টাইটেল নেই!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Bein sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
আজকের পোস্টের টাইটেল বা শিরোনাম দেখে হয়তো একটু অবাক হবেন আপনারা। কিন্তু এটাই আমার আজকের পোস্টের টাইটেল কোন টাইটেল নেই। আসলে যে বিষয়টা নিয়ে পোস্ট টা লিখব ঠিক করেছিলাম সেটার এমন অবস্থা যে টাইটেল টা ঠিক করতে পারছি না। একটা কথা আছে সময়ের সাথে নাকী মানুষের দুঃখ কমে যায়। কথাটা ঠিক না। আসলে সময়ের সাথে মানুষের দুঃখ কমে না বরং সময় যতই যায় ঐ দুঃখের সাথে মানুষ মানিয়ে নেয়। এইজন্যই পরবর্তীতে গিয়ে দুঃখটা আর বেশি কষ্ট দিতে পারে না। আমি ফুটবল দেখি ২০১৩ সালের দিক থেকে। তারপর থেকেই মোটামুটি ফুটবলের বেশ বড় ফ্যান হয়ে উঠি। ঐসময় থেকেই আমি ব্রাজিল কে সাপোর্ট করি। একটা সময় ছিল যখন সর্বাত্বকভাবে ব্রাজিলের জয় কামনা করতাম।
ব্রাজিলের গোলের সীমানায় বল গেলে বুকের মধ্যে ধড়ফড় শুরু হয়ে যেত, দাঁতে দাঁত চেপে থাকতাম। ব্রাজিল ম্যাচ হারলে বেশ হতাশায় পড়ে যেতাম। এমনকি বন্ধুদের থেকেও এড়িয়ে চলতাম যেন তারা ট্রল না করে এটা নিয়ে। এটা তো বললাম কয়েক বছর আগের কথা। কিন্তু ব্রাজিলের এই খারাপ সময় চলমান রয়েছে। সত্যি বলতে এখন আর বেশি খারাপ লাগে না। ব্রাজিলের ডিবক্সের মধ্যে প্রতিপক্ষ বল নিয়ে গেলে বা গোল করে দিলেও আর আগের মতো অনূভুতি হয় না। ব্যাপার টা আমি একেবারে স্বাভাবিক ভাবেই নেয়। আসলে এখানেও এই ঘটনা টাই ঘটেছে। ঐসময়ের সাথে এই দুঃখটাও এই পরিস্থিতি টাও আমার সয়ে গেছে। যেমন আজকে ব্রাজিল ম্যাচ হারল সত্যি বলতে খুব একটা অবাক হয়নি।
কিন্তু এই ঘটনা টা যদি ঐসময় হতো এসময় আমি হতাশার সাগরে ডুবে যেতাম। ম্যাচ নিয়ে কথা বলার ইচ্ছা আসলে আমার নেই। আর কথা বলার মতোও কিছু নেই। পুরো ম্যাচে সাদামাটা ছিল ব্রাজিল দল। ম্যাচের ২০ মিনিটে প্যারাগুয়ের দিয়াগো গোমেজ ডিবক্সের বাইরে থেকে চমৎকার একটা শর্টে গোল করে নিজের দলকে এগিয়ে নেয়। ঐটাই ছিল ম্যাচের একমাত্র গোল। ম্যাচের বাকি সময়ে ব্রাজিল খেলোয়ার রা চেষ্টা করেও কোন গোল করতে পারেনি। ম্যাচে নিজেদের দখলে প্রায় ৭০% বল রেখেছিল। কিন্তু আসল কাজটা তারা করতে পারেনি। এখন আর ব্রাজিল দলে আশা জাগানোর মতো কোন সম্ভাবনা আমি সত্যিই দেখি না। একটার পর একটা ম্যাচ এবং একটার পর একটা ব্যর্থতা যেন ব্রাজিলের নিত্যদিনের সঙ্গী।
হ্যা এটাও ঠিক খারাপ সময় প্রতিটা দলের জন্যই আছে। তেমনি ব্রাজিল ফুটবলে এখন খারাপ সময় চলছে। সবচাইতে বড় দুঃখের কথা ব্রাজিলের এই দলের খেলোয়াদের মধ্যে কোন ডেডিকেশন দেখি না আমি। দেশের হয়ে মাঠে নামলে এরা যেন নিস্প্রভ হয়ে যায়। সত্যি বলতে আর কিছু বলতে ভালো লাগছে না। নিজের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে সেই সাড়ে ছয়টায় উঠে খেলা দেখা শুরু করলাম। কিন্তু হতাশ পুরাই হতাশ। তবে এই হতাশাও এখন আর আমাকে গ্রাস করতে পারে না। আমি এখন এসবের অনেক উর্ধে চলে গেছি। ব্রাজিলের পরের ম্যাচ আমি ঠিকই দেখব। শত বিরক্ত হলেও বাদ দিতে পারব না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.