রাতে সাইকেল ট্যুর (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম,আশা করি সবাই কুশল আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।আসলে ওতোটাও ভালো নেই,পাকিস্তান হেরে যাওয়ায় একটু মন খারাপ।তবে ম্যাচটা পুরাই জোশ ছিল।

শনিবার রাতের ঘটনা।বাজে তখন ১১ টার মতো।পাচজন একই ঘরেই শুয়ে ছিলাম।হঠাৎ করে মনে হলো যে৷ সাইকেল নিয়ে একটু ঘুরে আসি।দুইটা সাইকেলই ছিল,তাই শুধু আমি আর জেনিন গিয়েছিলাম।বের হইতে হইতে ১১ঃ৩০ বেজেছিল।

Location
কোনো গন্তব্য ছিলনা।রাস্তায় বের হয়ে হেড-টেল করার পর ডান দিকে গিয়েছিলাম।রাস্তা বলতে গেলে ফাকাই ছিল।মাঝে মাঝে একটা দুইটা বাস-ট্রাক যাচ্ছিলো।আর সেগুলোর কথা কি বলবো!এত্ত জোরে যাচ্ছিলো যে,সাইকেল থামিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকতে হতো।

Location
দুজন গল্প করতে করতে আস্তে আস্তে সাইকেল চালিয়ে মাটিডালি পর্যন্ত গিয়েছিলাম।বাসা থেকে সাইকেল নিয়ে যেতে মিনিট ১৫ মতো লেগেছিল।
আচ্ছা,আপনারা কি জানেন যে,মুশফিকুর রহিম বগুড়ার ছেলে?
ওনার বাসা কিন্তু মাটিডালি হাই-স্কুলের সাথেই লাগানো।এই যে দেখেন তার বাসা।আমাদের চলতি পথেই তোলা এই ছবি।

Location
পেস্ট কালার করা ছিল বাসাটা,নতুন রঙ করা হয়েছে খুব বেশিদিন হয়নি।
ওনার বাড়ি ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়,মাটিডালি হাই-স্কুল এগুলোও আমাদের পথে এসেছিল।

