অরিগামিঃ সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
সাদা কাগজ |
---|
একটি A4 সাইজ কাগজ ৭"*৭" সাইজ করে কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
সাইজ করে কেটে নেয়া কাগজের অংশটি দুই কোনা ধরে আড়াআড়ি ভাজ করে নিয়েছে। একই ভাবে কাগজের আরেক পাশ ভাজ করে দিয়েছে।
ভাজ করে নেয়ার পর কাগজটি দেখতে ঠিক কি রকম হবে।
কাগজের মাঝখানে ক্রস চিহ্ন তৈরি হবে।
![]() | ![]() |
---|
এবার দুইটি কোণার সমানভাবে ভাঁজ করে নিয়েছি। তবে তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই সুন্দর করে ফাঁস করে নেব খেলা খাবে যেন ছোট বড় না হয়ে যায়। ছোট-বড় হলে পরে মিলাতে সমস্যা হবে।
![]() | ![]() |
---|
এবার কাগজে ধরে মাঝখান দিয়ে সমান করে ভাঁজ করে নিব। ভাজ করর নেয়ার পর কাগজের একটি অংশ বাড়তে থাকবে। যে সাইডটি মোটা সেই সাইডে মাঝখান ধরে ভেতরের দিকে ঢুকিয়ে একটা ভাঁজ দিতে হবে। ছবিতে যেমন দেখতে পারছেন ঠিক এভাবেই দিতে হবে।
ঠিক একইভাবে বাকি কাগজ গুলো এভাবে ভাজ করে সাইজ মত করে নিতে হবে। তবেতে আপনারা যেমন দেখেন ঠিক এভাবেই সাতটি কাগজ তৈরি করে নিতে হবে।
কাগজ তৈরি করে নেওয়ার পর একটি অংশ এক হাতে ধরতে হবে অন্য হাতে আরেকটি অংশ নিয়ে কাউকে মাঝখান বরাবর যেয়ে থাকা অংশ আছে সে অংশে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেয়ার পর অতিরিক্ত যে অংশটুকু বের হয়ে থাকবে সেই অংশটুকু ভাজ করে দ্বিতীয় কাগজের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে।
![]() | ![]() |
---|
পর্যায়ক্রমে এভাবে গাঁথুনি চালিয়ে যেতে হবে পরপর সাতটি কাগজ জুড়ে দেয়া হয়ে গেলে শেষের কাগজটিও একইভাবে একে অপরের সাথে সুন্দর ভাবে আটকে দিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের নিঞ্জা স্টার।
পোস্টের ধরন | অরিগামি |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | redmi note 11 |
লোকেশন | কালিগঞ্জ |
ছোট ভাই তোমারে পোস্ট আমার কাছে পুরা ইউনিক লেগেছে। সাদা কাগজ দিয়ে এত সুন্দর নিঞ্জা স্টার তৈরি করা যায় আমার আগে জানা ছিল না। এটা তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছো। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/7) Get profit votes with @tipU :)
বাহ মামা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি করে শেয়ার করেছেন । আসলে কাগজ দিয়ে যেকোনো ধরনের অরিগ্যামী পোস্ট তৈরি করতে হলে সত্যিই অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। কাগজগুলো বেশ দারুন ভাবে ভাস করে আপনি আমাদের মাঝে সুন্দর প্রক্রিয়ায় পোস্ট তৈরি করে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মামু তোমাকে ধন্যবাদ খুব সুন্দর ভাবে আমার পোস্টে প্রসংশা মূলক মতামত প্রকাশ করার জন্য।
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি নিঞ্জা স্টার তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে
যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্য আমার পোস্টে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ছোটবেলা সে নিনজা কাটুন গুলোর কথা মনে পড়ে গেল, কার্টুন গুলোই বিপক্ষ দলকে ছুড়ে মারতো, খুব সুন্দর একটা কাগজ দিয়ে নিনজা স্টার তৈরি করেছেন, এবং পুরো প্রসেস উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাই আপনার গঠন মূলক মন্তব্য প্রকাশ করার জন্য।
ভাই আপনি অভিনব পদ্ধতিতে খুব সুন্দর একটি নিঞ্জা স্টার বানিয়েছেন। খুব সুন্দর হয়েছে ভাইয়া। ছোটবেলায় এগুলো আম্মু বানিয়ে দিত আর খুব মজা খেলতাম। সাদা কাগজ দিয়ে বানানো তে বেশি সুন্দর লাগছে।আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর এই স্টার টি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসা মূলক মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন
আপনি বেশ সুন্দর করে সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি করেছেন। তবে এই নিঞ্জা স্টার তৈরি করতে কাগজগুলো খুব সুন্দর করে আপনি ভাজ দিয়েছেন। তবে আপনার প্রতিটি ধাপ তৈরি দেখে যে কেউ চেষ্টা করলে এই নিঞ্জা স্টার তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কাগজ দিয়ে আপনি নিঞ্জা স্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক কথা গুলা উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকারভাবে সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি বানিয়েছেন। কাগজ দিয়ে কিছু যেমন বানাতে ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। তবে আজকে আপনার স্টার তৈরি একদম ভিন্ন রকম হয়েছে। যদিও কাগজের বাঁজগুলো আপনি খুব সুন্দর করে দিয়ে নিঞ্জা স্টার তৈরি বানিয়েছেন। এই কাগজের নিঞ্জা স্টার ঘরের মধ্যে এবং অফিসের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু খুব সুন্দর ও সাবলীল ভাবে আমার পোস্টে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সব সময়।
আপনার তৈরি করা সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার আমার কাছে অনেক ভালো লেগেছে। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সাদা কাগজ দিয়ে নিঞ্জা স্টার তৈরি করে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার।