অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগ্যমি তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগ্যমি তৈরি।
রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে বসলে ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায়। কারণ সত্যি বলতে এত বেশি জিনিসপত্র তৈরি করা হয়েছে এখন নতুন করে কি তৈরি করব এটা ভেবে পাইনা। তবে রঙিন কাগজ দিয়ে যেটাই তৈরি করে অনেক বেশি কালারফুল লাগে। আমি কিন্তু কাগজের তৈরি জিনিসপত্র গুলো খুবই পছন্দ করি। আর এখন তো কিছু একটা তৈরি করলেই সেটা নাশিয়া নিয়ে যায় খেলার জন্য। আর আমি যখন তৈরি করি তখন বসে থাকে কখন শেষ হবে আর কখন নিয়ে যাবে। এইতো ব্যাঙগুলো তৈরি করার সময় বসেছিল কখন তৈরি করে ছবি তুলব আর ওকে দিয়ে দিবো। সেটাই করলাম আর হাতে পেয়ে সে তো অনেক খুশি। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• সাদা কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটা রঙিন কাগজ নিলাম। এরপরে কাগজটাকে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে আমি একটু নিচের দিকে রেখে আবারো উপরের দিকে একটা ভাঁজ করে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে ভাজটা খুলে এক কোনা করে উপরের দিকে ভাঁজ করে নিলাম। এভাবে দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছি।
ধাপ - ৪ :
এরপরের নিচের অংশে দুই দিক থেকে ভাঁজ করে নিয়েছি। এরপর নিচের অংশটা উপরের দিকে দিয়ে আবারো দুই দিক থেকে কোনা করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর ভাজ করা অংশ থেকে দুই দিক থেকে দুইটা অংশ বের করে নিলাম। উপরের অংশেও কোনা করে দুইটা অংশ ভাঁজ করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে নিচের অংশটাকে উপরের দিকে উঠিয়ে একটা ভাঁজ করে নিলাম। এরপর উল্টো করে রেখে দিলাম।
ধাপ - ৭ :
এরপর উপরের অংশে দুইটা চোখ লাগিয়ে নিলাম। এভাবেই তৈরি হবে নিলাম একটা ব্যাঙ। এরপর আরো একটা কালারের ব্যাঙ তৈরি করে নিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

কাগজের অরিগ্যমি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার ব্যাঙের অরিগ্যমি বানিয়েছেন। তবে আপনার বানানো ব্যাঙ দুটি অসাধারণ হয়েছে। মনে হচ্ছে ব্যাঙ দুটো লাফ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের ব্যাঙ তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।
আসলেই এখনই লাফ দিবে এরকমই মনে হচ্ছিল।
রঙিন কাগজ ব্যবহার করে তুমি আজকে অনেক সুন্দর এবং কিউট দেখতে দুইটা ব্যাঙের অরিগ্যামি তৈরি করেছ। এভাবে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে খুব সুন্দর লাগে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা অনেক ধৈর্যের ব্যাপার। আর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার অনেক মুসকিল। তুমি সুন্দর করে তুলে ধরেছো, এটা দেখে খুব ভালো লাগলো।
তোমাকে অনেক ধন্যবাদ আমার তৈরি করা অরিগ্যামি দেখে এত সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর সুন্দর অরিগামি তৈরি করেন আপু আপনি। আমার বেশ ভালো লাগে আপনার তৈরি করা অরিগামিগুলো। আজ দেখছি আপু আপনি ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। ব্যাঙ দুটি দেখতে অনেক কিউট হয়েছে। প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি আমাদের মাঝে। আরো অনেক সুন্দর সুন্দর অরিগামি দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে এভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে আমি খুব ভালোবাসি।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ব্যাঙের অরিগামি করেছেন যা খুবই সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজের সবুজ ব্যাংটি এবং দুটো ব্যাংকের চোখেই অসম্ভব রকমের ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগ্যমি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ব্যাঙ গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ব্যাঙের অরিগামি তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। বিশেষ করে ব্যাঙের সামনের চোখ দুটি বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এই কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ব্যাঙের সামনের চোখ দুইটা সুন্দরভাবে ফুটে উঠেছে শুনে ভালো লাগলো।
আপু কাগজের তৈরি করা জিনিসগুলো আপনার মত আমারো অনেক ভালো লাগে। আমিও ভালো লাগে তাই তৈরি করার চেষ্টা করি সময় সুযোগ পেলে। আপনি আজকে খুব সুন্দর রঙিন কাগজ ব্যবহার করে ব্যাঙের অরিগ্যামি তৈরি করলেন অনেক সুন্দর দেখাচ্ছে। কিভাবে তৈরি করলেন সেই প্রসেস সমূহ আমাদেরকে বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।
অবশ্যই চেষ্টা করবেন, তাহলেও অনেক সুন্দর জিনিস তৈরি করতে পারবেন।
রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। বেশি কিউট লাগছে এগুলো দেখতে। খুব সুন্দর ভাবে পুরো জিনিসটা তৈরি করেছেন। প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
ব্যাঙ তৈরি করার ধাপ গুলো সুন্দর করে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।
https://x.com/TASonya5/status/1897891563637997744?t=-5tcWEBFJG_Bz0kDHZ-QjQ&s=19
এত সুন্দর এবং কিউট ব্যাঙের অরিগ্যামি তৈরি করতে পারা সত্যিই অসাধারণ! আপনার হাতের কাজ দেখে মনে হচ্ছে যেন রঙিন কাগজের মাঝেই প্রাণ আছে। এভাবে আরও নতুন নতুন জিনিস তৈরি করতে থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
ব্যাঙ গুলো সত্যি অনেক সুন্দর এবং কিউট লাগছিল।