চারুকলা বিভাগে প্রথম পরীক্ষা দেওয়ার অনুভূতি
আজ - বুধবার
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আপনারা অনেকেই জানেন আমি মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন ধর্মের নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। ঠিক পূর্বের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আমি উপস্থিত হয়েছি চারুকলা বিভাগে প্রথম পরীক্ষা দেওয়ার কঠিন মুহূর্ত গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। তাই চলুন দেরি না করে এখনই শুরু করে যাক বিস্তারিত আলোচনা।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
---|
চিত্র ফটোগ্রাফি
প্রথমে পাঁচ দশে পঞ্চাশ মার্কের ছিল ড্রয়িং চিত্র অংকন। আমি পাঁচটি অঙ্কন করতে পারি নাই। চারটা অংকন করেছিলাম। কারণ এই বিষয়টা আমার কাছে বড় ট্রাফ ছিল। পূর্বে কোনদিন চিত্র অঙ্কন করি নাই তাই। এখানে চিত্র অঙ্কন করতে হয়েছে গাছের পাতা, প্রাণীর ছবি, বিভিন্ন পর্যায়ের রেখা, ফুলের ছবি ইত্যাদি।
এখানে ঘর আর গাছের দৃশ্য সুন্দরভাবে চিত্র অঙ্কন করে দেখাতে বলা হয়েছে কিন্তু পূর্ব আমার কোন ধারণা না থাকায় চেষ্টা করেছিলাম। হয়তো আপনারা ফটোটি দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তবে চেষ্টা করব ধীরে ধীরে যেন আরো উন্নতি হয় চিত্র অঙ্কনে। সাথে আপনাদের দোয়া প্রার্থনা করি।
এখানে মাছ ও ফলের দৃশ্য অঙ্কন করতে বলা হয়েছিল। আমি রুল আর সাদা পেপার সাথে মুসনি নিয়ে লেগে পড়েছিলাম। কারণ ছোটবেলায় মাছের দৃশ্য অংকন করতাম কিন্তু ও
লেটারিং চিত্র অঙ্কনে বাংলা এবং ইংরেজি দুইটা করে বর্ণ অঙ্কন করে দেখাতে বলা হয়েছে হয়। সেটা থ্রিডি আর্ট হিসাবে অথবা শিক্ষকেরা যেভাবে শিখিয়েছে সেভাবে। আমি তাদের ভিডিওগুলো দেখে দেখে চিত্র অংকন করার চেষ্টা করেছিলাম।
এখানে ৫ নং বেসিক ডিজাইনে ত্রিভুজ ও চতুর্ভুজের নকশা অংকন করতে বলা হয়েছিল। যে দৃশ্য অংকন করতে যেয়ে মনে হয়েছিল যেন পাগলা গারদ থেকে ফিরে এলাম! এতটা সময় লেগেছিল এবং বিরক্তবোধ করেছিলাম আমি। পূর্ব কোনদিন এভাবে চিত্র অংকন করে নেয় তাই এটা আমার কাছে বড় ট্রাপ হয়ে গেছিল। সবচেয়ে দীর্ঘ সময় আর দীর্ঘ বিরক্তি বোধ হয়েছিল এই দৃশ্য অঙ্কনে। ৬ নং ছিল ভূত দৃশ্য অংকন যা মোটামুটি আমার কাছে সহজ মনে হয়েছে। ৭ নং ছিল 'পরিপ্রেক্ষিত' সারিবদ্ধ কাজ এর দৃশ্য অংকন। এটা আমার কাছে মোটামুটি সুবিধা জনক মনে হয়েছে। সর্বশেষ ৮ নং ছিল কারু শিল্প,একটি নদীর বুকে নৌকার দৃশ্য অংকন। এ দৃশ্য অঙ্কন করতে আমার তেমন ভোগান্তির শিকার হতে হয়নি, তবে সময় লেগেছিল। পূর্ব অভিজ্ঞতা না থাকায় এবং এতটা সময় ধরে কাজ না করায় এই চিত্র অঙ্কনগুলো করতে আমার দুই দিন সময় লেগেছে। খুব শীঘ্রই আমার আরো পরীক্ষা হতে চলেছে তাই আশা করি আরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে পারবো কোন পোস্ট এর মধ্য দিয়ে। আশা করি সেই প্রত্যাশা থাকবেন আপনার। আর সে আশা নিয়েই আজকের মত বিদায় হতে চাই।
