অরিগ্যামিঃ ডাবল হার্ট শেপের বুক মার্ক তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৫শে মাঘ ,শীতকাল,১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বুক মার্ক অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। চলছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আর এই মাসেই বানিয়ে নিলাম ডাবল হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি। আমরা যারা বই পড়তে ভালোবাসি তাদের জন্য জ্রুরী বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে সহজেই বই এর পড়া পাতা খুঁজে পাওয়া যায়। বুক মার্ক ব্যবহার করলে একই পাতা বার বার পড়াতে হয় না। বিভিন্ন ভাবে ভাঁজ করে যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় ,তাই কাগজের ভাঁজ বেশ সাবধানে দিতে হয়। কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ অরিগ্যামিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই অরিগ্যামি তৈরিতে ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ। আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। যেহেতু কাগজের ভাঁজের বর্ণনা করা কঠিন তাই আমি বেশ কিছু ছবি শেয়ার করেছি। যাতে ছবি দেখে যে কেউ এই অরিগ্যামিটি বানিয়ে নিতে পারেন।ডাবল হার্ট শেপের বুক অরিগ্যামি বানাতে আমি রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক, ডাবল শেপের বুক মার্ক অরিগ্যামিটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
উপকরণ
১।রঙ্গিন কাগজ
ডাবল হার্ট শেপের বুক মার্ক তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃX ৭,৫০সেঃমিঃ সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি ডাবল হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এবার কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশে কোনা অংশ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে প্লেন বানানোর জন্য ভাঁজ করা হয়।
ধাপ-৩
এবার দু'পাশের কাগজ মাঝদাগ বরাবর ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে।
ধাপ-৪
এবার ভাঁজগুলো খুলে ভাঁজের দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৫
এবার ভাঁজ করা কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
পুনরায় কাগজটিকে ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
হার্ট শেপের মতো দেখতে কাগজের অংশটি ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
আবারো কাগজেটিকে ভাঁজ করে নিয়েছি পরপর ভাবে ছবির মতো করে। এরপর উল্টিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ভালোবাসার মাসে ডাব্ল হার্ট শেপের বুক মার্কটি।
উপস্থাপনা
আশাকরি আমার আজকে বানানো ডাবল শেপের বুক মার্ক অরিগ্যামিরআপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ৮ই ফেব্রুয়ারী, ২০২৬ইং |
লোকেশন | পার্বতীপুর,দিনাজপুর |
আমরা যখন পড়ালেখা করি তখন বুকমার্ক করে রাখলে সুবিধা হয়। কারণ অনেক সময় জরুরী কাজে উঠে যেতে হয়। আবার অনেক সময় পড়ার একঘেয়েমি চলে আসে। যদি আমরা বুকমার্ক দিয়ে আমরা চিহ্নিত করে রাখি পরবর্তীতে আবার পড়তে সুবিধা হয়। এমন সুন্দর বুকমার্ক রঙ্গিন নিয়ে তৈরি করে নিলেন। ডাবল শেফ করার কারণে খুবই সুন্দর হয়েছে দেখতে।
ঠিক বলেছেন আপু বুক মার্ক বই পড়ুয়াদের জন্য বেশ কাজের।ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভালোবাসার মাসের ডাবল সেপের লাভ বুক মার্ক তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনি প্রায় প্রতিদিনই ক্রিয়েটিভ পোস্ট করেন যেগুলো দেখে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি চেস্টা করি নতুন নতুন ক্রিয়েটিভ কাজ করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
মূলত সবাই ফেব্রুয়ারি মাসে ভালোবাসার বিভিন্ন প্রকাশ তুলে ধরে। রঙিন কাগজ দিয়ে লাভ শেপের অনেক সুন্দর বুক তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে আপু। কাগজের ভাঁজে ভাজে কিভাবে তৈরি করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ডাবল শেপের বুক মার্ক তৈরি করেছেন। আপনার প্রতিটি অরিগমি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন। এবং সেটা পর্যায়ক্রমে শেয়ার করেন। আপনি প্রতিনিয়ত ইউনিক পোস্ট করেন দেখতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার পোস্টগুলো আপনার ভালো লাগে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Daily task
https://x.com/selina_akh/status/1888271353067049066
ডাবল শেপের বুক মার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে আবারো অনেক বেশি ভালো লাগে।
আমার পছন্দের কাজগুলোর মধ্যে একটি হলো অরিগ্যামি তৈরি। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপনি এর আগেও আমাদের মাঝে অনেক কিউট কিউট বুকমার্ক তৈরি করে দেখিয়েছেন। ঠিক তেমনি আজকেও একটা ব্যতিক্রম বুকমার্ক নিয়ে হাজির হয়েছেন। কি সহজ এবং সাবলীল ভাবে আপনি এটা তৈরি করে দেখালেন সেটা সত্যিই প্রশংসা যোগ্য। এরকম কাগজের অরিগ্যামি দেখতে আমার খুব ভালো লাগে।এগুলো তৈরি করতে আসলেই প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।