অরিগ্যামিঃ স্টার তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৮ই ফাল্গুন, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২১ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আজ ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালে রফিক,সালাম,বরকত,শফিউল,জব্বারদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃ ভাষা বাংলা। যথযযথ মর্যাদায় আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিবসতি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘জুলাই গণ অভ্যুত্থান : নতুন বাংলাদেশ বিনির্মাণ’।ভাষা আন্দোলনে শহীদ সকল ভাষা সৈনিকদের জানাই বিন্ম্র শ্রদ্ধা।বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি স্টার অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।আশাকরি ভালো লাগবে আপনাদের। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে আমি দু'রং এর কাগজ ব্যবহার করেছি। তাহলে চলুন, দেখে নেয়া যাক, তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১। দু'রং এর কাগজ।
স্টার অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ২০ সেঃমিঃX ২০সেঃমিঃ সাইজের দু' টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি স্টার অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজের টুকরোটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
পুনরায় ভাঁজ করা কাগজটি দু'ভাঁজ করে নিয়েছি। এবার ভাঁজ খুলে কাগজের দু'প্রান্ত বপরীত পাশে ভাঁজ করে নিয়েছি .ছবির মতো করে।
ধাপ-৪
একইভাবে সাদা কাগজের টুকরটি ভাঁজ করে নিয়েছি কালো কাগজটিকে যে পাশে ভাঁজ করা হয়েছে তার বিপরীত পাশে।দু''টো কাগজেরই দু' প্রান্ত কাগজের ভাঁজ বরাবর কোনা করে ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখান হয়েছে।
ধাপ-৫
এবার ভাঁজ করা কাগজের টুকরো দু'টো একটির উপর অন্যটি বসিয়ে দিয়েছি বিপরীত্মূখী ভাবে ক্রস করে। এবার সাদা কাগজের কোনা দু'টো কালো কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি। এবার কাগজ দু'টো উল্টিয়ে নিয়ে একইভাবে কালো কাগজের প্রান্ত দু'টো সাদা কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।আর এভাবেই তৈরি করে নিলাম স্টার অরিগ্যামিটি।
উপস্থাপনা
আশাকরি আমার আজকে বানানো স্টার অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ বিকাল।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ২১ শে ফেব্রুয়ারী, ২০২৬ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
স্টার দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আপু। এই ধরনের কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনি অনেক সুন্দর ভাবে স্টার তৈরি করেছেন আর সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/selina_akh/status/1892868232480248299
খুব সুন্দর একটা স্টার এর অরিগামি তৈরি করেছেন আপু। আমি আগে একবার এরকম স্টার তৈরি করতে চেয়েছিলাম। তবে শেষ দিকে এসে মিলাতে পারেনি। শেষ দিকে মিলানোটা বেশ ঝামেলার। আপনি আজকে খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের অরিগামি দেখে। ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর করে একটা স্টার তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে সুন্দর লাগে। সাদা-কালো কাগজ দিয়ে এই স্টার টা তৈরি করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার এই দক্ষতা মূলক কাজটা কিন্তু অসম্ভব দারুন ছিল।
কাগজের ভাঁজে ভাঁজে খুব সুন্দর একটি স্টার তৈরি করেছেন আপু। কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে খুব সুন্দর লাগে। আপনার তৈরি স্টার দেখতে খুব ভালো লাগছে। স্টার তৈরি করা সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।
সাদা-কালো কাগজের ষ্টারটি দারুন লাগছে আপু।আপনি দক্ষতার সাথে কাগজ দিয়ে কাজটি সম্পন্ন করলেন।চমৎকার হয়েছে।আপনাকে এজন্য অভিনন্দন জানাই।
কি দারুন অরিগ্যামি করেছেন আপু।ভীষণ আকর্ষণীয় হয়েছে। সব থেকে বেশি সুন্দর সাদা কালো স্টার। ধাপে ধাপে কাগজে ভাঁজে ভাঁজে দারুণ বানিয়েছেন স্টারটি এবং বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন । ধন্যবাদ আপনাকে স্টারের অরিগ্যামিটি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।