অরিগামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগামি তৈরি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।আর তাইতো প্রতিনিয়ত নানা রকমের অনুভূতি আমি আমার পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি।আজ রঙিন কাগজ দিয়ে আমি একটি বুকমার্ক তৈরি করেছি।সেটাই শেয়ার করবো বলে এলাম।আশাকরি সবাই সঙেই থাকবেন।
রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগামি তৈরিঃ
বন্ধুরা,আজ আবার এলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট অরিগামি তৈরি।প্রতিনিয়ত নানা রকমের অরিগামি আমি তৈরি করে থাকি।রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো একটু বেশীই ভালো লাগে আমার।ছোট ছোট জিনিস গুলো সাজিয়ে রাখলে দেখতে কিন্তু দারুন লাগে।রঙিন কাগজের আজকের ড্রেস দুটো তৈরি করার পর ক্লে দিয়ে ফুল দেয়ার পর আরো বেশী ভালো লেগেছে আমার।আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।আসুন এই ড্রেসের অরিগামি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরছি---
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২.গ্লু
৩.ক্লে
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে আমি কাগজের টুকরোটিকে ছবির মতো করে ভাজ করে নিলাম।
ধাপ-২
এবার এভাবে ভাজ করে নিলাম। দুটো ড্রেস বানাবো তাই দুটো কাগজকে আমি একই রকম ভাজ করে নিলাম।
ধাপ-৩
এবার আমি কাগজের টুকরো দুটিকে ভাজ করে নিলাম।
ধাপ-৪
এরপর কাগজের টুকরো দুটোকে আমি উপর থেকে টেনে ভাজ করে নিলাম।এরপর ভাজ খুলে ভেতর দিকে টেনে ভাজ করে নিলাম।
ধাপ-৫
এবার কাগজটিকে একটি ভাজ দিয়ে উপরের কাগজ দুপাশে ভাজ করে নিলাম। এবার উল্টো পাশে গিয়ে নীচ থেকে কাগজ টেনে ভাজ করে নিলাম।
ধাপ-৬
এবার আমি উল্টো পাশে গিয়ে পাশ দিয়ে কাগজ ভাজ করে নিলাম।এরপর আমি দুপাশের কাগজ ভাজ করে ডিজাইন করে নিলাম।
ধাপ-৭
এরপর আমি ক্লে দিয়ে ফুল তৈরি করে মাঝে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে আমার ড্রেসের অরিগামি তৈরি করা শেষ হয়ে গেলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
শ্রেণী | origami |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশা|করি আমার বানানো কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন অরিগামি পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
রঙিন কাগজ ব্যবহার করে আজ আপনি অনেক সুন্দর দেখতে ড্রেসের অরিগ্যামি তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অনেক কষ্টকর। ড্রেসের উপরে ফুল বসানোর কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখতে।
অনেক ধন্যবাদ আপু আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ড্রেসের অরিগ্যামি করেছেন ভীষণ সুন্দর হয়েছে। রঙ্গিন কাগজে কিছু তৈরি করলে দেখতে দারুণ হয়।আপনার ড্রেস বানানো পদ্ধতি সুন্দর হয়েছে। ধাপে ধাপে সুন্দর করে ড্রেস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর ড্রেস বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ড্রেসের অরিগামি তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করে বসানোর কারণে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে অরিগামি তৈরির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর অরিগামী পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
X-promotion
রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার দুইটি ড্রেস তৈরি করেছেন আপু। ড্রেস দুটির মাঝখানে ক্লে দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপের বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
রঙিন কাগজ দিয়ে যে কতকিছু তৈরি করা যায় তার কোন ইয়ত্তা নাই। আপনি প্রতিনিয়ত চমৎকার সব কাজ দেখিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। আজকের তৈরি করা ড্রেসটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। খুব ভালো এভাবেই এগিয়ে যেতে থাকুন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বর্তমান সময়ে রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র একদম সহজ ভাবে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ড্রেসের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি করা ড্রেস টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ড্রেস টি তৈরি করেছেন।
অনেক ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে দুটি ভিন্ন ভিন্ন ড্রেসের ডিজাইন তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই জাতীয় জিনিসগুলো অনেক বেশি সুন্দর দেখায়। মাঝখানে দেখতেছি ক্লে দিয়ে ফুল ও তৈরি করে লাগিয়ে দিয়েছেন যার ফলে ড্রেসটি আরো চমৎকার দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে আপনার তৈরি করা আজকের ড্রেসের ডিজাইন দুটি দারুন হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।