অরিগ্যামি: রঙিন কাগজের শার্ট তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার ,১১ ফ্রেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালই আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রঙিন কাগজ ব্যবহার করে একটি শার্টের অরিগ্যামি। রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এর আগে এই কমিউনিটিতে অনেকেই এই ধরনের শার্টের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছে । মূলত তাদের তৈরির প্রতিটি ধাপ দেখে আমি শিখেছি। আমার কাছে এই শার্ট গুলো তৈরি করার পর খুবই ভালো লেগেছিল। আশা করছি আমার তৈরি করা এই শার্ট আপনাদের ও ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ শার্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি। আশা করছি আপনারা প্রতিটি ধাপ বুঝতে পারবেন।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | রঙিন কাগজ |
২ | কলম |
ধাপ-১
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়ে লম্বা দুই মাথা মাঝখান পর্যন্ত এনে ভাঁজ দিয়ে দিলাম। তারপর ভাঁজ খুলে ফেললাম। এরপর কাগজে যে দুইটি দাগ হয়েছে ওই দাগকে পাশে রেখে দুই মাথা মাঝখান পর্যন্ত সমান করে ভাঁজ দিয়ে দিলাম।
ধাপ-২
এরপর কাগজের যেকোনো এক মাথার একটি পার্ট বাইরের দিকে ভাঁজ দিতে হবে ঠিক দাগ এর সমান করে। অর্থাৎ মাঝখানের অংশের পরে যে দাগ হয়েছে ওটার বেশি যেন না চলে যায়। একইভাবে অন্য পাশে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে।
ধাপ-৩
এরপর কাগজটি সম্পূর্ণ উল্টো করে নিচের দিক থেকে দুই ইঞ্চি ভাঁজ দিতে হবে।
ধাপ-৪
এরপর ভাজ দেওয়া কাগজ টুকু উল্টো করে ভাঁজ দিয়ে নিতে হবে। দুই পাশে একই রকম করে ভাঁজ দিতে হবে।
ধাপ-৫
দেখতে ঠিক এমনটা হবে তারপর উল্টো করে ভাঁজ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটি শার্ট।
ধাপ-৬
এরপর শার্টের কলারের ঠিক মাঝখান দিয়ে নিচ অব্দি একটি সোজা দাগ দিয়ে দিলাম। তারপর কয়েকটি বোতাম এঁকে নিলাম। এরপর একপাশে ছোট্ট একটি পকেটে এঁকে দিলাম।
ধাপ-৭
আর এর মধ্যে দিয়ে সম্পূর্ণ হয়ে গেল আমার আজকের শার্ট এর অরিগ্যামি। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা অরিগ্যামি টা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
আমাদের কমিউনিটি থেকেই রঙিন কাগজ দিয়ে ধরনের শার্ট তৈরি করা শিখেছেন এটা জেনে খুবই ভালো লাগলো আপু। আসলে আমাদের কমিউনিটিতে সবাই অনেক ক্রিয়েটিভ। আজকে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শার্ট তৈরি করেছেন দেখেছেন ভালো লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া এখান থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আপনাদের মাঝে নতুন কিছু তৈরি করে উপস্থাপন করছি। সব মিলিয়ে বেশ ভালোই লাগে ।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে শার্ট তৈরি করেছেন ।যেটি দেখতে অসাধারণ লাগছে। এর আগে আমি একবার এমন করে শার্ট তৈরি করেছিলাম ধন্যবাদ শুভকামনা রইল।
আপনি এর আগে শার্ট তৈরি করেছিলেন আপু জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর এবং কিউট দেখতে একটা শর্ট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কষ্টকর। আবার তুলে ধরা ও মুশকিল। আপনি সুন্দর করে তৈরি করে তুলে ধরলেন দেখে ভালো লাগলো।
আপনার কাছে আমার তৈরি করা আজকের রঙিন কাগজের শার্ট দেখতে ভালো লেগেছে যেন ভীষণ খুশি হলাম। তবে আপনি একদম ঠিক বলেছেন ভাঁজগুলো তুলে ধরা সত্যি অনেক কঠিন। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ মুড়ে আপনি কি সুন্দর একটি শার্ট বানিয়েছেন। ধাপে ধাপেও দেখিয়েছেন চমৎকার ভাবে যা খুবই স্পষ্ট। আপনার অরিগামি শার্ট বানানো দেখে খুব ভালো লাগছে আপু। এক সময় যখন বিয়ের তত্ত্ব সাজাতাম তখন ঠিক এইভাবে জামার পিস গুলোকে শার্ট আকারে মুড়ে দিতাম। কি ভালো দেখতে লাগতো।
দারুন বলেছেন আপু অনেকবার আমি শার্টের পিচ এভাবে ভাঁজ দিয়ে র্শাট তৈরি করতে দেখেছি। ধন্যবাদ আপু।
আপু আপনার এই অরিগ্যামি দেখে আমার তৈরি অরিগ্যামির কথা মনে পড়ে গেলো। আমিও অনেক দিন আগে এমন একটি শার্টের অরিগ্যামি তৈরি করেছিলাম। এই ধরনের অরিগ্যামি তৈরি করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাছাড়া অরিগ্যামি হলো ভাঁজের খেলা। একটা ভাঁজ ভুলে গেলে বাকি ভাঁজ মিলানো কঠিন হয়ে যায়। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনিও রঙিন কাজল দিয়ে এভাবে শার্ট তৈরি করেছেন সত্যি খুবই ভালো লাগলো জেনে। ধন্যবাদ আপু।
জি আপু বর্তমানে আমার বাংলা ব্লগের প্রতিটি সদস্য এরকম কাগজের তৈরি সুন্দর সুন্দর অরিগামি তৈরি করে থাকেন।আপনার অরিগ্যামিটি অনেক কিউট হয়েছে। কি সুন্দর প্রতিটি ধাপ সহজভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাগজের তৈরি প্রতিটি জিনিসের অন্যরকম সৌন্দর্য রয়েছে। আপনার প্রতিভাকে সাধুবাদ জানাই।
ঠিক বলেছেন আপু এই কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। ধন্যবাদ আপু।
রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর আকর্ষণীয় একটি শার্ট বানিয়েছেন। দেখতে একদমই অরিজিনাল শার্টের মতোই লাগছে।দারুণ বানিয়েছেন শার্ট টি।শার্ট বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর শার্ট বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপু আমার কাছেও সম্পূর্ণ তৈরি হয়ে গেলে দেখতে অরজিনাল এর মত লাগছিল । ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে শার্ট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই শার্ট তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। ছোট এই শার্ট দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হচ্ছে আপু।
আপু আমার পোস্টে আপনি দুইটা কমেন্ট করেছেন ধন্যবাদ আপু।
আসলে আপু ভুল করে দুইটা কমেন্ট করে ফেলেছি। বুঝতে পারিনি। এরপর থেকে খেয়াল থাকবে। ধন্যবাদ বলার জন্য।
ঠিক আছে সমস্যা নেই আপু, ধন্যবাদ।
আপু আপনি দারুণ একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করছেন। রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি শার্ট তৈরি করছেন। এই ধরনের অরিগ্যামি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
এ ধরনের অরিগ্যামি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।