দিন যাচ্ছে জীবন সহজ হয়ে যাচ্ছে

in আমার বাংলা ব্লগ4 years ago

সময় পেলে একবার তুলনা করে দেখবেন, দশ বছর আগের জীবন আর এখনকার জীবনের মাঝে।মানুষ আগে যেখানে রান্না করতো মাটির হাড়িতে সেখানে এখন রাইস কুকার ব্যবহার করে।হাড়িতে রান্না করতে গিয়ে বাশের টুকরো দিয়ে চুলোতে ফু দিত ভালোভাবে আগুন জ্বালানোর জন্য।দুই-চারজন পাশাপাশি গল্প করতো।খুব বেশি না পেলেও নানিবারিতে গেলে বেশ ভালোই দেখেছি এগুলো।প্রযুক্তির ব্যবহারের জন্য যদিও কাজগুলো আগের থেকে অনেক সহজতর হয়ে গেছে তবুও এই প্রযুক্তিগুলোর ব্যবহারের জন্য অনেক ঐতিহ্য হারিয়েও যাচ্ছে।
আজ সকালে প্রাইভেট যাওয়ার আগে দেখলাম বাবা মাছ কিনে এনেছে।তো আম্মু আমায় বললো, বাবা যাওয়ার আগে মাছের আইশ ফেলে দিয়ে যা তো।তখনই মাছের আইশ ফেলানোর জন্য স্কাইলার রিমুভার হাতে নিতেই এসব মনে পরে গিয়েছিল।
IMG20210921072753.jpg

IMG20210921073110.jpg

আগে যখন বটি দিয়ে আইশ ফেলাইতো তখন ভুল করেও কখনো আইশ ফেলাইনি।তবে এই জিনিসটা দিয়ে যেমন তাড়াতাড়ি কাজ হয় তেমনি ভালোও হয়।আগে যখন বাবা মাছ আনতো তখন সেই মাছ কাটার জন্য আম্মুসহ দাদি আর ফুফুও বসতো।কেউ আইশ ফেলতো কেউ কাটতো।হাসি ঠাট্টা করতে করতে মাছও কাটা হতো সময়ও ভালো কাটতো।
বর্তমান সময় অনুযায়ী এই জিনিসগুলো আসলেই গুরুত্বপূর্ণ। তবে এগুলোর আস্তরনে যে সোনালী দিনগুলো হারিয়ে যাচ্ছে সেটাও খুব একটা ভালো না।ভবিষ্যৎ প্রজন্ম শুধু এসব শর্ট টেকনিকের জিনিসগুলোর ছোয়াই পাবে অথচ আগের দিন গুলোতে কাজগুলো করার পিছে কত কাহিনী হতো সেগুলোর ধারনা তারা পাবেনা।
আমি নিজেও খুব একটা পাইছি তা বলবোনা।তবে নিজের সামান্য দেখা আর বড়দের মুখে শুনে মনে হয় দিনগুলো আর যাইহোক এখনকার মতো এতো জটিল ছিল না।
যাইহোক,এই আশাই করি আগামীর দিনগুলো আরো সহজ হোক।উন্নতির শিখরে উঠুক আধুনিক বিজ্ঞান।জয় হোক মানবজাতির।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date. 21/09/21

Sort:  

দিন দিন আমাদের দৈনন্দিন কার্যক্রম খুব সহজ হয়ে যাচ্ছে।প্রযুক্তি আমাদের হাতের কাজকে নিজেই করে দিচ্ছে।পৃথিবী আরো উন্নীত হয়েছে।ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

 4 years ago 

আমি ধন্য🥰

 4 years ago 

আসলে আপনি সঠিক কথা তুলে ধরেছেন 10 বছর আগের জীবন আর এখনকার জীবন একদম আলাদ। এখনকার সময় একাকীত্ব জীবনটা কেটে যাচ্ছ। আস্তে আস্তে সকল বন্ধু-বান্ধবদের ছেড়ে একা থাকতে বেশী ভালো লাগে। অন্ধকার রুমে নিজের আপন মনে হয়। মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো লাগে। অনেক সুন্দর কথা আপনি তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল ।

 4 years ago 

দোয়া রাখ😊বেন

 4 years ago 

বিজ্ঞান আসলেই আমাদের জীবনকে অনেক সহজ করেছে। এর ফলে আমাদের উপকার এবং অপকার দুটোই হচ্ছে। একদিকে যেমন আমাদের সময় কম লাগছে কোন কাজ করতে অন্যদিকে আমাদের অলসতা দিন দিন বেড়ে যাচ্ছে। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি আমাদের সাথে। আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

ভালোবাসা নিয়েন আপু💙

 4 years ago 

ভাই আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রযুক্তির কল্যাণে দিনে দিনে আমাদের দৈনন্দিন কাজ গুলো অনেক সহজ হয়ে গেছে ধন্যবাদ আপনাকে

 4 years ago 

স্বাগতম😊

 4 years ago 

ভাই খুব সহজে মাছ থেকে আঁশ ফেলে দিয়ে যায়। প্রথম দেখলাম এটা। আমাদের খুব সহজ হচ্ছে ।ঠিক বলেছেন। শুভেচ্ছা নিবেন

 4 years ago (edited)

অবশ্যই😊ধন্যবাদ❤️

 4 years ago 

বহুদিন হলো ইলিশ মাছ না খাওয়া পাবলিক আমি 🥲😉🧐😋

 4 years ago 

সব হবে,শুধু সময়ের অপেক্ষা😊

একাল সেকাল ভালোই তুলে এনেছেন।

 4 years ago 

ধন্যবাদ 🙂

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.24
JST 0.030
BTC 78973.41
ETH 1568.22
USDT 1.00
SBD 0.65