|
---|
আমার পরিচিতি | কিছু বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | @sumon09🇧🇩🇧🇩 |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৬ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্ট, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
---|
পূর্বের কোন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও চারুকলার পরীক্ষাটা আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন। এবং অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা চিত্র অংকন অসাধারণ ছিল এবং নিজের মত করে চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমার পূর্ব অভিজ্ঞতা ছিল না। অবশ্যই অভিজ্ঞতা হয়ে যাবে। দোয়া করবেন
মামা আপনার পোস্টটি পড়ার পরে আমি জানতে পারলাম আপনি আগে কখনোই চারুকালু পরীক্ষা দেন নাই। সত্যি বলতে মামা প্রথমবার পরীক্ষা দেওয়া মনে হয় না আমার কাছে কেউ এত ভালো দিতে পারবে। প্রতিটি চিত্রাংকন আপনি অসাধারণ ভাবে তৈরি করে এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল মামা।
হ্যাঁ মামা আমি অংশগ্রহণ করেছি এই কাজে।
চারুকলা বিভাগের প্রথম পরীক্ষায় আপনি অনেক সুন্দর সুন্দর ছবি অঙ্কন করেছেন ভাই।ছবি গুলো দেখে বুঝতে বাকি নেই যে আপনি ছবি অঙ্কন করার বিষয়ে অভিজ্ঞ।ছবি গুলো কীভাবে অঙ্কন করতে হয় তার সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আমি আশা করি আরো সুন্দর ছবি অংকন করে আপনাদের মাঝে শেয়ার করব।
ভাই চারুকলা বিভাগে প্রথম পরীক্ষায় অনেক ভালো কিছু চিত্র অঙ্কন করেছেন। আশা করি আগামী পরীক্ষায় আরো ভালো কিছু দেখতে পাব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আশা করি দোয়া করবেন যেন আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারি।
জি অবশ্যই ভাই দোয়া থাকবে এবং আশা করি আপনি অবশ্যই এগিয়ে যাবেন ধন্যবাদ।
এই পরীক্ষাটা কিসের জন্য দিয়েছিলেন ভাই? আর আপনি বললেন অভিজ্ঞতা নাই। তবে আমি দেখতেছি যে সুন্দর সুন্দর ছবি গুলো আঁকলেন সে হিসেবে অভিজ্ঞতা থাকলে তো ফাটাই দিতেন ভাই।। আমি শিউর প্রথম হতেন। যাক যে জন্য পরীক্ষা দিয়েছেন আশা করি তা পূরণ হবে। শুভকামনা রইলো।
ভাই এটা মিডটম পরীক্ষা ছিল প্রথম সেমিস্টারের
কি বলেন ভাই আপনার কোন অভিজ্ঞতা নাই আপনার প্রস্তুত করার চিত্রগুলো দেখে তো মনে হচ্ছে আপনি একজন দক্ষ আর্টিস্ট।
খামোখা নিজেকে এত ছোট মনে করতেছেন কেন আমি তো মনে করি আপনি একজন বড় মাপের আর্টিস্ট।।
খুবই সুন্দর সুন্দর চিত্র অংকন এর মাধ্যমে কোন পরীক্ষা শেষ করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।
তবে এই পরীক্ষা কিসের জন্য দিয়েছেন অবশ্যই জানিয়েন।।
ভাই ভিডিও ক্লাস দেখে দেখে অঙ্কন করেছি।
ওয়ার্ড গুলো খুব সুন্দর প্রাণবন্ত হয়েছে। নৌকা গাছপালা বাড়িঘর এগুলো প্রতিটি আর্ট সুন্দর হয়েছে।
এখন থেকে প্র্যাকটিস করব আপু