সাদা কাগজের নকশা তৈরি।

in আমার বাংলা ব্লগlast month

IMG_20250121_121858_HDR~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই ।আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ,আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোষ্টের মাধ্যমে হাজির হয়ে গেলাম ।কাল রাত থেকে ঠান্ডার জন্য অনেক অসুস্থ ।আজকে সারাদিন আপনাদের মাঝে তেমন ভাবে হাজির হতে পারিনি ।তাই আজকে একটু আগে সাদা রঙের একটি কাগজ কেটে আমি এই নকশা তৈরি করেছি। নকশা তৈরি করার পর দেখতে বেশ ভালো লেগেছিলো। মাঝে মাঝে আমি এই ধরনের নকশা তৈরি করি। আমার কাছে রঙিন কাগজের নকশা গুলো তৈরি করতে এবং দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কাগজ কেটে এভাবে নকশা তৈরি করতে কেমন লাগে সেটা জানাবেন। কিভাবে আমি সম্পূর্ণ কাগজটি কেটে এই ফুল তৈরি করলাম সেটা আপনাদের মাঝে এখন উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সাদা কাগজ
কলম
কাঁইচি

IMG_20250121_120915~2.jpg

ধাপ-১

IMG_20250121_120937~2.jpg

IMG_20250121_120951~2.jpg

প্রথমে আমি চার কোনা সময় আকৃতির একটি কাগজ নিয়ে নিলাম। তারপর কাগজটির কোনাকুনি একটি ভাঁজ দিয়ে নিলাম। এরপর একই রকম করে ভাঁজ দেওয়া কাগজের ওপর আরেকটি ভাঁজ দিয়ে দিলাম।

ধাপ-২

IMG_20250121_121011~2.jpg

IMG_20250121_121040~2.jpg

IMG_20250121_121032~2.jpg

এখন কাগজটি দেখতে একটি ত্রিভুজাকৃতির মতো দেখাবে। এখানে আমি কাগজটি দুইটি অংশে ভাগ করে প্রথমে এক পাশের কাগজ ঠিক মাঝখান পর্যন্ত ভাঁজ দিয়ে দেব। এরপর উল্টো করে নিয়ে একইভাবে একটি ভাঁজ দিয়ে দেব।

ধাপ-৩

IMG_20250121_121351~2.jpg

এরপর কলম দিয়ে ভাঁজ দেওয়া কাগজের উপর ইচ্ছে মতো একটি নকশা এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20250121_121452_HDR~2.jpg

IMG_20250121_121524_HDR~2.jpg

তারপর কলমের দাগ অনুযায়ী কাঁইচি দিয়ে কেটে নিলাম।

ধাপ-৫

IMG_20250311_173313-COLLAGE.jpg

এরপর সবগুলো ভাঁজ আস্তে আস্তে পুনরায় খুলে নিলাম।

ধাপ-৬

IMG_20250121_121858_HDR~3.jpg

IMG_20250121_121739_HDR~2.jpg

IMG_20250121_121853_HDR~2.jpg

IMG_20250121_121831_HDR~2.jpg

IMG_20250121_121755_HDR~2.jpg

এরপর আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করলাম। কেমন লাগলো আমার আজকের এই সাদা কাগজের নকশা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last month 

সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। এটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমার কাছে সাদা কাগজ অথবা রঙিন কাগজ দিয়েছে কোন ধরনের জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last month 

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে সাদা কাগজের নকশা তৈরি করেছেন। আপনার হাতের কাজ অনেক ভালো দেখেই বোঝা যাচ্ছে। আপনি অনেক সুন্দর করে অসাধারণ একটি নকশা তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

অনেকদিন আগে থেকে এ ধরনের নকশা গুলো তৈরি করি ভাই। এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। ধন্যবাদ ভাইয়া।

 last month 

Screenshot_20250311-230525.png

Screenshot_20250311-230038.png

 last month 

সাদা কাগজ কেটে নকশা তৈরি করেছেন দেখতে ভালো লাগছে আপু। এরকম নকশা তৈরি করে বিভিন্ন অনুষ্ঠানে সাজালে বেশ ভালো লাগে দেখতে। তবে এগুলো রঙিন কাগজ হলে বেশি ভালো হয়।। কাগজ কেটে অনেক ধরনের নকশা তৈরি করা যায়। আপনি সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন বেশ ভালো লাগছে। শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last month 

হ্যাঁ আপু আমাদের এদিকে এখনো বিভিন্ন অনুষ্ঠানে এই ধরনের নকশাগুলো তৈরি করে সাজাই। ধন্যবাদ আপু।

 last month 

আপু আপনি সাদা কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি নকশা ডিজাইন তৈরি করছেন। কাগজের তৈরি নকশা ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

আমার কাছে ভীষণ ভালো লাগে ভাইয়া তাই চেষ্টা করি মাঝে মাঝে তৈরি করার জন্য ধন্যবাদ।

 last month 

আজকে আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। কাগজের নকশা গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশা গুলো দেখা যেত। আবার ছোট বাচ্চারও কাগজের এই নকশাগুলো পেলে খেলাধুলা করতে পছন্দ করে। আজকে আপনি সুন্দর করে কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93748.82
ETH 1797.39
USDT 1.00
SBD 0.86