কিউট টেডি বিয়ার — পেপার ক্রাফটস
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করব। আমি প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই এই সপ্তাহে পেপার দিয়ে একটি কিউট টেডি বিয়ারের অরিগ্যামি তৈরি করেছি।কিউট টেডি বিয়ারের অরিগ্যামিটি তৈরি করার পর দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল। এ ধরনের অরিগ্যামি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আশা করি আজকের অরিগ্যামি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমি রঙিন কাগজের সাহায্যে কিউট টেডি বিয়ারটি কিভাবে প্রস্তুত করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি।
• রঙিন পেপার
• কেঁচি
• গাম
• মার্কার
• কম্পাস
• পেন্সিল
আমি টেডি বিয়ার টি তৈরি করতে দুই রঙের কাগজ ব্যবহার করেছি। একটি সাদা এবং অপরটি ডিপ মিষ্টি কালার। এখন এই মিষ্টি কালারের কাগজটি হার্টশেপ করে একইমাপের দুইটি কেটে নিবো।
সাদা এবং মিষ্টি কালারের কাগজ দিয়ে ছোট বড় অনেকগুলো রাউন্ড শেপ করে কেটে নিব।
এখন একটি হার্টের নিচের পাশে আঠা লাগিয়ে অন্য একটি হার্ট জোড়া লাগিয়ে নিব।এটা হলো টেডি বিয়ারের বডি।
![]() | ![]() |
---|
এখন মিষ্টি কালারের কাগজ যেটি গোল রাউন্ড করে কাটা ছিল সেটি উপরে আটকে নিব আঠার সাহায্যে। এটি মূলত মাথা।
এখন টেডি বিয়ারের বুকে সাদা রাউন্ড করে কাটা কাগজটি আটকে নিব ।
![]() | ![]() |
---|
রাউন্ড করে কেটে রাখা মিষ্টি কালারের কাগজের উপর সাদা কাগজটি আঠার সাহায্যে আটকে নিব। এটা দিয়ে মূলত টেডি বিয়ারের কান তৈরি করব।
![]() | ![]() |
---|
টেডি বিয়ার এখন উল্টো সাইড করে আঠার সাহায্যে কান দুটো মাথার সাইডে লাগিয়ে নিব।
![]() | ![]() |
---|
এখন টেডিবিয়ারের মুখমণ্ডলের বাকি কাজটুকু করে নিব। এখন সাদা কাগজটি আঠার সাহায্যে বসিয়ে দিয়ে মার্কার দিয়ে চোখ এবং নাক মুখ আঁকিয়ে নিবো।
![]() | ![]() |
---|
এই ছিল আমার আজকের তৈরি কিউট টেডি বিয়ার। আজকের এই অরিগ্যামি পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আসলেই আপু, এটা কিন্তু একদমই কিউট লাগছে দেখতে। রঙিন কাগজের জিনিসগুলো দেখতেও ভালো লাগে। রঙিন কাগজের কালারটাও ভালো ছিল 🌼
বাহ! দারুন একটি টেডি বিয়ার তৈরি করেছেন আপু। দেখতে খুবই কিউট লাগছে। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে ও দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। টেডি বিয়ারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি ডাই তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সত্যিই অনেক ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টেডি বিয়ার বানিয়েছেন। আপনার এই টেডি বিয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। আপনার ক্রাফটের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ক্রাফট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করা যায়। আর সেগুলো দেখতেও অনেক আকর্ষণীয় লাগে।
আপু খুব সুন্দর একটি পেপার ক্রাফট শেয়ার করেছেন আমাদের মাঝে। টেডিটা দেখতে অনেক কিউট হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পেপার ক্রাফট এর প্রতিটা ধাপ এতো সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মতামত প্রদান করার জন্য।।
সত্যি টেডি বিয়ারটা অনেক কিউট হয়েছে, আপনি খুব সুন্দর ভাবে পেপার কাটিং করে চমৎকার ভাবে পুরো ধাপটা আমাদেরকে দেখিয়েছেন, দারুন হয়েছে আপনার কিউট টেডি বিয়ার।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়েছে এত চমৎকার এবং সুন্দর জিনিস তৈরি করা যায় সেটা আমি ভাবতে পেরেছিলাম না। আপনি আপনার হাতের কাজের দক্ষতার সাহায্যে প্রমাণ করে দিলেন রঙিন কাগজ দিয়েও টেডি বিয়ার তৈরি করা যায়।
মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই কিউট একটা টেডি বিয়ারের অরিগ্যামি তৈরি করেছেন। যেটা দেখতে খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে আপনার তৈরি করা এই টেডি বিয়ার। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতেই সুন্দর হয়। আপনার কাছ থেকে রঙিন কাগজ দিয়ে কিউট টেডি বিয়ার তৈরি করার পদ্ধতি শিখে নিতে পারলাম।
রঙিন পেপার দিয়ে কোন কিছু সুন্দর মত তৈরি করলে দেখতে সত্যিই অনেক আকর্ষণীয় লাগে।
অনেক সুন্দর একটি পেপারক্রাফট করেছেন। এটা করতে মনে হয় তেমন একটা সময় লাগেনি। তবে দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জ্বী আপু,,, এ ধরনের অরিগ্যামি তৈরি করতে খুব একটা সময় লাগে না এবং দেখতেও সুন্দর লাগে।
রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি টেডি বিয়ার তৈরি করলেন। এই ধরনের অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে তৈরি করে শেয়ার করলেন আমাদের সাথে। প্রতিটি ধাপ বুঝতে খুব সহজ হয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপনাদের মাঝে এই অরিগ্যামি পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ডাই পোস্ট করেছেন। এটাই পোস্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপগুলো দেখে শিখে নিলাম।