অরিগ্যামিঃকচ্ছপ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি।প্রতিদিনের মতো আজও আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহচ্ছে অরিগ্যামি তৈরি। অরিগ্যামি তৈরি করার সময় ভাজ ও কাগজ কাটার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। আর তাহলেই একটি সুন্দর অরিগ্যামি তৈরি করা সম্ভব। অরিগ্যামির উপকরণ হিসেবে ব্যবহার করেছি সাদা, কাগজ,সাইন পেন,গামসহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, কিভাবে তৈরি হলো কচ্ছপের অরিগ্যামি । আশাকরি ভাল লাগবে আপনাদের।

1 (2).jpg

উপকরণ

1.jpg

১। সাদা কাগজ
২।মোম রং
৩। গাম
৪।রাবার
৫।কাচি
৬।পেন্সিল
৭।পেন্সিল কম্পাস

তৈরির পদ্ধতি

ধাপ-১

2.jpg

সাদা কাগজে প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিতে হবে।

ধাপ-২

3.jpg

4.jpg

বৃত্তটিকে কাল মোম রং দিয়ে রং করে নিতে হবে। এবং এক টুকরো তুলা দিয়ে ঘষে নিতে হবে রং যেন সব জায়গায় একই রং হয়।

ধাপ-৩

5.jpg

কাল রং করা কাগজটিকে কচ্ছপের শরীরের মতো করার জন্য সাইন পেন দিয়ে ছবির মতো করে একে নিতে হবে।

ধাপ-৪

6.jpg

এবার কচ্ছপের পা ও মাথা কেটে নিতে হবে।

ধাপ-৫

7.jpg

8.jpg

এবার গোল করে কেটে নেয়া কাগজটিকে দুদিকে আধা ইঞ্চি পরিমান কেটে নিতে হবে। এবং কেটে নেয়া কাগজটি গাম দিয়ে একটির উপর আরেকটি লাগিয়ে দিতে হবে। যাতে কাগজটি উচু হয়, ছবির মত।

ধাপ-৬

9.jpg

10.jpg

এবার সাদা কাগজে আর একটি বৃত্ত একে নিতে হবে। ছবির মত করে সেই বৃত্তের সাথে গাম দিয়ে আগে থেকে তৈরি করে রাখা কচ্ছপের পা ও মাথা লাগিয়ে নিতে হবে।

ধাপ-৭

11.jpg

এবার আগে থেকে তৈরি করা কচ্ছপের শরীরটি গাম দিয়ে সাদা কাগজে লাগিয়ে দিতে হবে। ছবির মতো করে।

ধাপ-৮

12.jpg

13.jpg

এবার অতিরিক্ত সাদা কাগজ কাচি দিয়ে কেটে নিতে হবে। দেখতে যাতে সুন্দর লাগে,সেজন্য পা ও মাথা কাল রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। আর তা হলেই তৈরি হয়ে যাবে কাগজ দিয়ে কচ্ছপ তৈরি।

উপস্থাপনা

14.jpg

15.jpg

আশাকরি আজকের সাদা কাগজ দিয়ে কচ্ছপের অরিগ্যামি তৈরি করা আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মোবাইল ফটোগ্রাফিঃ স্যামসাং এ১০
Sort:  
 2 years ago 

সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটা কচ্ছপ এর অরিগামি তৈরি করেছেন আপনি। খুবই নিখুঁতভাবে এই কচ্ছপটি তৈরি করলেন দেখে একটু বেশি ভালো লাগলো। একেবারে বাস্তবিক মনে হচ্ছে কচ্ছপটি কে দেখতে। দেখে বুঝতে পারছি এটি তৈরি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। অসম্ভব ভালো লেগেছে ।

 2 years ago 

এ ধরনের কাজ করতে কিছুটা সময়তো লাগে। করার পর যখন ভাল কিছু হয় ,তখন বেশ ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যিই অসাধারণ । আপনার এই কচ্ছপটি খুব সুন্দর হয়েছে। প্রথম অবস্থায় আমি সত্যি সত্যি কচ্ছপ ভেবেছিলাম। আর আপনার কচ্ছপটি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কচ্ছপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

কচ্ছপ তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। বাহ্ চমৎকার ভাবে পোস্টটিকে ফুটিয়ে তুলেছেন। কচ্ছপ অরজিনাল মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপু। চমৎকার আইডিয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেস্টা করেছি কিছুটা যেন সত্যিকারের কচ্ছপের মতো হয় তা করতে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ দারুন চিন্তাভাবনা কাজে লাগিয়েছেন তো। খুব সুন্দর করে কচ্ছপের দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন ।আসলে এই ধরনের কাজ প্রশংসা পাওয়ার যোগ্য ।অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমি তো প্রথম ভেবেছিলাম এটা সত্যিকারের একটি কচ্ছপ। মনে হচ্ছে যেন সত্যিকারের একটি কচ্ছপ হেটে যাচ্ছে। আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে একটি কচ্ছপের অরিগামি তৈরি করেছেন আপু । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এ জিনিসটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিকারের কচ্ছপের মতো যেন কিছুটা হয় তা করার চেস্টা করেছি। অনেক ধন্যবাদ আপু ।

 2 years ago 

কচ্ছপের অরিগামি তৈরি করেছেন।দেখতে অনেকটা রিয়েল মনে হচ্ছে আপু।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি কচ্ছপের অরিগামি তৈরি করেছেন। এভাবে কচ্ছপ তৈরি করা আমি প্রথম দেখেছি। কচ্ছপের হাত পা চোখ নাক সব অনেক সুন্দর হয়েছে। আপনার ইউনিক পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

কাগজ দিয়ে কচ্ছপ এর অরিগমি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মোম রং ব্যবহার করার ফলে আপনার এই অরিগমিটি আরও সুন্দর হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন আপু। আপনার এই কচ্ছপের অরিগামি দেখে আমি মুগ্ধ হলাম। খুবই নিখুঁতভাবে আপনি এটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে এটি দেখিয়েছেন এবং খুব সুন্দর বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও আনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67