অরিগ্যামি-: বিড়ালের মুখের বুকমার্ক অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ11 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250211_205306.jpg

আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম অরিগ্যামি পোস্ট। অরিগ্যামি গুলো দেখতে সাধারণত অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কারণ এক্ষেত্রে কাটাকাটির ঝামেলা একদমই থাকেনা। আর ভাঁজে ভাঁজে খুব সুন্দর করে যে কোন কিছু তৈরি করে ফেলা যায়। বিশেষ করে বিভিন্ন শেপের বুকমার্ক গুলোর অরিগ্যামি তৈরি করা যায় এই কাগজ না কেটেই। আর এটার বিশেষত্বই হলো কাগজ না কেটে সুন্দর করে একটা কাগজ দিয়েই যে কোন কিছু তৈরি করে ফেলা। যাইহোক গতকাল ভাবলাম আজকে আপনাদের মাঝে কি শেয়ার করা যায়। সন্ধ্যা বেলায় কিছু মেহমান এসেছিল তাদের বিদায় দিয়ে আবার আমি চলে গেলাম রুমে,আর রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম।

20250211_205020.jpg

যাইহোক বেশ অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম কি করা যায়। পরে ভাবলাম যে প্রজাপতির অরিগ্যামি তো একরকম তৈরি করা হয়েছে কিন্তু বিড়ালের অরিগ্যামি তৈরি করা হয়নি। যেটা বুকমার্ক হিসেবেও ব্যবহার করা যায়। আর সেই ভাবনা থেকেই আপনাদের সাথে শেয়ার করার জন্য গতকাল রাতে বসেই এই বিড়ালের অরিগ্যামি গুলো তৈরি করে ফেলেছিলাম। আসলে বইয়ের পৃষ্ঠার ভাঁজ যখন দেয়া হয় তখন বইয়ের সৌন্দর্য চলে যায়। কিন্তু বুকমার্ক দিয়ে যদি ভাঁজ দিয়ে রাখা হয় তখন বইয়ের সৌন্দর্য যেমন ঠিক থাকে ঠিক তেমনি আরো দ্বিগুণ হয়ে যায়। আর এই জন্য আমি দুই কালারের দুইটা অরিগ্যামি তৈরি করেছি। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের ভালো লাগবে।

20250211_205014.jpg

20250211_205302.jpg

উপকরণসমূহ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • স্কেল
  • পেন্সিল

20250211_202730.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে ১৫" বর্গাকার করে মাপ নিয়ে পেন্সিল দিয়ে এঁকে নিলাম। তারপর সেই মাপ অনুযায়ী কেটে নিলাম। এক্ষেত্রে আমি এই লাল এবং কমলা দুই রঙের কাগজ কেটে নিয়েছি।

20250211_202934.jpg

20250211_203109.jpg

দ্বিতীয় ধাপ

এইধাপে এক কোণা থেকে অপর কোণায় লাগিয়ে মাঝখানে বরাবর ভাঁজ করে নিলাম। এভাবেই দুই পাশে ভাজ করে নিয়েছি।

20250211_203135.jpg20250211_203151.jpg

20250211_203155.jpg

তৃতীয় ধাপ

আগের ভাঁজের মাঝখান বরাবর একটা ভাঁজ দিলাম। তার বিপরীত পাশে আরেকটা ভাঁজ দিলাম। তারপর নিচের ছবির মত করে তুলে ধরলাম।

20250211_203216.jpg20250211_203235.jpg

20250211_203251.jpg

চতুর্থ ধাপ

উপরের মত করে একটা ভাঁজ বসিয়ে দিলাম। তারপর ডান পাশের এই অংশটা টেনে চ্যাপ্টা করে নিলাম। এভাবে দুই পাশে দুইটা অংশই চ্যাপ্টা করে নিয়েছি।

20250211_203318.jpg20250211_203339.jpg

20250211_203407.jpg

পঞ্চম ধাপ

পূর্বের চ্যাপ্টা করা দুটো অংশের নিচের অংশগুলো উপরের দিকে ভাঁজ করে বসিয়ে দিলাম। তারপর দুই পাশের অংশগুলো উপরের দিকে ভাঁজ করে নিলাম।

20250211_203436.jpg20250211_203451.jpg

20250211_203522.jpg

ষষ্ঠ ধাপ

উপরের ভাঁজের অংশগুলোকে নিচের দিকে পেঁচিয়ে দিলাম।দুই পাশেই একইভাবে ভাঁজটা পেঁচিয়ে নিলাম।

20250211_203558.jpg20250211_203653.jpg

20250211_203719.jpg

সপ্তম ধাপ

এখন একদম নিচের দিকের অংশটা অল্প করে ভাঁজ দিলাম।এটাকে আবার ভিতরের দিকে পেঁচিয়ে দিলাম উপরের অংশটায় কান বোঝাতে সাদা রঙের কাগজ কেটে লাগিয়ে দিলাম।

