||📸সাধারণ কিছু ফটোগ্রাফি📸|| (10% beneficiaries to shy-fox 🦊 or 5% abb-school) ||

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার ও আদাব

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @gopiray
আজ সোমবার , মে ১৬/২০২২ইং



আমার বাংলা ব্লগের এপার ওপার সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷ আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি ৷

IMG_20220515_103404.jpg

প্রিয় বন্ধুরা গত দুইদিন ধরে আমি একটু ব্যস্ত সময় কাটিয়েছিলাম ৷আসলে একটু ব্যক্তি গত সমস্যায় পরেছিলাম এর জন্য আমি খুবই দুঃখিত ৷তাই আজ দেরি না করে আপনাদের হাজির হলাম একটি নতুন ব্লগ নিয়ে ৷ আজ আবার আরেকটি নতুন কয়েকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমার মুঠোফোনে ধারণ করা কিছু ছবি আপনাদের সামনে উপস্থাপন করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।

ফটোগ্রাফি-📸

Picsart_22-05-15_10-18-35-579.jpg

Device :realme12
What's 3 Word Location


উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন ৷এ গুলো হাসেঁর ফটোগ্রাফি ৷এই হাসি গুলোর নাম রাজ হাসঁ৷ দেখতে বেশ বড় গলা টা অনেক লম্বা দেখতে যেন জিরাফের মতো ৷ডিম বড় বড় এই হাসঁ গুলো জলে বেশিক্ষন থাকতে পারে না ৷এরা সবুজ ঘাস মাঠে ঘাটে খাবার খেয়ে বেড়ায় ৷আর ঠিক তখনি ফটোগ্রাফি করেছি ৷দেখতে বেশ সুন্দর সাদা ৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL7enYakZusQMGoG.png

ফটোগ্রাফি-📸

IMG20220514213430_01.jpg

Device :realme12
What's 3 Word Location


এই ছবিটি দেখুন কী চমৎকার ফটোগ্রাফি ৷এটি আসলে একটি গেটের ছবি কয়েকদিন আগে এক বিয়ে বাড়ি হতে এই গেটের ছবি টি তুলি ৷নান রকম বাতি দিয়ে কি সুন্দর ভাবে সাজিয়েছে ৷ যাকে বলে মরিচ বাল্প এই বাল্পগুলো নানা রকম রঙের হয় ৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL7enYakZusQMGoG.png

ফটোগ্রাফি-📸

Picsart_22-05-15_10-19-31-155.jpg

Device :realme12
What's 3 Word Location


এই ছবিটি ধানের ছবি আজ একটু ধান ক্ষেত দেখতে গিয়ে দেখি ধান পাকে গেছে৷ হয়তো বা আর কয়েকদিন পর গ্রামের মানুষের কষ্টের সোনার ফসল ঘরে তুলবে ৷ যা দিয়ে অর্থ পাবে ৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL7enYakZusQMGoG.png

ফটোগ্রাফি-📸

IMG20220512183950_01.jpg

Device :realme12
What's 3 Word Location


ছবিটি দেখুন কত বড় পিলারের মতো ৷ আসলে এখানে ইট পোড়ানো হয় ৷যাকে ভাটা বা ইটের ভাটা বলে ৷আসলে ভাটা চলে শীতকাল সময়ে বেশি চলে ৷আর এখন বর্ষাকাল তাই এখন বন্ধ থাকে ৷লম্না যে পিলার টি এখান থেকে ধোয়া বের হয় যা ক্ষতিকর ৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL7enYakZusQMGoG.png

ফটোগ্রাফি-📸

IMG20220514161310_01-01.jpeg

Device :realme12
What's 3 Word Location


পাটঁ ক্ষেতের ছবি আসলে বাবা কয়েকদিন ধরে বাড়ি নেই ৷তাই বাড়ির যত আবাদি জমি বা চাষ করা ক্ষেত তা গেখতেছি ৷বিকেল বেলা পাটঁ ক্ষেতে গিয়ে ছবি তুলি ৷যদি এখন পাট ছোট আছে ৷তবে এক সময় পাটঁ বড় হবে ৷সেই পাটঁ দিয়ে তাতিরা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে ৷

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnL7enYakZusQMGoG.png

তো বন্ধুরা আজকে আমার এই সাধারন কিছু ফটোগ্রাফি ৷আসলে কয়েকদিন ধরে ব্যস্ত থাকার কারনে পোষ্ট দিতে পারছি না এতে নিজেকে অনেক খারাপ লাগতেছে ৷তাই আজ ব্যস্ত সময় নিয়েও হুট করে কিছু ফটোগ্রাফি করি ৷যা আপনাদের মাঝে শেয়ার করলাম ৷আশা করি ৷আপনাদের ভালো লাগবে ৷
আজ এই সাধারন কিছু ফটোগ্রাফি দিয়েই শেষ করছি আজকে আমার ব্লগ ৷ আবার ও হাজির হবো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ৷ সেই পযন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে চলুন ৷

@gopiray

ধন্যবাদ🌼🌼🌼

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY3VVxYro9QwSgYBVma2r6zMsUCfiScNG3aceJ1PNdabrBYVxvV9UcUsf85FyULtJ9cFP8hHoivRJNEz2dc5Wn.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই

 3 years ago 

শেয়ার করা সাধারণ ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ ভালো লাগছে। এরকম দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে। তবে আমার কাছে বেশী ভালো লেগেছে ধানের ফটোগ্রাফি টা ধন্যবাদ আপনাকেই ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। ফটোগ্রাফি গুলো এত সুন্দর হয়েছে যে দেখে মনে হচ্ছে আর কিছু ছবি যোগ করলে আরও বেশি ভালো লাগতো। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হুম ভাই আসলে হুট করে রাতে সময়ে পেয়ে কয়টা ছবি ছিলই তাই

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার সবসময়ই খুব ভালো লাগে। এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাই খুব ভালো লাগলো যে আমার পোষ্ট আপনার ভালো লাগে ৷অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি করে বেশ ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। বিশেষ করে রাজহাঁস এবং ধানের ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য ভাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য

 3 years ago 

ওয়াও আপনি দারুন ফটোগ্রাফি করতে পারেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল যেটা আমার মন কেড়ে নিয়েছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনি বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করে প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালো ছিল। আমার কাছে বিশেষ করে রাজ হাসের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সব গুলো ফটোগ্রাফি অসাধারণ ভালো লেগেছে আমার। তবে যদি বেশি ভালো লাগার কথা বলি তাহলে বলবো হাঁসের ছবি বেশি সুন্দর ছিলো। এগিয়ে যান এভাবেই দোয়া রইলো।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ছবি গুলো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কারণ প্রতিটি ছবি স্বচ্ছ ছিল। দৃশ্য গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা 💚

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে ধান গাছের ফটোগ্রাফি টা অনেক বেশি আকর্ষণীয় ছিল ।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই উৎসাহিত মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65