বিকেল বেলা পদ্ম বিলে || 10% Shy-fox এর জন্য
☆আসসালামুয়ালাইকুম☆
⌱ আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷
আজকের বিষয়:➜
বিকেলে বেলা পদ্ম বিলে ।
বিকেলে বেলা পদ্ম বিলে ।
অনেক দিন থেকে বাসায় বসে আছি । বাহিরে তেমন যাওয়া হচ্ছিলো না । তাই আমার ভাই শিপু বললো , চল বিকেল বেলা কোথাও থেকে ঘুরে আসি । যেমন কথা তেমন কাজ , তাই আর দেরি না করে আমরা ৪ টার দিকে আমি শিপু ও জীবন তিনজন মিলে নিলফামারীর সেই চিরো চেনা পদ্ম বিলে রওনা দিয়ে দিলাম। সেখানে গিয়ে খুব আনন্দে বিকালটি কাটলো। চলুন আর বেশি কথা না বলে সেখানকার কিছু মূহূর্ত আপনাদের সাথে শেয়ার করি।
এটি সেই পুরো পদ্ম বিলের ধারন করা দৃশ্য । এখন পানি শুকিয়ে গিয়েছে তাই পদ্ম ফুল দেখা যাচ্ছে না। তবে দূরের দিকে । পদ্মের গাছগুলো এখনো রয়েছে।
বিলের পাশে দুটি ছোট ছোট ডিঙ্গি নৌকা ⛵ বধা ছিলো। সেই নৌকায় শিপু এবং জীবন যে যে স্টাইলে ছবি তুলছিলো , আমি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছি।।।। ছবি গুলো দেখুন।।।👇👇👇
এই ছবিটি নৌকার উপর দাঁড়িয়ে তুলা হয়েছে ।
ছবির স্টাইল গুলো দেখুন একবার...এই ছবিতে শিপু তার সুপার পাওয়ার দেখাচ্ছে....😁😁😁
এখানে গুরু শিক্ষা দিতাছে , কিভাবে ছবি তুলিতে হয়....😊
এগুলো সন্ধ্যার আগে আগে তুলা . তবে ছবিগুলো সেই হয়েছে এবং অনেক মজা হয়েছে গ্ৰামিন পরিবেশে বিলের পারে,পাশে বাঁশ গাছের বাতাস পুরোই অন্যরকম। এরকম পরিবেশে গেলে সত্যি মনটা খুব উৎফুল্ল হয়ে যায়।
আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।
"আল্লাহ হাফেজ"
খুবই সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। ছবি তোলার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুবই একটি মজার সময় কাটিয়েছেন। আসলে এরকম সুন্দর জায়গায় এরকম মজা করা যায়। ধন্যবাদ আপনাকে এরকম একটি সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মতামতের জন্য ।।।