অরিগামি পোস্ট: রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামি তৈরি।
আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
প্রিয় ভাই ও বোনেরা..........
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি কাগজের তৈরি ব্যাঙের অরিগামি পোস্ট শেয়ার করবো। এই ধরনের অরিগামি তৈরি করতে কম বেশি সবাই অনেক পছন্দ করে বলে আমি মনে করি। এই ধরনের পোস্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে।আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা এ ধরনের পোস্ট করে থাকেন তাদের পোস্টগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার তৈরি করা ব্যাঙের অরিগামিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে দেখে আসা যাক।
প্রয়োজনীয় উপকরণ |
---|
রঙিন কাগজ |
কইচি |
প্রথমে আমি একটি মিষ্টি রঙের কাগজ নিয়েছি এরপর কাগজের মাঝামাঝি করে একটি ভাঁজ করে নিয়েছি।
ঠিক একই ভাবে আবারও কাগজের অন্য প্রান্তটি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি।
ভাঁজ করার পর অতিরিক্ত যে অংশটি ছিলো সেটি কেটে নিয়েছি। এরপর একই ভাবে বিপরীত দিকে ভাঁজ করে নিয়েছি।
দুই দিকে ভাঁজ দেওয়া সম্পন্ন হয়ে গেলে কাগজটি দেখতে ঠিক এরকম লাগবে।
এপর কাগজের যে কোন একটি মাথার অংশ দুই দিক থেকে ফোল্ড করে ভাঁজ দিয়ে নিয়েছি। একটি প্রান্ত ভাঁজ দেওয়া লাগবে না।
পরবর্তীতে বাকি অংশটুকু একই ভাবে ভাঁজ করে নিয়েছি। দুইটি অংশ একইভাবে সুন্দর করে ভাঁজ করে নেয়ার পর কাগজটি দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মত দেখাবে।
ব্যাঙের পায়ের অংশ তৈরি করতে কাগজের দুই দিকে যে ত্রিভূজ আকৃতি কাগজ রয়েছে এই ত্রিভুজের একটি কাগজকে দুই দিকে সমানভাবে একটি করে ভাঁজ করে নিয়েছি।
পায়ের অংশ ভাঁজ দেয়া হয়ে গেলে এবার আমি ব্যাঙের পিঠের উপরে দুটি ভাঁজ রয়েছে সেই ভাঁজ দুইটি সুন্দর করে দিয়ে নিতে হবে। এরপর পিছনের দিকের অংশ টুকুতে যে বাড়তি কাগজ রয়েছে সেই কাগজটি ভাঁজ করে নিয়েছি। আর এভাবেই আমি একটি ব্যাঙ তৈরি করে নিয়েছি।
পোস্টের ধরন | অরিগামি পোস্ট |
---|---|
তৈরিকারক | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |

অরিগামি পোস্ট গুলো ধাপে ধাপে উপস্থাপন করাটা একটু কঠিন। প্রত্যেকটা ভাঁজ বলে বোঝানো যায় না। যাই হোক আপনি খুব সুন্দর একটা ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। ছোট বাচ্চারা এ ধরনের জিনিস গুলো পেলে অনেক খুশি হয়। ভালো লাগলো আপনার উপস্থাপন দেখে। ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজের তৈরি এই অরিগামি ব্যাং খুবই বিখ্যাত৷ একবার আমার মেয়ের স্কুলেও শিখিয়েছিল তো তারপর থেকে বাড়িতে যে কত ব্যাং ঘুরে বেড়ায় তা নিয়ে আর কি বলি আপু। আপনার ব্যাং- এর রংটি কিন্তু বেশ৷
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ওয়াও রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ব্যাঙের অরিগ্যামি তৈরি করছেন আপু। রঙিন কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা অরিগামি টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার তৈরি করা ব্যাঙের অরিগামিটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
রঙ্গিন কাগজের তৈরি যে কোন জিনিসই দেখতে অনেক ভালো লাগে আমার। আপনি চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামী বানিয়েছেন এবং বানানো পদ্ধতি ধাপে ধাপে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। খুবই সুন্দর লাগছে আপনার বানানো ব্যাঙ দুটো। ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যাঙ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ব্যাঙের অরিগামির প্রতিটি ধাপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে।
অরিগামিটি দেখতে খুব সুন্দর হয়েছে! রঙিন কাগজ ব্যবহার করে ব্যাঙের আকৃতি ফুটিয়ে তোলার ধারণাটি চমৎকার।ব্যাঙের অরিগামিটি খুব জীবন্ত মনে হচ্ছে, বিশেষ করে রঙিন কাগজের ব্যবহারে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনার প্রতিটি ডাই প্রজেক্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেন। ধন্যবাদ আপু আপনাকে
আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
রঙিন কাগজ দিয়ে অরিগ্যামিগুলো তৈরি করতে বেশ ভালোই সময়ের প্রয়োজন হয়। যেটা আসলে তৈরি করার পর অনেক বেশি সুন্দর লাগে। ব্যাঙের অরিগ্যামিগুলো অনেকেই তৈরি করতে দেখেছি। তবে আমি এখনো পর্যন্ত তৈরি করিনি। কারন এই সময় হয়ে ওঠে না। যাই হোক খুব সুন্দর একটা অরিগ্যামী তৈরি করেছেন আপু।
জ্বি আপু ঠিক বলেছেন এসব জিনিস তৈরি করতে বেশ সময় ও ধৈর্য লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার তৈরি করা ব্যাঙের অরিগামি দেখতে তো বেশ কিউট লাগছে। বিশেষ করে এরকম অরিগ্যামি গুলো অনেক সুন্দর লাগে। এই ব্যাঙের অরিগামি আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই ব্যাঙের অরিগামি টা আমার তো খুবই পছন্দ হয়েছে। দক্ষতার সাথে যদি অরিগ্যামি গুলো তৈরি করা হয় তাহলে অনেক সুন্দর লাগে। সত্যি আপনার প্রশংসা করা লাগছে এই ব্যাঙের অরিগামি দেখে।
আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আমার হাতের কাজ দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই।