মেয়েদের হাল ফ্যাশনের ব্যাগের অরিগ্যামি।
সবাইকে শুভেচ্ছা।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২৮শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।
সকাল থেকে টানা বৃষ্টিতে ঢাকায় অধিকাংশ সড়ক ডুবে গেছে। রাজধানীর বেশিভাগ স্থানে ও রাস্তায় কোমর পানি না হয় হাটু সমান পানি। ফলে রাস্তায় গাড়ি বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃস্টি হয়েছে। বাহিরে কাজে বের হওয়া জনগন পড়েছে্ন সবচেয়ে বিপাকে। সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে দৈনিক খেটে খাওয়া জনগনকে। আশাকরি ঢাকার এই জলবদ্ধতার দ্রুত সমাধান হবে। নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। যেহেতু প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করি। তারই ধারাবাহিকতায় একটি নতুন অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি মেয়েদের একটি হাল ফ্যাশন এর ব্যাগ এর অরিগ্যামি আপনাদের সাথে শেয়ার করবো।যেহেতু কোন কিছুর অরিগ্যামি তৈরি করা হয় কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে। তাই বলা যায় অরিগ্যামি হলো কাগজে ভাঁজের খেলা। কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে কোন নির্দিস্ট কিছুর অবয়ব তৈরি করা। আজ আমি বিভিন্নভাবে কাগজ ভাঁজ করে মেয়েদের একটি সুন্দর হাল ফ্যাশনের ব্যাগ এর অরিগ্যামি আপনাদের সাথে শেয়ার করবো। ব্যাগটি বানাতে কি কি উপকরণ ব্যবহার করেছি ও কিভাবে ব্যাগটি বানিয়েছি,তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। দু'রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।পুথি
৫,ছোট ডায়মন্ড শেপের গ্লাস
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ১০ সেঃ মিঃX১৬ সেঃমিঃ সাইজের এক টুকরো টিয়ে রং এর কাগজ কেটে নিয়েছি।ব্যাগ এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
এরপর কাগজটিকে মাঝ বরাবর লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এরপর দু'পাশের কাগজ মাঝ বরাবর ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার ভাঁজ করা কাগজটি মাঝবরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।
ধাপ-৫
এবার কাগজের যে পাশ বন্ধ সে পাশে ২ সেঃমিঃ পরিমাণ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এ্রপর কাগজের ভাঁজ খুলে নিয়েছি। এবং ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
এবার কাগজের দু'পাশের কাগজ ভাঁজের দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং অতিরিক্ত কাগজ ভাঁজের ভিতর ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৮
এবার কাগজের অন্য অংশ ছবির মতো ভাঁজ করে নিয়েছি। এবং কাগজের দু'পাশ কোনা করে ভাঁজ করে ভিতরের দিয়ে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৯
এবার দু'রং এর কাগজ চিকন করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১০
এবার লাল রং এর কাগজটিতে গাম লাগিয়ে ছবির মত করে লাগিয়ে নিয়েছি। এবং উপরের কাগজের অংশটি তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-১১
এরপর চিকন করে ভাঁজ করা টিয়া রং এর কাগজটি লাল রং এর কাগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাতে ব্যাগের হাতল তৈরি হয়ে গেছে।
ধাপ-১২
ব্যাগটি সুন্দর করার জন্য ব্যাগটিতে সাদা পুথি ও গ্লাস গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম মেয়েদের হাল ফ্যাশানের ব্যাগের অরিগ্যামি।
উপস্থাপন
আশাকরি, আজকে দু'রং এর কাগজ দিয়ে বানানো মেয়েদের হাল ফ্যাশনের ব্যাগের অরিগ্যামি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন অরিগ্যামিটি নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এবং নিজের যত্ন নিন এই বর্ষায়।
পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Redmi Note A5 |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ১২ই জুলাই, ২০২৪ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
অনেক সুন্দর একটি মেয়েদের ব্যাগ অরিগ্যামি পোস্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে যাই। আপনার এই ব্যাগ তৈরি করার ক্ষেত্রে রঙিন কাগজ সুন্দর করে ভাজ করে নিয়ে এবং সেখানে পুথি ও গ্লাস এর ব্যবহারটা আমার কাছে দারুণ লেগেছে এমন সুন্দর অরিগ্যামি পোস্ট দেখে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
https://x.com/selina_akh/status/1811802527786287279
ব্যাগের অরিগ্যামি অসাধারণ হয়েছে আপু। কাগজের ভাঁজের মাধ্যমে কোন কিছু তৈরি করা আমার কাছে খুবই কঠিন লাগে। তবে আপনি এত সুন্দর করে সহজ পদ্ধতিতে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার তৈরি করা ব্যাগের অরিগ্যামি দেখতে খুবই কিউট হয়েছে আপু।
আমার বেশ মজা লাগে অরিগ্যামি বানাতে।বিভিন্ন ভাঁজেই কি সুন্দর একটি জিনিস তৈরি হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ।
আসলে রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন কাগজের ব্যাগের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার ব্যাগের অরিগ্যামি বেশ দুর্দান্ত হয়েছে। ব্যাগের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ঠিক তাই রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়।তবে আমার বানানো ব্যাগ এর অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এরকম জিনিসগুলো তৈরি করতে অনেক বেশি সময় লেগে যায়। আর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা অনেক বেশি কষ্টকর হয়। কারণ ভালোভাবে বুঝিয়ে লেখাটা মুশকিল। তবুও আপনি এই সুন্দর ব্যাগটা তৈরি করার পদ্ধতি, আমাদের মাঝে ভালোভাবে উপস্থাপনা করে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। অনেক কিউট দেখতে লাগতেছে এই ব্যাগটাকে। পুঁতি গুলো ব্যবহার করাতে আরো সুন্দর লাগছে। ছোট বাচ্চাদেরকে দিলে অনেক খুশি হয়ে যাবে।
জি ভাইয়া অরিগ্যামির ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন।ছবি দেখে বুঝে নিতে হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ।
কাগজ না কাটিয়ে আঠা না লাগিয়ে কাগজ ভাঁজ ফেলে কিছু বানানো কে অরিগ্যামি বলে। আপনি চমৎকার সুন্দর করে মেয়েদের ফ্যাশানে বল একটি ব্যাগ বানিয়ে ফেলেছেন রঙ্গিন কাগজ দিয়ে। ভীষণ চমৎকার হয়েছে আপনার বানানো ব্যাগটি।ধাপে ধাপে ব্যাগ তৈরি পদ্ধতি সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে হবে চমৎকার লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে মেয়েদের হাল ফ্যাশনের ব্যাগের অরিগ্যামি তৈরি করেছেন। তবে ব্যাগের অরিগ্যামি দেখে সত্যি অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপু আপনার আইডিয়া দেখে মুগ্ধ হয়ে যায়। তবে ব্যাগের মধ্যে পুঁতি দেওয়ার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগতেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ব্যাগের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার বানানো ব্যাগ এর অরিগ্যামি আপনার ভালো লেগেছে।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।