চারুকলা বিভাগে প্রথম পরীক্ষা দেওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - বুধবার

৩ কার্তিক, ১৪২৯ বঙ্গাব্দ
১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম

GridArt_20221019_064820679.jpg




আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম



হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা অনেকেই জানেন আমি মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন ধর্মের নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। ঠিক পূর্বের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আমি উপস্থিত হয়েছি চারুকলা বিভাগে প্রথম পরীক্ষা দেওয়ার কঠিন মুহূর্ত গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই চলুন দেরি না করে এখনই শুরু করে যাক বিস্তারিত আলোচনা।


'আমার বাংলা ব্লগ'
কোয়ালিটি সম্পন্ন পোস্ট


📸🦊📸




নিজে অঙ্কিত
চিত্র ফটোগ্রাফি
১ নং ড্রইং চিত্র

প্রথমে পাঁচ দশে পঞ্চাশ মার্কের ছিল ড্রয়িং চিত্র অংকন। আমি পাঁচটি অঙ্কন করতে পারি নাই। চারটা অংকন করেছিলাম। কারণ এই বিষয়টা আমার কাছে বড় ট্রাফ ছিল। পূর্বে কোনদিন চিত্র অঙ্কন করি নাই তাই। এখানে চিত্র অঙ্কন করতে হয়েছে গাছের পাতা, প্রাণীর ছবি, বিভিন্ন পর্যায়ের রেখা, ফুলের ছবি ইত্যাদি।

IMG_20221018_211348_379.jpg

IMG_20221018_211400_750.jpg

IMG_20221018_211453_135.jpg

IMG_20221018_211502_446.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


২ নং স্কেচ চিত্রাংকন

এখানে ঘর আর গাছের দৃশ্য সুন্দরভাবে চিত্র অঙ্কন করে দেখাতে বলা হয়েছে কিন্তু পূর্ব আমার কোন ধারণা না থাকায় চেষ্টা করেছিলাম। হয়তো আপনারা ফটোটি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তবে চেষ্টা করব ধীরে ধীরে যেন আরো উন্নতি হয় চিত্র অঙ্কনে। সাথে আপনাদের দোয়া প্রার্থনা করি।

IMG_20221018_211524_127.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৩ নং মডেলিং চিত্রাংকন

এখানে মাছ ও ফলের দৃশ্য অঙ্কন করতে বলা হয়েছিল। আমি রুল আর সাদা পেপার সাথে মুসনি নিয়ে লেগে পড়েছিলাম। কারণ ছোটবেলায় মাছের দৃশ্য অংকন করতাম কিন্তু ও
উনারা যেভাবে শিখিয়েছে সেভাবে অঙ্কন করতেছে আমার এই পর্যায়ে হয়েছে।

IMG_20221018_211538_964.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৪ নং লেটারিং চিত্র অংকন

লেটারিং চিত্র অঙ্কনে বাংলা এবং ইংরেজি দুইটা করে বর্ণ অঙ্কন করে দেখাতে বলা হয়েছে হয়। সেটা থ্রিডি আর্ট হিসাবে অথবা শিক্ষকেরা যেভাবে শিখিয়েছে সেভাবে। আমি তাদের ভিডিওগুলো দেখে দেখে চিত্র অংকন করার চেষ্টা করেছিলাম।

IMG_20221018_211549_640.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


৫ থেকে ৮ নং চিত্র অংকন

এখানে ৫ নং বেসিক ডিজাইনে ত্রিভুজ ও চতুর্ভুজের নকশা অংকন করতে বলা হয়েছিল। যে দৃশ্য অংকন করতে যেয়ে মনে হয়েছিল যেন পাগলা গারদ থেকে ফিরে এলাম! এতটা সময় লেগেছিল এবং বিরক্তবোধ করেছিলাম আমি। পূর্ব কোনদিন এভাবে চিত্র অংকন করে নেয় তাই এটা আমার কাছে বড় ট্রাপ হয়ে গেছিল। সবচেয়ে দীর্ঘ সময় আর দীর্ঘ বিরক্তি বোধ হয়েছিল এই দৃশ্য অঙ্কনে। ৬ নং ছিল ভূত দৃশ্য অংকন যা মোটামুটি আমার কাছে সহজ মনে হয়েছে। ৭ নং ছিল 'পরিপ্রেক্ষিত' সারিবদ্ধ কাজ এর দৃশ্য অংকন। এটা আমার কাছে মোটামুটি সুবিধা জনক মনে হয়েছে। সর্বশেষ ৮ নং ছিল কারু শিল্প,একটি নদীর বুকে নৌকার দৃশ্য অংকন। এ দৃশ্য অঙ্কন করতে আমার তেমন ভোগান্তির শিকার হতে হয়নি, তবে সময় লেগেছিল। পূর্ব অভিজ্ঞতা না থাকায় এবং এতটা সময় ধরে কাজ না করায় এই চিত্র অঙ্কনগুলো করতে আমার দুই দিন সময় লেগেছে। খুব শীঘ্রই আমার আরো পরীক্ষা হতে চলেছে তাই আশা করি আরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে পারবো কোন পোস্ট এর মধ্য দিয়ে। আশা করি সেই প্রত্যাশা থাকবেন আপনার। আর সে আশা নিয়েই আজকের মত বিদায় হতে চাই।

