♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই মুহূর্তে আমি আপনাদের সাথে আরেকটি পেইন্টিং শেয়ার করার জন্য এসেছি।


আজকের এই পেইন্টিংটি ভিন্ন ধরনের পেইন্টিং।প্রতিবার যেমন ড্রয়িং খাতায় পেইন্টিং করি আজ আর তা করলাম না।আজকে আমি ঝিনুকের উপরে একটি পেইন্টিং করেছি।তবে ইতোপূর্বে আমি আরও একটি ঝিনুকের পেইন্টিং করেছিলাম,আর সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম
সেদিনের ঝিনুকটি ছোট ছিল আর আজকের ঝিনুকটা কিছুটা বড় আর অন্যরকম সাইজের।
একটি ঝিনুক
পোস্টার রঙ
তুলি


প্রথমত আমি লম্বা ধরনের ঝিনুক নিলাম। ঝিনুকের মাঝ বরাবর অংশে আকাশী রং দিয়ে উপরের দিকে সুন্দর করে রঙ করে নিলাম। |

🖌️দ্বিতীয় ধাপ 🖌️ |
এরপরে আমি নিলাম নীল রঙ। এর সাহায্যে উপরের দিকের অংশে রং করে নিলাম এবং উপর থেকে মাঝ বরাবর নীল রং সুন্দর করে মিশিয়ে নিলাম। |
- |


🖌️তৃতীয় ধাপ 🖌️ |
দুটি রং মেশানোর পারে আমি আকাশী রং এর নিচে মাঝ বরাবর অংশে সুন্দর করে আবার নীল রং দিয়ে দিলাম। |
- |

নীল রঙের এই অংশকে আমি একটি সমুদ্রের শুরু করলাম।সেখান থেকে নিচের দিকে সমুদ্র আকার জন্য নীল এর নিচে আকাশী রং আবার সুন্দর করে দিয়ে দিলাম। এখানে কিছু ঢেউ দিয়ে দিলাম। |

তারপর আকাশী রঙের উপরে হাল্কা সবুজ রং দিয়ে পাড়ের পানির রং করলাম। এভাবে আমি সুন্দর করে সমুদ্র একে নিলাম। |

🖌️পঞ্চম ধাপ 🖌️ |
তারপর একেবারে নিচের দিকে আমি সমুদ্রের পাড় বাদামী রঙ দিয়ে এঁকে নিলাম। পাড়ের সাথে সমুদ্রের পানির রং মিশিয়ে নিলাম। |
- |


🖌️ ষষ্ঠ ধাপ 🖌️ |
এরপরে আমি গাঢ় বাদামী রঙ নিলাম। এর সাহায্যে পাড়ে ২ টি গাছ একে নিলাম। প্রথমে গাছের কান্ড একে নিয়েছি। |
- |

এরপরে সবুজ রঙের সাহায্যে নারিকেল গাছের পাতাগুলো একে নিয়েছি। সুন্দর করে ২ টি গাছ পাড়ের উপরে একে নিলাম। |

🖌️অষ্টম ধাপ 🖌️ |
তারপরে আমি কালো রঙের সাহায্যে একটি ঝুলন্ত দোলনা একে নিয়েছি। এই দোলনাটি ২ টি নারিকেল গাছের সাথে বাধা অবস্থায় আছে, এভাবে একে নিলাম। |
- |

এরপরে আমি আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে এরকম করে একে নিলাম। |


এইভাবে আমি সবটা কাজ শেষ করে নিলাম। এটি শেষ করার পর আমি কিছু ফটোগ্রাফি করে নিলাম,যাতে আপনাদেরকে দেখাতে পারি। |






সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

ঝিনুকের ওপরে সাগরের পেইন্টিং এমন ইউনিক আইডিয়া শুধুমাত্র একজন চমৎকার ক্রিটিভ মানুষেরই হতে পারে। আপনার করা পেইন্টিংটি অসাধারণ হয়েছে আপু । আপনি অনেক সুন্দর ভাবে পেইন্টিংটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
অনেক ধন্যবাদ আপনাকে
ওয়াও আপু আপনার ডাই টি একেবারে ইউনিক হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। এককথায় লা জবাব।
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে ঝিনুকের সাগরের মিটিং করেছেন দেখছি। ঝিনুকের উপর সাগরের এই পেইন্টিংটি অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি আপনার অংকন দেখে মুগ্ধ। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার
জন্য অনেক ধন্যবাদ আপনাকে
ঝিনুকের উপরে সাগরের পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে পেইন্টিং করেছেন। ঝিনুকের উপর সাগরের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে দেখতে। আপনি আপনার পেইন্টিং এর প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া
ঝিনুকের উপর আপনি খুবই সুন্দর একটি সাগরের পেইন্টিং করেছেন। দেখতে অসাধারণ লাগছে। দেখতে খুবই সুন্দর লাগছে আর আপনি এটা আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ রইল ভাইয়া
ঝিনুকের উপরে সাগরের চিত্র এঁকেছেন।অনেক সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে
একটা ছোট্ট ঝিনুক এর মধ্যে এত সুন্দর একটি পেইন্টিং।সত্যিই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার এই পেইন্টিংটি দেখে। খুব ইউনিক একটি কাজ। খুব সুন্দরভাবে সাগরের চিত্র এঁকেছেন তার সাথে গাছ ও এঁকেছেন ভীষণ ভালো লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।
অসাধারণ একটি ধারনা।পেইন্টিং শেখার ইচ্ছে আমারও থাকল।দেখি কবে পারি।
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