতর বসে থাকা কিউট বিড়ালের পেন্সিল আর্ট করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার আর্ট টি।আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ভীষণ সুন্দর হয়েছে আপনার আর্ট টি।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর মগের ভিতর বসে থাকা কিউট বিড়ালের পেন্সিল আর্ট করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আর্ট করার সময় পাইনা যখন সময় সুযোগ পাই তখন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter
মগের ভিতর বসে থাকা কিউট বিড়ালের পেন্সিল আর্টটি দেখতে খুবই চমৎকার লাগছে।আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেন। আপনার হাতের কাজ যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার।
অনেক ধন্যবাদ আপনাকে প্রশংসা করার জন্য।
ওয়াও অনেক সুন্দর একটা আর্ট করেছেন আপনি আজকে। দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে আর্টটি অংকন করার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। প্রতিনিয়ত এরকম সুন্দর আর্ট গুলো করার চেষ্টা করলে পরবর্তীতে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন আপনি। আশা করছি এরকম সুন্দর আর্ট আপনি সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।
আর্টটি কষ্ট করে কমপ্লিট করেছি কিন্তু আপনাদের কাছ থেকে প্রশংসা শুনে ভালো লাগলো।
অও,পেন্সিল আর্টগুলি আমার কাছে বরাবরই ভালো লাগে।আপনি কিউট একটি পেন্সিল আর্ট করেছেন।আপনি অসুস্থ থাকা সত্ত্বেও সুন্দর একটি আর্ট করেছেন দেখে ভালো লাগলো।আপু আপনার কি ব্লাড ক্যান্সার হয়েছে?ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে যাবেন প্রে করি,শুভকামনা রইলো।
এত অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার আজকের টাস্কঃ-
মগের মধ্যে দেখছি খুবই কিউট একটা বিড়াল রয়েছে। আর বিড়ালটাকে দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আপনি পেন্সিলের মাধ্যমে খুবই দারুণভাবে এই আর্টটি করেছেন। দক্ষতার সাথে এরকম আর্টগুলো খুলে দেখতেও খুব ভালো লাগে।
যেহেতু আপনার ভালো লেগেছে আর্ট দেখে তাই আমারও অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর এবং ইউনিক একটি আর্ট করেছেন আপনি।মগের ভিতর বসে থাকা কিউট বিড়ালের পেন্সিল আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখে অনেক বেশি ভালো লাগলো।
আপনাকে অনেক ধন্যবাদ আপু।
মগের ভিতর বসে থাকা কিউট বিড়ালের আর্টটি অসাধারণ সুন্দর হয়েছে আপু। সত্যিই অনেক কিউট লাগছে দেখতে। ধন্যবাদ সুন্দর একটি পেন্সিল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনুপ্রাণিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।