Location
মাটিডালি পর্যন্ত গিয়ে আবার ঘুরে বাসার দিক রওনা দিয়েছিলাম।
Location
এইটাই মাটিডালি বাস - স্ট্যান্ড।বগুড়া থেকে বাসায় আসার জন্য আমাদের এখানেই আসতে হয় বাসে ওঠার জন্য।
Location
রাত তখন ১২ঃ২০ এর মতো।ওতো রাতেও যে চায়ের দোকান খোলা পাবো ভাবিনি।বাসা থেকে একটু দূরেই মহিলা কলেজের সামনে দেখি একটা চায়ের দোকান খোলা আর একটা ভাজা-পোড়ার দোকান বন্ধ করছে।
গিয়ে বললাম,মালাই চা হবে?দোকানি বললেন,হবে মানে-এমন মালাই দিয়ে বানিয়ে দেবো জাস্ট খেয়ে দেখেন একবার।
Location
চায়ের অপেক্ষায় থাকতে থাকতে পাশের ভাজা-পোড়ার দোকানটা যেটা বন্ধ করছিলো সেখান থেকে দুইটা লবঙ্গ কিনে খেয়েছিলাম।
Location
মিনিট পাচেক পর চা চলে এসেছিল।কি বলবো ভাই!!চা-টা এত্ত টেস্টি ছিল যা বলার বাহিরে।৩০ টাকা দিয়ে ওই চা খাওয়া মনে হয় চা-টার জন্য অপমানজনক হয়ে গিয়েছিল।আরেকটু দাম বেশি নিলেও অসুবিধা ছিলনা।মানে,অমাইক টেস্ট ছিল।
Location
বিল দিতে গিয়ে যখন দোকানিকে বলেছিলাম,চা-টা সেই ছিল,উনি বলেছিলেন আরে মামা বলেছিলাম না আমি!সারাদিন দুধ জ্বাল হইতে হইতে এই শেষ সময়ে এসে দইয়ের মতো হয়ে গেছে।
চা খেয়ে মনে হয়েছিল,এই চা খাওয়ার জন্য হলেও মাঝে মাঝে এমন রাতের বেলা বের হতে হবে।
Location
ওখান থেকে চা খেয়ে সোজা বাসায় চলে এসেছিলাম।তারপর সাইকেলে তালা লাগিয়ে ঘরে ঢুকে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিলাম।তখন বোধয় ১ঃ১৩ এর মতো বেজেছিল।
পুরা সময়টুকু অস্থির কেটেছিল।বিশেষ করে চা-টাই মুহুর্তটাকে পুরাই রঙ্গিন করে দিয়েছিল।মাইন্ড রিফ্রেশমেন্ট বেশ ভালোই হয়েছিল।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro & realme 8
Date.29/08/22
ভাইয়া আপনার রাতে সাইকেল ভ্রমণ দেখে খুবই ভালো লাগলো। এইরকম আমিও মাঝে মধ্যে করতাম যখন ভার্সিটি লাইফে হোস্টেলে থাকতাম তখন হুট হাট করে বেরিয়ে পড়তাম বন্ধুদের নিয়ে। রাতের বেলা সাইকেল নিয়ে ঘোরাঘুরি বেশ ভালো লাগে। এতো রাতে টং দোকানে গিয়ে চা খাওয়ার অনুভূতি টা অন্যরকম। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
আসলেই ভাই,যেখানে চা থাকে সেখানে অনুভূতি অন্যরকম না হয়ে যাবে কই।
আমিও মাঝে মাঝে এরকম ভাবে বেড়িয়ে পড়ি।ভাই ফক্সটার সাইকেল টা চালিয়ে মজা পাচ্ছেন? আমি সাইকেল পরিবর্তন করব তাই জানতে চাইলাম।
মাশাল্লাহ ভাই,ভালোই আছে।বেশ পাতলা আর ফ্লেক্সিবল।
কনফিউশনে আছি এটা নিব নাকি ভেলস নিব।
বাহ খুবই মজার সময় পার করেছেন তো রাতের বেলায় সাইকেল ট্যুর দিয়ে।। আমরাও বন্ধুরা মিলে বেশ কয়েকদিন আগে রাতের বেলায় বাইক চুর দিয়েছিলাম আর ভ্রমণ করেছিলাম রবি ঠাকুর এবং লালন শাহর মাজার।। রাতের বেলায় টং দোকানের চা খেতে কিন্তু খুবই মজা লাগে।। আপনাদের ট্যুর দিয়া দেখে খুব লোভ হচ্ছে ভাই আবার একটা ট্যুর দিতে হবে দিনে বা রাতে।
ইনশাল্লাহ দিবেন ভাইয়া আর নিশ্চয় আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।অপেক্ষায় থাকলাম।
ভ্রমণ করতে গেলে অবশ্যই সেটা আপনাদের মাঝে প্রকাশ করব তবে আপনার গুলা দেখে আগে স্পট গুলো ভালো মতো চিনব
ওয়াও ভাইয়া বিশেষ করে খুব মজার একটি সময় পার করেছেন কালকে রাতে সাইকেল ট্যুর দিয়ে। চায়ের সাথে দোকান থেকে লবঙ্গ নিয়ে খাওয়ার বিষয়টাও বেশ ভালো ছিল ভাইয়া। চা খাওয়ার পর আপনারা সবাই বাসায় চলে এসেছিলেন এই বিষয়টাও আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু এত রাতে সাইকেল ট্যুর দেওয়া ঠিক না ভাইয়া। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হুম ভাইয়া,হঠাৎ করেই সিদ্ধান্তটা নেয়া আসলেই ভুল হয়েছিল।
ভালোবাসা নিবেন 🧡💖
আমাদের লিটিল মাস্টার মুশফিকুর রহিমের বাসা বাহ ভালো লাগল। রাতে এইভাবে সাইকেল নিয়ে কখনো ট্যুর দেওয়া হয়নি। বোঝাই যাচ্ছে বেশ দারুণ একটা ফিলিংস। বন্ধুর সঙ্গে রাতে সাইকেল নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন সাথে আবার চা আছে আর কী লাগে।।
সেটাই,একদম ১০০/১০০ কম্বিনেশন হয়েছিল।
ভালোবাসা এবং শুভ কামনা রইলো ভাইয়া☺️🥰
রাতের বেলা ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আর সেটা যদি সাইকেল নিয়ে হয় তাহলে তার কোন কথাই নেই সে অনেকদিন আগে বন্ধুদের সাথে একদিন রাত্রিবেলা ঘুরতে বের হয়েছিলাম সাইকেল নিয়ে। অনেকদিন বাদে আজ আপনার পোস্ট দেখে নতুন করে সেদিনের কথা মনে পড়ে গেল।
যাক,কারো একজনের তো স্মৃতিচারণ হলো।জেনে ভালো লাগলো।
রাতের বেলা এভাবে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করার মজাই আলাদা। আপনার পোস্টে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর ভাবে ঘোরাফেরা করেছেন এবং মজা করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা নিয়েন ভাই 🥰
রাতে খুবই সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছেন ভাইয়া। বন্ধুবান্ধবদের সাথে কাটানো মুহূর্তগুলো খুবই সুন্দর হয়। চা গুলো দেখতে বেশ মজাদারই মনে হচ্ছে। খুবই সুন্দর কিছু সময় কাটিয়েছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।
এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ আপুমণি 🧡💖