ব্যাঙের পেন্সিল আর্ট❤️
হ্যালো
আমার বাংলা ব্লগবাসী বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। বর্তমানে ভালো থাকাটাই আশ্চর্যের বিষয় হয়ে দাড়িয়েছে। গরমে সবার অবস্থা করুন।প্রচন্ড গরমে মাঠপ ঘাটে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করলে মনে হয় আমি স্বর্গে আছি।কষ্ট পাই আর ভাবি যদি তাদের জন্য কিছু করা যেত।আবার ভাবি এসব ভেবে লাভ কি কিছু তো করতে পারি না বৃথা চিন্তা এসব
২তারিখে মেয়ের প্রথম সাময়িক পরীক্ষা তাই একটু বাড়তি পড়াতে হচ্ছে। আর্ট গুলো শেখাচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো এই ব্যাঙ আর্ট করে আপনাদের সাথে ভাগ করে নেই।
যে কথা সেই কাজ।রং পেন্সিল ও পেন্সিল, মার্কারি কলম নিয়ে বসে পড়লাম আর্ট করতে।
আর্ট চর্চার বিষয় যতো আর্ট করা যায় তত দক্ষতা বাড়ে। আমি আর্ট একদমই করি না বল্লেই চলে। তাই খুব একটা ভালো আর্ট না হলেও মনের ভালো লাগা থেকে আর্টি আপনাদের সাথে ভাগ করে নেয়া।
আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।
তো চলুন দেখা যাক কি ভাবে ব্যাঙের আর্ট করলাম
পেন্সিল |
---|
রং পেন্সিল |
খাতা |
মার্কারি কলম |
চুড়ি |
প্রথম ধাপ
প্রথমে আমি একটি খাতা নিয়েছি ও একটি চুড়ি নিয়েছি। চুড়ির সাহায্যে একটি বৃত্ত একে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন বৃত্তটির সাইড দিয়ে দাগ কেটে নিয়ে পা আর্ট করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন পায়ের পাতা ও আঙ্গুল বানিয়েছি।
চতুর্থ ধাপ
এখন ব্যাঙের ঠোট বানিয়ে নিয়েছি। মুখটা হাসি হাসি করে বানিয়েছি
পঞ্চম ধাপ
এবার ব্যাঙটির চোখ বানিয়েছি ও চোখের মণি মার্কারি কলমের সাহায্যে কালো করে নিয়েছি। নাক বানিয়েছি ও নাকের ফুঁটা কালো করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন ব্যাঙের পা কালার করে নিয়েছি হলুদ ও লাল কালার দিয়ে।এভাবে ব্যাঙের দুটো পা কালার করে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন আস্তে আস্তে পুরা ব্যাঙটি কালার করে নিয়েছি ব্যাঙের ঠোঁট, নাক,চোখ সব কালার করে নিয়েছি লাল,হলুদ ও সবুজ কালার দিয়ে।
শেষ ধাপ
পুরাপুরি ভাবে ব্যাঙ আর্টও কালার করা হয়ে গেছে।
উপস্থাপনা
এই ছিলো আমার আজকের পেন্সিল আর্ট ব্যাঙ।আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
পেন্সিল আর্ট গুলো একটু বেশি সুন্দর হয়। আপনি আজকে ব্যাঙ্গের পেন্সিল আর্ট করেছেন। আপনার আর্ট করা ব্যাঙ টি বাস্তবের না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।আর আপনি আর্ট করতে বেশ পারদর্শী। আশা করছি আপনি সব সময় আমাদের কে সুন্দর সুন্দর আর্ট উপহার দিবেন।
ঠিক বলেছেন ভাইয়া পেন্সিল আর্ট গুলো সুন্দর হয়।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
বৃত্তকে কেন্দ্র করে সুন্দর একটি ব্যাঙের পেন্সিল আর্ট শেয়ার করেছে দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কিভাবে এই সুন্দর আর্ট করেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ব্যাঙের পেন্সিল আর্ট দেখতে অনেক কিউট লাগতেছে। রং করাতে চমৎকার ফুটে উঠেছে। আপনার মেয়ের পরিক্ষা শুভ কামনা রইলো। চমৎকার একটি পোস্ট আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া।
আপনার আকা ব্যাঙটা দেখতে খুবই সুন্দর লাগছে আপু।খুব নিখুত ভাবে উপস্থাপন করেছেন।আর প্রতিটি ধাপ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
আজকের ভিন্ন ধরনের একটি আর্ট দেখতে পেলাম। ব্যাঙের আর্ট যেটা আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে করেছেন। তারপর রঙিন পেন্সিল দিয়ে কালার করায় ভিন্ন একটা সৌন্দর্য বয়ে এনেছে। এই ধরনের কাজ গুলো নিজের দক্ষতা বাড়ায়। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। ভালোই উপভোগ করলাম আজকের পেন্সিল আর্ট। এত সুন্দর করে আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
পেন্সিল দিয়ে ব্যাঙের অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অঙ্গনে ব্যাঙের আঙ্গুলের চিত্র অঙ্কন করে দেওয়াটা এবং ব্যাঙের হাসিমুখের চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার এই চিত্র অংকনটি দেখতে বেশ সুন্দর লাগছে।
আমার পেন্সিল আর্টটি ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু এই গরমে সুস্থ থাকাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যারা মাঠে ঘাটে কাজ করে তাদের অবস্থা তো আরও বেশি খারাপ। যাই হোক আপনি ভালো আর্ট করতে না পারলেও কিন্তু খুব সুন্দর আর্ট করেছেন। এভাবে যদি সবসময় আর্ট করতে থাকেন তাহলে একসময় ঠিক হয়ে যাবে। কালার করার জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু সব সময় আর্ট করতে থাকলে একসময় ঠিক হয়ে যাবে আর্ট।
রং পেন্সিল ব্যবহার করে অংকন করা ব্যাঙের এই আর্টটি অনেক চমৎকার হয়েছে। এই ধরনের আর্ট গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে অঙ্কনের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই আর্ট পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ
খুব সুন্দর ব্যাঙের একটি পেন্সিল আর্ট দেখতে পেলাম। আসলে ব্যাঙের এই পেন্সিল আর্টটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার পেন্সিল আর্টের দক্ষতা অসাধারণ ছিলো।
ধন্যবাদ ভাইয়া।
আপনার মেয়ের জন্য শুভকামনা রইলো আপু। খুবই চমৎকার একটি ব্যাঙের অংকন করেছেন। আপনার অংকন টি দেখতে দুর্দান্ত হয়েছে। নিখুঁতভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।