আর্ট :- পোস্টার রং দিয়ে আঁকা পাহাড়ি এলাকার নদীর পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে সুন্দর একটি পেইন্টিং আপনাদের মাঝে আবারও শেয়ার করলাম। আমার কাছে সব সময় এ ধরনের পেইন্টিং গুলো করতে একটু বেশি ভালো লাগে। আজকে পাহাড়ি এলাকার নদীর একটি পেইন্টিং করলাম। চেষ্টা করেছি পেইন্টিংয়ে মধ্যে আকাশ, পাহাড়, নদী এবং পাহাড়ি গাছ সবমিলিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। পুরোপুরি পেইন্টিং করার পরে দেখে নিজের কাছেও ভালো লাগলো। চেষ্টা করি সব সময় এভাবেই ভালো কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক আশা করি আমার আজকের এই পেইন্টিং দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। প্রথমে আমি উপরের আকাশটাকে নীল এবং হলুদ রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর পাহাড়ের নিচের অংশে সবুজ এবং হলুদ রং দিয়ে একটি দূরের পাহাড় সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর মাঝখানে একটি আকাশের ছায়া নীল এবং হলুদ রং দিয়ে আবারো সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর দুপাশে দুটি খালি অংশ সবুজ রং দিয়ে সুন্দর করে পুরোপুরি রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর দুপাশে দুটি বড় পাহাড়ি গাছ সবুজ হলুদ এবং কফি কালার রং দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর নিচের ছায়ার মধ্যে কিছু সাদা রং দিয়ে পানির মতো করে রং করে তার চারপাশে কিছু পাথর রং করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি খুব সুন্দর একটি পেইন্টিং করে নিয়ে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনি সব সময় দারুন পেইন্টিং করেন আপু।আপনার পেইন্টিং গুলো ভালো লাগে।আজকের পাহাড়ি এলাকার নদীর পেইন্টিংটি খুবই সুন্দর হয়েছে।ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপু।
https://x.com/bdwomen2/status/1894030063672119541?t=8AnxDR3LuXL4eeEXvTLRoQ&s=19
আপনার করা পেইন্টিং গুলো বরাবরই খুব সুন্দর হয় আপু। আজকে নদীর দৃশ্যটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখে বেশ ভালো লাগছে। কালার কম্বিনেশনটাও বেশ দারুণ মানিয়েছে। এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
বাহ, পোস্টার রং দিয়ে চমৎকার পাহাড়ি এলাকার পেইন্টিং করেছেন। আপনার আঁকা পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
একেবারে দুর্দান্ত পেন্টিং। পোস্টার রং দিয়ে তৈরি করা এরকম পেইন্টিং গুলো দেখতে খুবই সুন্দর দেখায়। পাহাড় এবং নদীর দৃশ্য খুবই নিখুঁতভাবে এঁকেছেন। ভীষণ ভালো লাগলো আপনার পেইন্টিংটি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে আঁকা পাহাড়ি এলাকার নদীর পেইন্টিং তৈরি করেছেন।এর আগে যদিও পাহাড় দেখেছি, কিন্তু পাহাড় এলাকার নদীর এতো সুন্দর পেইন্টিং এর দৃশ্য অঙ্গন করেছেন। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে পেইন্টিং করেছেন। আপনার পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।
আপু আপনার প্রেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর পাহাড়ি এলাকার নদী।ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ, পোস্টার রং দিয়ে কি সুন্দর ছবিটা এঁকেছেন তো। বিশেষ করে পাহাড়ের উপর যে স্ট্রোক গুলো দিয়ে আপনি এফেক্টটা দিয়েছেন এক কথায় অপূর্ব লাগছে দেখতে। আপনার আগের ছবি আঁকা দেখেছি বেশ ভালই লাগে।