অরিগ্যামি-রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি।কাগজ দিয়ে জিনিস তৈরি করতে কার না ভালো লাগে। ভালো লাগা থেকেই আজকে সকলের মাঝে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি


ei_1741356397746-removebg-preview.png
Device-XANON-X20


কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না সেটা দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও তেমন অনেক আকর্ষণীয় হয়।আমি সুযোগ পেলেই কাগজ দিয়ে কোনো জিনিস বানিয়ে থাকি।আজকেও ঠিক তেমনি আমি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছি।রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করতে পেরে আমার খুব ভালো লাগছে।চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. কলম।
৩.আঠা।
৪. কাঁচি।


IMG_20241018_160106_630.jpg
Device-XANON-X20

IMG_20241018_162808_567.jpg
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরির ধাপ সমূহ:


ধাপ-১


IMG_20241018_161446_573.jpg
Device-XANON-X20


প্রথমে একটি রঙিন কাগজ নিব।এরপর কাগজ গুলো কে কাঁচির সাহায্যে গোল করে কেটে নিব।


ধাপ-২


IMG_20241018_161631_949.jpg
Device-XANON-X20

IMG_20241018_162159_525.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে মাছের পাখনা ও লেজ লাগিয়ে নিব।


ধাপ-৩


IMG_20241018_162333_293.jpg
Device-XANON-X20


এরপর আঠার সাহায্যে মাছের আরো কিছু অংশ লাগিয়ে নিব।


ধাপ-৪


IMG_20241018_162822_732.jpg
Device-XANON-X20


IMG_20241018_164534_361.jpg
Device-XANON-X20


এরপর কলমের সাহায্যে মাছের চোখ এঁকে নিব।


শেষ ধাপ


IMG_20241018_164429_126.jpg
Device-XANON-X20


মাছের চোখ আঁকা হয়ে গেলেই রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি সম্পূর্ণ হবে।


উপস্থাপনা:


ei_1741357044879-removebg-preview.png
Device-XANON-X20


রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি হয়ে গেলে উপস্থাপনার জন্য প্রস্তুত করে নিব। এভাবে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজ দিয়ে কোনো কিছু বানাতে সকলেই ভীষণ পছন্দ করে।এইভাবে কাগজ দিয়ে কিছু বানানোর মজাই আলাদা ।কাগজ দিয়ে অরিগামি টি তৈরি করে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আজ আমি আপনাদের মাঝে এমন একটি কাগজের তৈরি অরিগামি তুলে ধরতে পেরে খুবই আনন্দিত।আমি সবসময় চেষ্টা করব নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।আশা করি আমার তৈরি করা অরিগামি গুলো সকলের কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 2 months ago 

চমৎকার অরিগামি তৈরি করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে তৈরি করা মাছের অরিগামি দেখতে খুব সুন্দর লাগছে। মাছ তৈরি প্রসেসটি দারুন লাগলো। কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে আপু। চমৎকার একটি মাছের অরিগাম ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে অরিগামি গুলো তৈরি করার জন্য।

 2 months ago 

IMG_20250307_205156.png

IMG_20250307_205206.png

IMG_20250307_205221.png

IMG_20250307_205234.png

IMG_20250307_205259.png

 2 months ago 

আপু আপনার তৈরি করা কাগজের রঙিন মাছটি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তবে এটি কিন্তু কোনভাবেই অরিগ্যামি নয়। অরিগামি হলো কাগজ কেনা খেতে ভাঁজ করে করে কিছু বানানো। আপনার এটা ক্রাফ্ট তৈরি হয়েছে।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে মাছের দারুন অরিগ্যামি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার তৈরি করা অরিগামি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

অরিগামি শিল্পের মাধ্যমে দারুন সুন্দর মাছ তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু। অরিগামির মাধ্যমে বানানো কাগজের জিনিসগুলি দেখতে খুব ভালো লাগে। আর এর মধ্যে এক চরম দক্ষতাও মিশে থাকে। এমন সুন্দর দুটি মাছ তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করলেন বলে অনেক ভালোলাগা রইলো।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া অরিগামির মাধ্যমে কাগজের বানানো জিনিসগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন আপু কাগজের কিছু বানালে তা দেখতে খুবই সুন্দর লাগে।আপনি চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজের তৈরি মাছ খুবই সুন্দর লাগছে।মাছের ঠোঁট সব থেকে বেশি সুন্দর হয়েছে। ধাপে ধাপে খুবই সুন্দর করে মাছ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমার তৈরি কাগজের মাছের ঠোঁট আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 2 months ago 

কাগজের অরিগামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি বানিয়েছেন। তবে কি চমৎকার মাছের মুখ চোখ এবং লেজ বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙ্গিন কাগজ দিয়ে মাছের অরিগামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

বাহ্ দারুণ একটি অরিগ্যামি তৈরি করছেন আপু। আপনার তৈরি করা মাছের অরিগ্যামি টি দেখে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো অরিগ্যামি তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনার হাতে তৈরি করা কাজ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামি তৈরি করেছেন। আপনার তৈরি করা অরিগ্যামি টি অসাধারণ হয়েছে আপু। আপনি খুবই সুন্দর করে অরিগ্যামি টি তৈরি করার চেষ্টা করেছেন।

 2 months ago 

বাহ খুব চমৎকার বানিয়েছেন রঙিন কাগজের অরিগামি। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে চমৎকার লাগে। তবে আপনার রঙিন কাগজের মাছগুলো মনে হচ্ছে হাইব্রিড জাতের। কারণ মাছগুলো মনে হচ্ছে অনেক মোটা তাজা। ধন্যবাদ আপনাকে অরিগামি বানিয়ে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92755.10
ETH 1757.55
USDT 1.00
SBD 0.86