পূরনো অতীত

time-for-a-change-5078605_1920.jpg

Source

আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনি কেমন আছেন? আপনার সাধারণত উত্তর হবে হ্যাঁ আপনি ভালো আছেন। কিন্তু দিনশেষে আপনি নিজেই বোঝেন আপনি কতটা ভালো আছেন কিংবা মন্দ আছেন। আপনার মনের অবস্থা কি সেটা হয়তো আর পাঁচটা মানুষ না জানলেও আপনি খুব ভালোভাবেই জানেন। প্রত্যেকটি মানুষের মাঝেই এমন কিছু পুরনো অতীত রয়েছে যেসব অতীতগুলো সে তারা ভুলতে পারে না। এমন কিছু দুঃখ কষ্ট রয়েছে যেটা তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়।

যারা এসব পরিস্থিতি ফেস করছে তারাই জানেন, জীবনের না পাওয়ার চিরবেদনা এবং সেই মুহূর্তগুলো সেগুলো সব সময় নিজের চোখের সামনে ভাসে। কিন্তু তারপরও সবকিছু ভুলে সামনে থেকে হাসিমুখে এগিয়ে যেতে হয়। এর মত নির্মম বাস্তব সত্য কথা পৃথিবীতে আরেকটা নেই। প্রত্যেকটি মানুষেরই অতীত থাকে আমরা যখন ছোটবেলায় আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমাদের জ্ঞান বুদ্ধি অতটা বেশি বিকশিত হয় না। এই সমাজের সাথে কিভাবে চলতে হবে, সবার সাথে কিভাবে মিশতে হবে, সেটা পরবর্তীতে আমরা আস্তে আস্তে শিখতে পারি। কিন্তু এর মাঝেই যদি কোন ভুল হয়ে যায় সেই ভুলটা আপনাকে বয়ে বাড়াতে হবে সারা জীবন। যার আফসোস আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এর থেকে বেদনার বিষয় আর কি হতে পারে?

কিন্তু তারপরও আমরা সকলেই হাসিমুখে জীবনের সামনের পথে এগিয়ে চলি এটা ভেবেই যে যা হয়েছে ভালোই হয়েছে। হয়তো সামনে আরো ভালো কিছু আসতে চলেছে। কিংবা নিজের পরিবারের দিকে তাকিয়ে কিংবা নিজের ফ্যামিলির দিকে তাকিয়ে সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যায় যেতে হয়। এটাই হচ্ছে প্রকৃত জীবন এবং এটাই প্রকৃত সুখ। আজকের মত এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last month 

হ্যাঁ আপন মানুষগুলোর সুখের জন্য কোন কিছুতেই জীবন আটকে থাকে না শত বাধা পেরিয়ে তবুও জীবন পরিচালনার ক্ষেত্রে পরিশ্রম করে যেতে হয় আর এটাই জীবনের সফলতা অর্জনের এক অংশ হিসেবে রয়ে যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি নিবন্ধন আমাদের সাথে ভাগ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 84346.38
ETH 1895.38
USDT 1.00
SBD 0.76