অরিগ্যামি এনভেলপ তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে মাঘ ,শীতকাল,১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি অরিগ্যামি এনভেলপ তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।যদিও এখন চিঠি আদান প্রদান হয় না,তবে বিভিন্ন দিবসে কার্ড আদান প্রদানের চলন এখনও রয়েছে। তাই আমরা কার্ড প্রদানের ক্ষেত্রে এ ধরনের অরিগ্যামি এনভেলপ ব্যবহার করতে পারি। বিভিন্ন ভাবে ভাঁজ করে যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় ,তাই কাগজের ভাঁজ বেশ সাবধানে দিতে হয়। কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ অরিগ্যামিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই অরিগ্যামি তৈরিতে ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ। আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। যেহেতু কাগজের ভাঁজের বর্ণনা করা কঠিন তাই আমি বেশ কিছু ছবি শেয়ার করেছি। যাতে ছবি দেখে যে কেউ এই অরিগ্যামিটি বানিয়ে নিতে পারেন। অরিগ্যামি এনভেলপ বানাতে আমি রঙ্গিন কাগজ,ও লাল রং এর সাইন পেন উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,অরিগ্যামি এনভেলপ তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ
২। লাল রং এর সাইন পেন
অরিগ্যামি এনভেলপ তৈরির বিভিন্ন ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৮ সেঃমিঃX ১৮সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি অরিগ্যামি এনভেলপ বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজের টুকরোটি উভয় পাশে তিন ভাগে ভাঁজ করে নিয়েছি। ফলে মাঝখানে একটি চতুর্ভূজ তৈরি হয়েছে।
ধাপ-৩
কাগজটিকে পুনরায় উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার চারটি কোনাই মাঝখানের চতুর্ভুজ এর প্রতিটি কোনা বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো নিয়ম অনুসারে।
ধাপ-৫
এবার কাগজটিকে ভাঁজে ভাঁজে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে অরিগ্যামি এনভেলপ।
ধাপ-৬
এবার এক টুকরো কাগজে হ্যাপি বার্থডে লিখে এনভেলপে রেখে ভাঁজ করে নিলাম।
উপস্থাপনা
আশাকরি আমার আজকে বানানো অরিগ্যামি এনভেলপটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ২রা ফেব্রুয়ারী, ২০২৬ইং |
লোকেশন | পার্বতীপুর,দিনাজপুর |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Daily Task
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1886067503568490558
অরিগ্যামি এনভেলপ তৈরি করেছেন। দেখতে অসাধারন লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি হলুদ রঙের রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। রঙিন কাগজটি হলুদ রঙের হওয়ায় এর সৌন্দর্য ফুটে উঠেছে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক তাই রঙ্গিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর হয়।যাইহোক আমার বানানো অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
আপনি ভিন্ন আকৃতির সুন্দর অরিগামি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। এমন দক্ষতা আমার কাছে অনেক ভালো লাগে। যেখানে নিজের নিজস্ব প্রতিভা বিকশিত হয়। আর এই দেখে আরেকজনের নতুন কিছু করার উৎসব সৃষ্টি হয়।
পোস্টের ভিন্নতা আনার জন্য অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি। ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু, অরিগামির একটা ভাঁজ নষ্ট হলেই পুরো অরিগামি নষ্ট হয়ে যায়। আপনি আজকে দারুন একটা জিনিস তৈরি করেছেন। এভাবে রঙিন কাগজ দিয়ে ইনভেলপ কখনো তৈরি করা হয়নি। খুব চমৎকার লাগছে এটা দেখতে। আর আপনি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অরিগামি তৈরি করে শেয়ার করার জন্য।
এই ধরনের অরিগ্যামি ইনভেলপ দেখতে বেশ সুন্দর লাগে। আর হ্যা একটি ভাঁজ নস্ট হলে সম্পূর্ণ অরিগ্যামি নস্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ আপু।
প্রযুক্তির উন্নয়নে যদিও বা এখন এনভেলপ ব্যবহার হয় না তার পরেও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এটার কিন্তু এখনো প্রচলন রয়েছে। যাই হোক রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি এনভেলপ তৈরি করেছেন আপু। ভিতরে হ্যাপি বার্থডে ডিয়ার লেখাটা কিন্তু দারুন ছিলো। একেবারে নিখুঁতভাবে ভাঁজ করে করে দৃষ্টিনন্দন একটি এনভেলপ তৈরি করেছেন। চমৎকার হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার এনভেলপ তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এনভেলপ তৈরি দেখে ভালো লাগলো। বেশ সুন্দর অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।