অরিগ্যামিঃকচ্ছপ তৈরি।
সবাইকে শুভেচ্ছা।
উপকরণ
১। সাদা কাগজ
২।মোম রং
৩। গাম
৪।রাবার
৫।কাচি
৬।পেন্সিল
৭।পেন্সিল কম্পাস
তৈরির পদ্ধতি
ধাপ-১
সাদা কাগজে প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিতে হবে।
ধাপ-২
বৃত্তটিকে কাল মোম রং দিয়ে রং করে নিতে হবে। এবং এক টুকরো তুলা দিয়ে ঘষে নিতে হবে রং যেন সব জায়গায় একই রং হয়।
ধাপ-৩
কাল রং করা কাগজটিকে কচ্ছপের শরীরের মতো করার জন্য সাইন পেন দিয়ে ছবির মতো করে একে নিতে হবে।
ধাপ-৪
এবার কচ্ছপের পা ও মাথা কেটে নিতে হবে।
ধাপ-৫
এবার গোল করে কেটে নেয়া কাগজটিকে দুদিকে আধা ইঞ্চি পরিমান কেটে নিতে হবে। এবং কেটে নেয়া কাগজটি গাম দিয়ে একটির উপর আরেকটি লাগিয়ে দিতে হবে। যাতে কাগজটি উচু হয়, ছবির মত।
ধাপ-৬
এবার সাদা কাগজে আর একটি বৃত্ত একে নিতে হবে। ছবির মত করে সেই বৃত্তের সাথে গাম দিয়ে আগে থেকে তৈরি করে রাখা কচ্ছপের পা ও মাথা লাগিয়ে নিতে হবে।
ধাপ-৭
এবার আগে থেকে তৈরি করা কচ্ছপের শরীরটি গাম দিয়ে সাদা কাগজে লাগিয়ে দিতে হবে। ছবির মতো করে।
ধাপ-৮
এবার অতিরিক্ত সাদা কাগজ কাচি দিয়ে কেটে নিতে হবে। দেখতে যাতে সুন্দর লাগে,সেজন্য পা ও মাথা কাল রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিতে হবে। আর তা হলেই তৈরি হয়ে যাবে কাগজ দিয়ে কচ্ছপ তৈরি।
সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটা কচ্ছপ এর অরিগামি তৈরি করেছেন আপনি। খুবই নিখুঁতভাবে এই কচ্ছপটি তৈরি করলেন দেখে একটু বেশি ভালো লাগলো। একেবারে বাস্তবিক মনে হচ্ছে কচ্ছপটি কে দেখতে। দেখে বুঝতে পারছি এটি তৈরি করতে আপনার অনেক সময়ের প্রয়োজন হয়েছে। অসম্ভব ভালো লেগেছে ।
এ ধরনের কাজ করতে কিছুটা সময়তো লাগে। করার পর যখন ভাল কিছু হয় ,তখন বেশ ভাল লাগে। ধন্যবাদ ভাইয়া।
সত্যিই অসাধারণ । আপনার এই কচ্ছপটি খুব সুন্দর হয়েছে। প্রথম অবস্থায় আমি সত্যি সত্যি কচ্ছপ ভেবেছিলাম। আর আপনার কচ্ছপটি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কচ্ছপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
কচ্ছপ তৈরি দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। বাহ্ চমৎকার ভাবে পোস্টটিকে ফুটিয়ে তুলেছেন। কচ্ছপ অরজিনাল মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আপু। চমৎকার আইডিয়া শেয়ার করার জন্য।
আমি চেস্টা করেছি কিছুটা যেন সত্যিকারের কচ্ছপের মতো হয় তা করতে। অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ দারুন চিন্তাভাবনা কাজে লাগিয়েছেন তো। খুব সুন্দর করে কচ্ছপের দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন ।আসলে এই ধরনের কাজ প্রশংসা পাওয়ার যোগ্য ।অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আমি তো প্রথম ভেবেছিলাম এটা সত্যিকারের একটি কচ্ছপ। মনে হচ্ছে যেন সত্যিকারের একটি কচ্ছপ হেটে যাচ্ছে। আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে একটি কচ্ছপের অরিগামি তৈরি করেছেন আপু । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এ জিনিসটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যিকারের কচ্ছপের মতো যেন কিছুটা হয় তা করার চেস্টা করেছি। অনেক ধন্যবাদ আপু ।
কচ্ছপের অরিগামি তৈরি করেছেন।দেখতে অনেকটা রিয়েল মনে হচ্ছে আপু।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি কচ্ছপের অরিগামি তৈরি করেছেন। এভাবে কচ্ছপ তৈরি করা আমি প্রথম দেখেছি। কচ্ছপের হাত পা চোখ নাক সব অনেক সুন্দর হয়েছে। আপনার ইউনিক পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাগজ দিয়ে কচ্ছপ এর অরিগমি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। মোম রং ব্যবহার করার ফলে আপনার এই অরিগমিটি আরও সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কচ্ছপ তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন আপু। আপনার এই কচ্ছপের অরিগামি দেখে আমি মুগ্ধ হলাম। খুবই নিখুঁতভাবে আপনি এটি তৈরি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদেরকে এটি দেখিয়েছেন এবং খুব সুন্দর বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ।
আপনাকেও আনেক ধন্যবাদ।