লাইফস্টাইল: //নাইট ক্রিকেট ২০২৪ ফাইনাল ম্যাচ//
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে নাইট ক্রিকেট খেলা দেখার অনুভূতি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
কিন্তু আমাদের এলাকায় যারা নাইট ক্রিকেট খেলার আয়োজন করেন তাঁরা আবার খেলায় আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে অতিথি হিসেবে রাখেন। তাঁরা খেলায় উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করে কিছুক্ষণ খেলা দেখে কিছু টাকা দিয়ে যায়। সেখান থেকেই আসলে একটা মোটা অংকের টাকা হয়ে যায় শেষে। প্রতি বছরে তাঁরা ১৬ টি টাই নিয়ে খেলা আয়োজন করতো। কিন্তু এবার একটু ব্যতিক্রম, তাঁরা এবার আটটি টাই নিয়ে খেলার আয়োজন করেছে।এই খেলার আয়োজন করে মূলত নভেম্বর মাসের শুরু থেকেই । একেবারে শেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ডিসেম্বর মাসের শেষে শেষে।তার কারণ হচ্ছে এই ডিসেম্বর মাসে প্রায় কম বেশি সব ছেলের পরিক্ষা শেষ হয়ে যায়। আবার নতুন করে তাঁরা জানুয়ারি মাস থেকে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে।
আমাদের এই নাইট ক্রিকেট খেলায় প্রতিদিন একজন করে সভাপতি এবং একজন করে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। এই নাইট ক্রিকেট খেলা শুরুর প্রায় দুই- তিন ঘণ্টা আগে এলাকায় মাইকিং করিয়ে জানিয়ে দেওয়া হয় যে আজকের এই খেলায় কোন কোন দল অংশ গ্ৰহণ করবে,আর সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে কে থাকবেন সেটাও ঘোষণা করা হয়।এই মাইকিং করে যখন তখন আমার মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করে যে আজকে খেলা আছে। আজকে খেলা দেখতে যাবো।আমি ছোট বেলা থেকেই ক্রিকেট খেলা অনেক পছন্দ করতাম। কিন্তু কোন এক কারণে তা এখন ঘৃণার পাত্র হয়েছে।সে বিষয়ে থাক আর কিছু না বলি। কিন্তু নাইট ক্রিকেট খেলা দেখার প্রতি কেমন জানি একটা ভালো লাগা কাজ করে আমার। আমি প্রতি বছর প্রায় সব খেলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এমনকি একটা বল ও আমি দেখা মিস করি না। খেলা শুরুর অনেক আগেই যাই আমি খেলা দেখার জন্য। আমাদের এলাকার প্রতিটি মানুষ বেশ দারুন ভাবে খেলা উপভোগ করেন।
আমাদের এই নাইট ক্রিকেট খেলা দেখার জন্য মহিলাদের ও আলাদা জায়গার ব্যবস্থা আছে। আমাদের এলাকার অনেক মহিলা ও এই খেলা দেখতে যায় এটা দেখে বেশ ভালো লাগে আমার । যেহেতু এই নাইট ক্রিকেট খেলায় আমাদের এলাকার বা পাশের এলাকার ছেলেরা খেলায় অংশ গ্রহণ করে তাই মহিলারা তাদের কারো ছেলের খেলা দেখতে।কেউ আবার তার নাতির খেলা দেখতে আসে। অনেক মেয়েরা আবার তাদের বড় ভাইয়ের খেলা দেখতে আসে।এই জন্য আমাদের এলাকায় এই নাইট ক্রিকেট খেলা দেখার জন্য অনেক মহিলারাও আসেন।আমি এখন আপনাদের মাঝে ফাইনাল খেলা নিয়ে কিছু কথা বলবো এখন। আমাদের এই নাইট ক্রিকেটের ফাইনাল খেলাটি গতকাল অনুষ্ঠিত হয়। এবারে ফাইনাল খেলায় যে দুটি বাঘা বাঘা দল অংশ গ্ৰহণ করেছিল একদিকে সিরাজ স্টার কিংডম অন্যদিকে সেই রংপুর রাইডার্স। প্রথমে টচে জিতে রংপুর রাইডার্স ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তাঁরা ১০ ওভারে উননব্বই রানের টার্গেট দেয়। তারপর সিরাজ কিংডম ১০ ওভার ব্যাটিং করে ৭৫ রান করে পরাজয় বরণ করে। খেলায় হার জিত হবে কেউ জিতবে কেউ হারবে এটাই স্বাভাবিক। খেলায় রংপুর রাইডার্স জয়ী হয়ে তাঁরা মাঠের মধ্যে অনেক আনন্দ করে।পরে তাঁরা উপহার নিয়ে গান গাইতে গাইতে বাসায় চলে যায়।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
X-promotion (https://x.com/MdAbuBakarR1/status/1863798800709808631?t=AUkBcPopuNU-aRc9kd2xWA&s=19)
//ডেইলি টাস্ক প্রুফ//
আমাদের এইদিকেও গত বছর ক্রিকেট নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।বেশির ভাগ জায়গায় এইরকম সিজনে ক্রিকেট খেলার আয়োজন করে।আর এগুলো খেলা উপভোগ করতে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফাইনাল খেলার দিন আমি এই খেলার মধ্যে উপস্থিত থাকতে পারিনি। যাইহোক, আপনার পোস্ট টি পড়ে জানতে পারলাম ফাইনাল খেলা টি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছিল।আর শীতকালে রাতের বেলা যে কোন ধরনের খেলা ধুলা করতে বেশ ভালোই লাগে।আর বিশেষ করে শীতকালে গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এরকম খেলার আয়োজন করা হয়।
প্রায় অনেক দিন হলে এধরনের খেলা গুলো মিস করি। আমাদের এখানে ও রাতে খেলাধুলা করে ছেলেরা। তবে সময় এবং সুযোগ এর জন্য যাওয়া হয় না। আপনার পোস্ট এর মাধ্যমে খেলাধুলার দৃশ্য দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।