অরিগ্যামিঃপাখি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৬ই বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ। ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ
১।রঙ্গিন কাগজ।
২।কালো ও লাল রং এর সাইন পেন।
পাখির অরিগ্যামি তৈরি ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ২০ সেঃমিঃ X ২০ সেঃমিঃ সাইজের এক টুকরো আকাশী রং এর কাগজ নিয়েছি পাখির অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
টুকরো কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।
ধাপ-৪
কাগজের প্রতিটি ভাঁজ পুনরায় অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
ভাঁজ করা কাগজের দু'পাশের কোনা পুনরায় মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুসারে।
ধাপ-৬
এবার কাগজের ভাঁজ খুলে নিয়েছি। ভাঁজের দাগ বরাবর কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৭
ধাপ-৮
কাগজের অতিরিক্ত অংশটি ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে পাখির লেজ বানিয়ে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৯
এবার লেজের অংশের কাগজ জিকজাকভাবে ভাঁজ করে নিয়ে লেজ বানিয়ে নিয়েছি।
ধাপ-১০
এবং অন্যপাশের কাগজ ভাঁজ করে পাখির ঠোঁট বানিয়ে নিয়েছি।
ধাপ-১১
সব শেষে কালো ও লাল রং এর সাইন পেন দিয়ে পাখির ঠোঁট ও চোখ এঁকে নিয়ে পাখির অরিগ্যামি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে বানানো পাখির অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ১৯শে এপ্রিল, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আপনি মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর অরিগামি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন আপু। আজকেও খুব সুন্দর একটি পাখির অরিগামি তৈরি করে শেয়ার করলেন। দেখে খুব সহজ লাগছে। দেখেই তৈরি করতে পারব। অরিগামি তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1913612433760956450
Link
https://x.com/selina_akh/status/1913614138674479166
https://x.com/selina_akh/status/1913526714111586790
রঙিন কাগজ কাগজ দিয়ে সুন্দর একটি পাখি তৈরি করেছেন। পাখিটিকে দেখতে কিউট লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর করে একটি পাখি তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ইতিমধ্যেই অনেকের পাখির ডিজাইন গুলি দেখে ফেলেছি। তবে আজকে আপনার তৈরি করা পাখির ডিজাইনটি দেখে খুবই ভালো লাগলো। এরকম চমৎকারভাবে পাখির ডিজাইন তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পাখির অরিগ্যামি তৈরি করেছেন। আপনার অরিগ্যামি তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।