অরিগ্যামি: রঙিন কাগজ দিয়ে সুন্দর দুটো মাছ তৈরি।
কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটি ডাই পোস্ট করব ।রঙিন কাগজ দিয়ে নতুন কিছু বানানো চেষ্টা করব।আর আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি মাছ তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে মাছ।
আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে ডাই এবং ক্রাফট বানাতে খুবই ভালোবাসি এবং পছন্দ করি। তাই যখনই আমার ইচ্ছে করে তখনই আমি কাগজ দিয়ে এবং আরো বিভিন্ন জিনিস দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি।আজকে আমি আবার একটি অরিগ্যামি তৈরি করেছি রঙিন কাগজ দিয়ে। রঙিন কাগজ দিয়ে আজকে চেষ্টা করেছি সুন্দর করে দুটো মাছ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে ছোটবেলায় আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতাম কাগজ ভাজ করে। সেগুলো দিয়ে দিয়ে অনেক খেলা করতাম দুষ্টুমি করতাম। যদিও ছোটবেলায় বেশ অল্প কয়েকটি জিনিসই তৈরি করতে পারতাম কাগজ ভাজ করে কিন্তু এখন দেখি অনেক অনেক জিনিস তৈরি করা যায় কাগজ ভাজ করে এবং বিভিন্ন মাধ্যমে যেটাকে আমরা অরিগ্যামি হিসেবে ছিনি।ছোটবেলায় কাগজ ভাজ করে নৌকা তৈরি করতাম প্লেন তৈরি করতাম। নৌকাকে পানিতে ভাসিয়ে দিতাম প্লেন আকাশে উড়াতাম খুবই ভালো লাগতো। আজকে সেরকমই কাগজ ভাজ করে খুবই সুন্দর দুটো মাছ তৈরি করলাম।
কাগজের ভাজের খেলা বুঝে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। যেগুলো দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে। তবে রঙিন কাগজ দিয়ে এগুলো তৈরি করা একটু কঠিন যদি সুন্দর ভাবে ভাজ করে তৈরি করা যায় তাহলে দেখতে সুন্দর লাগে। তবে ভাজ করতে একটু থেকে একটু হলেই পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। এই মাছগুলো তৈরি করার পর আমি আরুশ বাবুকে দিয়েছিলাম কারণ সে এখন এটা সেটা ধরে খেলাধুলা করতে পছন্দ করে। আশা করছি আমার তৈরি করা এই মাছের অরিগ্যামি আপনাদের কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ
পেন্সিল
কাঁচি
গাম
স্কেল
তৈরি করার পদ্ধতি
ধাপ:-১
প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়েছি এবং সেটা থেকে ১৫"×১৫"cm মাপে একটি কাগজ কেটে নিলাম।
ধাপ:-২
এরপর আমি সেই কাগজটাকে বিভিন্ন ভাগে ভাজ করে নিলাম।
ধাপ:-৩
ভাজকরা কাগজের উপরের অংশ টি আমি আবার দুই ভাগে ভাজ করে নিলাম। একইভাবে নিজের অংশটাও ভাঁজ করে নিলাম।
ধাপ:-৪
এরপর পিছনের অংশ থেকে একটি কোনা আমি ভাঁজ করে বাইরে বের করলাম। এবং একইভাবে অপর দিকে ও আমি একটি কোনা ভাজ করে বের করে নিলাম।
ধাপ:-৫
এখন আমি আরও একটি রঙিন কাগজ নিলাম যেটা ৬"×৬"cm মাপে কেটে নিয়েছিলাম এবং সেটাকেও আবার দুই ভাগে কেটে নিলাম।
ধাপ:-৬
সেখান থেকে একটি অংশ নিয়ে আমি সেটাকে মাছের লেজ তৈরি করলাম এবং আর গাম দিয়ে মাছের গায়ের সাথে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ:-৭
এরপর আমি একটি চোখ মাছের উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম গাম দিয়ে এবং কালো কলম দিয়ে মুখ তৈরি করে নিলাম।
শেষ ধাপ:-
আর এভাবেই আমি আরও একটি মাছ নীল রঙের রঙিন কাগজ দিয়ে তৈরি করে নিয়েছিলাম। রঙিন কাগজ দিয়ে যে কোন অরিগ্যামি তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। আমার তৈরি করা এই মাছের অরিগ্যামি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | অরিগ্যামি |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
আপনি খুবই কিউট দেখতে দুটি মাছের অরিগ্যামি তৈরি করেছেন যেগুলো অনেক সুন্দর হয়েছে। এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। দুই কালারের মাছ গুলো দেখতে সত্যি ভালো লাগছে। এরকম দক্ষতা মূলক কাজগুলো আমার অনেক ভালো লাগে দেখতে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে সবাই দেখি নতুন নতুন অনেক কিছু তৈরি করে। আপনি কিন্তু আজ রঙিন কাগজ দিয়ে দারুন মাছ তৈরি করলেন। আপনার রঙিন কাগেজের মাছ দেখতে কিন্তু দারুন লাগছে। খুব সু্ন্দর করে আপনি আপনার পোস্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। সে দেখে আমিও চেষ্টা করলাম আপনার কাছে বিষয়টা ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
রঙ্গিন কাগজের তৈরি চমৎকার সুন্দর দুটো মাছ বানিয়েছেন যা খুবই সুন্দর হয়েছে। এই মাছ বানানো অনেকটাই কঠিন তা বুঝতে পারছি।মাছ দুটো খুবই সুন্দর হয়েছে। ধাপে ধাপে রঙ্গিন কাগজের তৈরি মাছ বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু মাছ তৈরি সময় একটু তো কঠিন লেগেছে। কারণ ভাঁজগুলো সুন্দরভাবে করতে হয়। সুন্দর ভাবে না করলে কোন কিছু তৈরি করলে সুন্দর হয় না
রঙিন কাগজ দিয়ে সুন্দর খুব সুন্দর মাছের অরিগ্যামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এ ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে। এই ধরনের জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।
রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে আপনার কাছেও ভালো লাগে জেনে সেটা খুব ভালো লাগলো।
আমরাও ছোটবেলায় রঙিন কাগজ বাস করে নৌকা বানিয়ে জলে ভাসাতাম ভীষণ ভালো লাগতো। আপনি আজকে রঙিন কাগজ ভাজ করে মাছের অরিগামী তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে আপু। এটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনিও ছোটবেলায় রঙিন কাগজ দিয়ে নৌকা বানাতেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে যাই বানানো হোক না কেন দেখতে অনেক সুন্দর লাগে। সেই ছোটবেলায় এ রঙিন কাগজগুলো দিয়ে শুধু নৌকা বানাতে জানতাম। কিন্তু এখন দেখছি এই কাগজগুলো দিয়ে বিভিন্ন রকমারি অনেক কিছু বানানো যায়। যা দেখে প্রতিটা মানুষ মুগ্ধ হয়ে যায়। আজ আপনার রঙিন কাগজ দিয়ে মাছের অরিগ্যামি গুলো দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটো মাছের অরিগামি শেয়ার করেছেন আপু। খুব সুন্দর লাগছে মাছ দুটো। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে মাছের অরিগামি তৈরি করে নিলেন।অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে মাছ তৈরি করছেন যেটা দেখেই অনেক সুন্দর লাগছে। এমন ধরনের মাছ ছোট বাচ্চারা পেলে অনেক খুশি হয় ধন্যবাদ।
https://x.com/APatwary88409/status/1889541731990839542?t=2tia-LuxhQmFKnRENkXKNw&s=19 I