আমার বাংলা ব্লগ || আমার পরিচিতি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে পরিচিতি হওয়ার জন্য এসেছি। আপনাদেরকে বলবো আমার নিজের সম্পর্কে। সবার আগে আমি বিশেষ খুশি যে এই সম্প্রদায়ে আসতে পেরে। কেননা এই সম্প্রদায়ের আমি আমার নিজের মাতৃভাষায় বলতে পারব। আমি আমার নিজের ভাষায় আমার সম্পর্কে আপনাদেরকে বলতেছি।

1634619773408.jpg

আমার সম্পর্কে :

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া।এ প্লাটফর্মে আমার নাম @tasonya.আমি অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। বর্তমানে আমার পরিবারের সদস্য সংখ্যা ছয় জন। আমি, আমার স্বামী, আমার শাশুড়ি, আমার এক দেবর, আমার এক ননদ এবং আমার একমাত্র মেয়ে। আমার স্বামী এই প্লাটফর্মে একজন সদস্য। তিনি এ প্লাটফর্ম নিয়ে কাজ করে। আমার একমাত্র মেয়ের নাম নাশিয়া তাহসিন।ওর বয়স এক বছর। আমার শাশুড়িমা একজন গৃহিনী। এই সবাই মিলে আমরা অনেক সুখী পরিবার। আমি আমার পরিবারের পাশাপাশি আমার পড়ালেখায এখনো চালিয়ে যাচ্ছি।

1634026016299.jpg

1632160518411 (1).jpg

এছাড়াও আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় পেলে আমি ছবি আঁকতে বসে পড়ি। যদিও সুন্দর ছবি হয় না কিন্তু তাও চেষ্টা করে ছবি আঁকার। আমি বেশিরভাগ পোস্টার কালার দিয়ে ছবি আঁকতে পছন্দ করি। এছাড়াও পেন্সিল দিয়ে ছবি আঁকি। আমি সব রকমের ছবি আঁকার জন্য চেষ্টা করি। আমার আঁকা কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

1634620375945.jpg

1634620361220.jpg

এছাড়াও আমি বিভিন্ন রকমের কারুকাজ করতে পছন্দ করি। পড়ালেখার পাশাপাশি আমি সময় পেলে কারুকাজ করি। আমি কখনো কখনো রিসাইক্লিং করি আবার কখনও কখনও কালার পেপার দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে। এছাড়াও আমি সেলাইয়ের কাজ জানি। আমি সেলাই করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করি। এছাড়াও আমি নিজের জামা কাপড় নিজে সেলাই করি। আপনাদের সাথে আমার কিছু কারুকাজ শেয়ার করলাম।

1634620232852.jpg

1634620500917.jpg

আমি রান্না করতেও অনেক পছন্দ করি। আমি সব সময় আলাদা আলাদা রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াই। মাঝেমধ্যে আমি অনেক ভালোবেসে রান্না করি। আমি বিভিন্ন রকমের পিঠা তৈরি করতেও পছন্দ করি। আমি মাঝেমধ্যে বাড়িতে পিঠা তৈরি করি। আপনাদের সাথে আমার কিছু রেসিপি শেয়ার করলাম।

1634620457100.jpg

1634620384678.jpg

আশা করি আমার সম্পর্কে জানতে পেরে আপনাদের ভাল লেগেছে। এখন থেকে সব সময়ে সম্প্রদায়ের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু এ সম্প্রদায়ের আমার নিজের ভাষায় প্রকাশ করতে পারবো সে ক্ষেত্রে আমার আরো বেশী ভালো লাগবে কাজ করতে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগে আপনাকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।

আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগতম আপু। আশা করছি কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন এবং সুন্দর সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন।ধন‍্যবাদ আপনাকে আমাদের কমিউনিটিতে জয়েন করার জন‍্য। শুভকামনা রইল আপু।

 3 years ago 

স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।

Loading...
 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম আশা করি আপনি আগামীতে আমাদের সাথে থাকবেন। আপনার সুস্থতা কামনা করি।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগতম জানানোর জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপু সত্যিই অসাধারণ, আপনার নতুনত্ব আমাদেরকে মুগ্ধ করবে আশা করি। আপনি আমার বাংলা ব্লগের নতুন একজন সদস্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনার থেকে আমরা নতুন নতুন উপহার পাবো, আপনার পরিচিতি ভাল করে পড়লাম আপনার অনেক ধরনের গুণের বর্ণনা করেছেন। আমরা চাই যে আপনি আমাদের মাঝে নতুন নতুন স্পেশাল কিছু নিয়ে আসবেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আপনার খুব সুন্দর একটা সুখী পরিবার আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং আমাকে এত সুন্দর ভাবে স্বাগতম জানানোর জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আসতে পেরে আমার সত্যিই অনেক ভালো লাগলো। এ সম্প্রদায়ের সব সময় আমার কাজ চালিয়ে যাবো।

 3 years ago 

প্রিয় সোনিয়া আপু
আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম।
প্রথমেই আমার মনে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির ক্ষমতা অনেক বেশি। ক্ষমতা গুলোকে কাজে লাগে আপনি খুব সহজে এখান থেকে ভালো কিছু করতে পারেন।

আপনাকে স্বাগতম @amarbanglablog

 3 years ago 

অবশ্যই ক্ষমতা কাজে লাগানোর চেষ্টা করব। স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আগামী দিনের জন্য

 3 years ago 

আপনার থেকে ভালো ভালো আর্ট এবং রেসিপি পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম। আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।

 3 years ago 

অবশ্যই আমার কাজ দেখবেন। স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার অনেক স্কিল আছে আপু সেটা প্রথম পোস্ট থেকেই বুঝা যাচ্ছে। নিয়ম মেনে চলতে পারলে খুব ভালো করবেন আপনি।

 3 years ago 

স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।

 3 years ago 

"আমার বাংলা ব্লগে " আপনাকে স্বাগতম। আশাকরি "আমার বাংলা ব্লগের" রুলস্ গুলো ফলো করবেন।এবং আপনার কাছ থেকে নতুন নতুন কনটেন্ট পাবো আশাকরি।ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই নতুন কিছু দেখতে পাবেন। স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম আপু। আশা করি কমিউনিটি সকল নিয়ম কানুন মেনে চলবেন।

 3 years ago 

স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 83252.79
ETH 1566.75
USDT 1.00
SBD 0.76