সর্বদা নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া উচিত||

in আমার বাংলা ব্লগlast year (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।


smilie-954980_1280.jpg

ছবির উৎস

আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে লিখতে চলেছি সেটা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন বন্ধুরা। আমরা প্রত্যেকে যেমন ভিন্ন ভিন্ন মানুষ আমাদের মানসিকতা রুচি সবই একেক জনের একেক রকম হবে এটাই স্বাভাবিক।একজনের পছন্দের সাথে অন্য জনের পছন্দের কোনো মিল নেই। একজনের পছন্দের সাথে অন্যজনের পছন্দ হয়তোবা আচমকা কোনো ক্ষেত্রে মিলে যেতে পারে।তবে কিছুক্ষেত্রে ভিন্নতা থেকেই যায়।এইযে,আমাদের পরিবারের সদস্যদের কথাই যদি বলি,আমাদের পরিবারে যেকজন সদস্য রয়েছে সবার সাথে আমার পছন্দের মিল নেই।শুধুমাত্র আমার আর আমার ভাইয়ের পছন্দ সাদৃশ্য রয়েছে।কোনো কেনাকাটা করতে গেলে প্রায় লক্ষ্য করি যে ,আমাদের দুজনের পছন্দ সিমিলার যেকোনো জিনিসেই।

আমার আর ভাইয়ের অন্যের পছন্দের কোনো জিনিস এজন্য নেওয়াও হয়না।আর যেটা অন্যের পছন্দে নিয়ে থাকি সেটাই সমস্যা হয়ে যায়।শপিং এর ক্ষেত্রেও বেশিরভাগ সময় আমরা নিজেদের মতামত কে প্রাধান্য দিয়ে থাকি।তবে একটি মজার বিষয়,আমার ভাইয়ের যখন আড়াই বছর বয়স তখনি সে তার নিজের পছন্দে কেনাকাটা শুরু করেছিল।একটু আশ্চর্যের বিষয় হলেও সত্যি।আর ওর ওই প্রথম পছন্দ ছিল একটি জুতা।তবে একটা কথা আমার ভাইয়ের পছন্দ ও বেশ মানসম্মত।এককথায় সৌখিন, রুচিশীল মানুষ সে।

আজকে হঠাৎ এই টপিক নিয়ে লিখতে এলাম বন্ধুরা।এজন্য ।কিছুদিন আগে মোবাইলের একটি ব্যাক কভার নিয়েছিলাম আর সেটি হচ্ছে আমার বোনের পছন্দের।আমি আসলে সবসময় একটু ডার্ক কালারের জিনিসপত্র ব্যবহার করে থাকি।এর কারণ লাইট কালারের যেকোনো জিনিস গুলোতে বেশি দাগ পড়ে যায় এবং কিছুদিন পর ভালোলাগে না দেখতে।কেননা এসকল কালারের জিনিসপত্র গুলো নতুন রাখতে হলে আলাদা যত্নের প্রয়োজন হয়।অন্যদিকে ডার্ক কালারের পোশাক হোক বা যেকোনো কিছু সেগুলোতে খুব বেশি একটা যত্নের প্রয়োজন হয়না।এখন ব্যাক কভারটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার আর একমাসেই অনেকটা খারাপ লাগছে দেখতে কারণ স্পট পড়ে গিয়েছে।

এখন আমি যদি নিজের পছন্দের কালারের ব্যাক কভার টা নিতাম তাহলে এই সমস্যাটা আমার ফেইস করতে হতো না।এজন্য আমি যে কোনো কেনাকাটায় সবসময় নিজের পছন্দের প্রাধান্য দিয়ে থাকি।কেননা আমি জানি অন্যের পছন্দের জিনিসগুলো নিয়ে আমার অস্বস্তি কাজ করবে।আপনারা যদি এটা লক্ষ্য করেন যে যারা একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ তাদের এই সমস্যা গুলোই বেশি দেখা যায়।আচ্ছা আপনারা কি নিজেদের পছন্দ কে গুরুত্ব দেন নাকি অন্যের পছন্দের জিনিসগুলোকে নিজের জীবনে নিয়ে খুশি থাকেন?এই প্রশ্ন টা সবার জন্য থাকবে।


ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আজকের মতো এখানেই শেষ করছি।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-19th December,2023


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Sort:  
 last year 

আমি নিজেও সব সময় আমার পছন্দকে গুরুত্ব দিয়ে থাকি আপু। আপনার ভাই তো দেখছি খুবই অল্প বয়স থেকে নিজের পছন্দমত কেনাকাটা শুরু করেছিল। আসলে অন্যের পছন্দমত কোন কিছু কিনলে, মনের ভেতর অন্যরকম একটা বিষয় কাজ করে। আপনার পোস্টটা অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর করে এই টপিক তুলে ধরে সম্পূর্ণ পোস্ট লেখার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য।

 last year (edited)

দারুন একটি পোস্ট লিখেছেন তো আজ আপু। আমি কিন্তু আপু সবসময় নিজের পছন্দ কে বেশি গুরুত্ব দেই। কারণ অন্যের পছন্দে যাই কিনি না কেন মনের ভিতর শুধু খুতখুত করতে থাকে। আর নিজের পছন্দের জিনিস ভালো খারাপ যাই হোক না কেন, খুতখুতে ভাবটা কিন্তু আর থাকে না। যাই হোক দারুন একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।

 last year 

জি আপু ঠিক বলেছেন একদম, ধন্যবাদ আপনাকে।

 last year 

ছোটবেলা থেকেই আমি আমার পছন্দের গুরুত্ব দিয়ে থাকি সবসময়। কারণ অন্যের পছন্দ করে দেওয়া কিছু আমার ভালো লাগে না। জামা কাপড় কেউ গিফট করলে পরতেই পারি না। কয়েকমাস আগে আমার বার্থডে তে টি-শার্ট গিফট পেয়েছিলাম,২/১ বার পরেছিলাম, কিন্তু আর পরিনি। ডার্ক কালারের জিনিসপত্র ব্যবহার করলে সুবিধা আছে। ময়লা হলেও তেমন বুঝা যায় না। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ভাইয়া এজন্য আমি ডার্ক কালার ইউজ বেশি করি, হিহি।ধন্যবাদ আপনাকে।

 last year 

যেহেতু আমি ইউজ করব তাই আমি নিজের পছন্দকে প্রাধান্য দেই। শখের কিছু কিনতে গেলে আপনি যদি অন্যের পছন্দে কিনে ফেলেন তাহলে পরবর্তীতে মনে হবে আসলে এইটা না ওইটাই ভালো ছিল এমনটা মনে হয়।

Posted using SteemPro Mobile

 last year 

জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

নিজের পছন্দের প্রাধান্য দেওয়া উচিত এটা খুব সত্যি কথা।আপনি চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করলেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।যেকোনো কেনাকাটা বলেন বা যা কিছুই হোক না কেন নিজের পছন্দে কেনাই ভালো। তাতে তৃপ্তি পাওয়া যায়। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

সব সময় নিজের পছন্দকে প্রাধন্য দেওয়া উচিৎ কথা একদম খটি। কারন আপনি নিজে যদি আপনার জিনিসটাকে গুরুত্ব না দেন তাহলে কেউ আপনাকে মূল্য দিবে না। নিজের বিষয়টা নিজের মত করে করে নেওয়ায় ভালো।

 last year 

জি,ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96585.56
ETH 2770.85
SBD 0.65