20250211_203740.jpg20250211_203750.jpg

20250211_204001.jpg

অষ্টম ধাপ

এখন কালো জল কলম দিয়ে চোখ, মুখ নাক এঁকে নিলাম। এভাবে শেষ করে নিলাম।

20250211_204033.jpg20250211_204054.jpg

20250211_205033.jpg

ফাইনাল আউটলুক

ব্যাস তৈরি করে নিলাম বিড়ালের অরিগ্যামি।যেটা বইয়ের ভাঁজে দিলে দারুণ মানিয়ে যায়।

20250211_205020.jpg

20250211_205014.jpg

20250211_205108.jpg

20250211_205257.jpg

20250211_205152.jpg

20250211_205123.jpg

20250211_205302.jpg

20250211_205306.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 11 days ago 

এরকম কিউট কিউট বুকমার্ক গুলো বেশ ভালো লাগে দেখতে। আপনি বিড়ালের মুখের খুব সুন্দর একটা বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। মুখটা আসলেই খুব কিউট লাগছে। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য।

 10 days ago 

বিড়ালের মুখের বুকমার্ক হলেও এটা দেখতে অসাধারণ লাগছিল। তাই তো তৈরি করে ফেলেছিলাম ধন্যবাদ আপু।

 11 days ago 

বিড়ালের মুখের বুকমার্ক অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

জি ভাইয়া রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

বিড়ালের মুখের বুকমার্ক অরিগ্যামি তৈরি করেছেন। আপনার প্রতিটি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন। এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে উপস্থাপন করেন। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 days ago 

জি ভাইয়া ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়। না হলে ভাঁজ গুলো নষ্ট হয়ে পুরোটাই নষ্ট হয়ে যায়।

 11 days ago 

Screenshot_20250212-104057_Chrome.jpg

Screenshot_20250212-103447_Chrome.jpg

 11 days ago 

এখন দেখছি সবাই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ডিজাইনের বুকমার্ক বানিয়ে শেয়ার করছে। আজ আপনাকেও দেখলাম রঙিন কাগজ দিয়ে বিড়ালের একটি বুকমার্ক বানিয়েছেন। আমার কাছে আপনার বানানো কাগজের বুকমার্ক ভীষণ ভালো লেগেছে। খুব সহজেই আপনি কাগজের বুকমার্ক বানিয়েছেন। এই বুকমার্ক যে কেউ চাইলে সহজে বানিয়ে নিতে পারবে

 10 days ago 

বুকমার্কগুলো তৈরি করার পর ভীষণ সুন্দর লাগছিল। জি আপু যে কেউই সহজে এটা বানিয়ে নিতে পারবে।

 11 days ago 

অনেকেই তো দেখছি রঙিন কাগজ দিয়ে বিড়ালের মুখের অরিগ্যামি শেয়ার করছে। আপনিও আজ করলেন। আমার কাছে আপনার তৈরি করা অরিগ্যামিটি কিন্তু একেবারে ভিন্ন মনে হয়েছে। আপনি দারুন সুন্দর করে অরিগ্যামির ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

অরিগ্যামিতে আসলে এরকম জিনিস গুলোই তৈরি করা হয়ে থাকে। তাই সবাই প্রতিনিয়তই কিছু না কিছু করে যাচ্ছে।

 11 days ago (edited)

আসলে বিড়ালের বুকমার্ক গুলো চমৎকার হয়েছে। এটা সত্যি বলেছো যে বই যদি ভাঁজ হয়ে যায় বা তখন দেখতে খারাপ লাগে। আর সেই ক্ষেত্রে যদি বুক মার্ক ব্যবহার করা হয় তখন সুন্দর ফুটে উঠে। যাই হোক ধন্যবাদ চমৎকার ভাবে ধাপে ধাপে তুলে ধরার জন্য ভালো থেকো।

 10 days ago 

বুকমার্ক যে কোন বইপ্রেমীদের কাছে একদম দারুণ একটা উৎসব বই ভাঁজ দেয়ার জন্য।

 11 days ago 

রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করা যায়। আপনি আজ রঙিন কাগজ দিয়ে বিড়ালের মুখের বুকমার্ক অরিগ্যামি তৈরি করে দেখালেন।খুব সুন্দর হয়েছে।বুকমার্ক আমাদের অনেক কাজে লাগে।যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটি পারফেক্ট অরিগ্যামি।

 10 days ago 

ধীরে ধীরে যে কোন কিছুর বুকমার্ক তৈরি করার চেষ্টা করে নিব আপু এবং আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ আপনাকে মতামত ভাগ করে নেয়ার জন্য।

 11 days ago 

ভালো লাগলো আপু দেখে খুব সুন্দর একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করলেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস দেখতে খুবই ভালো লাগে। আপনি এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করলেন যা বইয়ের মধ্যে রাখলে খুব সুন্দর দেখাবে। অনেক ধন্যবাদ আপনাকে প্রসেস গুলো দেখার জন্য।

 10 days ago 

জি আপু বইয়ের মাঝে যখন রাখলাম তখন দারুণ দেখা যাচ্ছিল। ধন্যবাদ আপনাকেও।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67