IMG_20221018_211652_045.jpg

IMG_20221018_211603_044.jpg

IMG_20221018_211704_389.jpg

IMG_20221018_212025_088.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন, সেই সাথে নতুন জ্ঞান অর্জন করতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক । ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৬ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 2 years ago 

পূর্বের কোন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও চারুকলার পরীক্ষাটা আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন। এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা চিত্র অংকন অসাধারণ ছিল এবং নিজের মত করে চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না। অবশ্যই অভিজ্ঞতা হয়ে যাবে। দোয়া করবেন

 2 years ago 

মামা আপনার পোস্টটি পড়ার পরে আমি জানতে পারলাম আপনি আগে কখনোই চারুকালু পরীক্ষা দেন নাই। সত্যি বলতে মামা প্রথমবার পরীক্ষা দেওয়া মনে হয় না আমার কাছে কেউ এত ভালো দিতে পারবে। প্রতিটি চিত্রাংকন আপনি অসাধারণ ভাবে তৈরি করে এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল মামা।

 2 years ago 

হ্যাঁ মামা আমি অংশগ্রহণ করেছি এই কাজে।

 2 years ago 

চারুকলা বিভাগের প্রথম পরীক্ষায় আপনি অনেক সুন্দর সুন্দর ছবি অঙ্কন করেছেন ভাই।ছবি গুলো দেখে বুঝতে বাকি নেই যে আপনি ছবি অঙ্কন করার বিষয়ে অভিজ্ঞ।ছবি গুলো কীভাবে অঙ্কন করতে হয় তার সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

আমি আশা করি আরো সুন্দর ছবি অংকন করে আপনাদের মাঝে শেয়ার করব।

 2 years ago 

ভাই চারুকলা বিভাগে প্রথম পরীক্ষায় অনেক ভালো কিছু চিত্র অঙ্কন করেছেন। আশা করি আগামী পরীক্ষায় আরো ভালো কিছু দেখতে পাব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আশা করি দোয়া করবেন যেন আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি।

 2 years ago 

জি অবশ্যই ভাই দোয়া থাকবে এবং আশা করি আপনি অবশ্যই এগিয়ে যাবেন ধন্যবাদ।

 2 years ago 

এই পরীক্ষাটা কিসের জন্য দিয়েছিলেন ভাই? আর আপনি বললেন অভিজ্ঞতা নাই। তবে আমি দেখতেছি যে সুন্দর সুন্দর ছবি গুলো আঁকলেন সে হিসেবে অভিজ্ঞতা থাকলে তো ফাটাই দিতেন ভাই।। আমি শিউর প্রথম হতেন। যাক যে জন্য পরীক্ষা দিয়েছেন আশা করি তা পূরণ হবে। শুভকামনা রইলো।

 2 years ago 

ভাই এটা মিডটম পরীক্ষা ছিল প্রথম সেমিস্টারের

 2 years ago 

কি বলেন ভাই আপনার কোন অভিজ্ঞতা নাই আপনার প্রস্তুত করার চিত্রগুলো দেখে তো মনে হচ্ছে আপনি একজন দক্ষ আর্টিস্ট।

খামোখা নিজেকে এত ছোট মনে করতেছেন কেন আমি তো মনে করি আপনি একজন বড় মাপের আর্টিস্ট।।

খুবই সুন্দর সুন্দর চিত্র অংকন এর মাধ্যমে কোন পরীক্ষা শেষ করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।

তবে এই পরীক্ষা কিসের জন্য দিয়েছেন অবশ্যই জানিয়েন।।

 2 years ago 

ভাই ভিডিও ক্লাস দেখে দেখে অঙ্কন করেছি।

 2 years ago 

ওয়ার্ড গুলো খুব সুন্দর প্রাণবন্ত হয়েছে। নৌকা গাছপালা বাড়িঘর এগুলো প্রতিটি আর্ট সুন্দর হয়েছে।

 2 years ago 

এখন থেকে প্র্যাকটিস করব আপু

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 79326.73
ETH 1570.05
USDT 1.00
SBD 0.66