অরিগামি পোস্ট: রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামি তৈরি।

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।/আদাব

আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৩ মার্চ ২০২৫ ইং: রোজ বৃহস্পতিবার।

বাংলায় ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ ।

আরবি ১২ রমজান ১৪৪৬ হি:।

প্রিয় ভাই ও বোনেরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি কাগজের তৈরি ব্যাঙের অরিগামি পোস্ট শেয়ার করবো। এই ধরনের অরিগামি তৈরি করতে কম বেশি সবাই অনেক পছন্দ করে বলে আমি মনে করি। এই ধরনের পোস্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে।আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা এ ধরনের পোস্ট করে থাকেন তাদের পোস্টগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার তৈরি করা ব্যাঙের অরিগামিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে দেখে আসা যাক।

ফাইনাল লুক

IMG_20250313_152845.png

IMG_20250305_104939.jpg

IMG_20250305_104911.jpg

IMG_20250305_104937.jpg

IMG_20250305_104923.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
কইচি

IMG_20250305_104000.jpg

IMG_20250313_151059.jpg


প্রথম ধাপ

IMG_20250305_104115.jpg

প্রথমে আমি একটি মিষ্টি রঙের কাগজ নিয়েছি এরপর কাগজের মাঝামাঝি করে একটি ভাঁজ করে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20250305_104135.jpg

ঠিক একই ভাবে আবারও কাগজের অন্য প্রান্তটি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20250305_104311.jpg

ভাঁজ করার পর অতিরিক্ত যে অংশটি ছিলো সেটি কেটে নিয়েছি। এরপর একই ভাবে বিপরীত দিকে ভাঁজ করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20250305_104335.jpg

দুই দিকে ভাঁজ দেওয়া সম্পন্ন হয়ে গেলে কাগজটি দেখতে ঠিক এরকম লাগবে।

পঞ্চম ধাপ

IMG_20250305_104402.jpg
এপর কাগজের যে কোন একটি মাথার অংশ দুই দিক থেকে ফোল্ড করে ভাঁজ দিয়ে নিয়েছি। একটি প্রান্ত ভাঁজ দেওয়া লাগবে না।

ষষ্ঠ ধাপ

IMG_20250305_104432.jpg

পরবর্তীতে বাকি অংশটুকু একই ভাবে ভাঁজ করে নিয়েছি। দুইটি অংশ একইভাবে সুন্দর করে ভাঁজ করে নেয়ার পর কাগজটি দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মত দেখাবে।

সপ্তম ধাপ

IMG_20250305_104505.jpg

IMG_20250305_104521.jpg

ব্যাঙের পায়ের অংশ তৈরি করতে কাগজের দুই দিকে যে ত্রিভূজ আকৃতি কাগজ রয়েছে এই ত্রিভুজের একটি কাগজকে দুই দিকে সমানভাবে একটি করে ভাঁজ করে নিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20250305_104634.jpg

IMG_20250305_104701.jpg

IMG_20250305_104745.jpg

পায়ের অংশ ভাঁজ দেয়া হয়ে গেলে এবার আমি ব্যাঙের পিঠের উপরে দুটি ভাঁজ রয়েছে সেই ভাঁজ দুইটি সুন্দর করে দিয়ে নিতে হবে। এরপর পিছনের দিকের অংশ টুকুতে যে বাড়তি কাগজ রয়েছে সেই কাগজটি ভাঁজ করে নিয়েছি। আর এভাবেই আমি একটি ব্যাঙ তৈরি করে নিয়েছি।

পোস্টের ধরনঅরিগামি পোস্ট
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Bright_Animated_Ramadan_Kareem_Islamic_Greeting_Card_Video.jpg

Sort:  
 last month 

অরিগামি পোস্ট গুলো ধাপে ধাপে উপস্থাপন করাটা একটু কঠিন। প্রত্যেকটা ভাঁজ বলে বোঝানো যায় না। যাই হোক আপনি খুব সুন্দর একটা ব্যাঙের অরিগামি তৈরি করেছেন। ছোট বাচ্চারা এ ধরনের জিনিস গুলো পেলে অনেক খুশি হয়। ভালো লাগলো আপনার উপস্থাপন দেখে। ধন্যবাদ আপু।

 last month 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

1741858395372.png

 last month 

রঙিন কাগজের তৈরি এই অরিগামি ব্যাং খুবই বিখ্যাত৷ একবার আমার মেয়ের স্কুলেও শিখিয়েছিল তো তারপর থেকে বাড়িতে যে কত ব্যাং ঘুরে বেড়ায় তা নিয়ে আর কি বলি আপু। আপনার ব্যাং- এর রংটি কিন্তু বেশ৷

 last month 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

ওয়াও রঙিন কাগজ দিয়ে দারুণ একটি ব্যাঙের অরিগ্যামি তৈরি করছেন আপু। রঙিন কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা অরিগামি টি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমার তৈরি করা ব্যাঙের অরিগামিটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

রঙ্গিন কাগজের তৈরি যে কোন জিনিসই দেখতে অনেক ভালো লাগে আমার। আপনি চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামী বানিয়েছেন এবং বানানো পদ্ধতি ধাপে ধাপে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। খুবই সুন্দর লাগছে আপনার বানানো ব্যাঙ দুটো। ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যাঙ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last month 

ব্যাঙের অরিগামির প্রতিটি ধাপ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে।

 last month 

অরিগামিটি দেখতে খুব সুন্দর হয়েছে! রঙিন কাগজ ব্যবহার করে ব্যাঙের আকৃতি ফুটিয়ে তোলার ধারণাটি চমৎকার।ব্যাঙের অরিগামিটি খুব জীবন্ত মনে হচ্ছে, বিশেষ করে রঙিন কাগজের ব্যবহারে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনার প্রতিটি ডাই প্রজেক্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেন। ধন্যবাদ আপু আপনাকে

 last month 

আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 last month 

রঙিন কাগজ দিয়ে অরিগ্যামিগুলো তৈরি করতে বেশ ভালোই সময়ের প্রয়োজন হয়। যেটা আসলে তৈরি করার পর অনেক বেশি সুন্দর লাগে। ব্যাঙের অরিগ্যামিগুলো অনেকেই তৈরি করতে দেখেছি। তবে আমি এখনো পর্যন্ত তৈরি করিনি। কারন এই সময় হয়ে ওঠে না। যাই হোক খুব সুন্দর একটা অরিগ্যামী তৈরি করেছেন আপু।

 last month 

জ্বি আপু ঠিক বলেছেন এসব জিনিস তৈরি করতে বেশ সময় ও ধৈর্য লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার তৈরি করা ব্যাঙের অরিগামি দেখতে তো বেশ কিউট লাগছে। বিশেষ করে এরকম অরিগ্যামি গুলো অনেক সুন্দর লাগে। এই ব্যাঙের অরিগামি আপনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এই ব্যাঙের অরিগামি টা আমার তো খুবই পছন্দ হয়েছে। দক্ষতার সাথে যদি অরিগ্যামি গুলো তৈরি করা হয় তাহলে অনেক সুন্দর লাগে। সত্যি আপনার প্রশংসা করা লাগছে এই ব্যাঙের অরিগামি দেখে।

 last month 

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 last month 

আমার হাতের কাজ দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 94301.22
ETH 1791.45
USDT 1.00
SBD 0.85