নতুন বাসায় ওয়াইফাই সংযোগ ||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রায় সবাই জানেন যে আমি ও ভাইয়া এই মাসে ঢাকায় নতুন বাসা নিয়েছি। তো আজকে নতুন বাসায় ওয়াইফাই সংযোগ নিয়েছি। আজ আমি আপনাদের মাঝে আমাদের নতুন বাসায় ওয়াইফাই সংযোগ নেওয়া নিয়ে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


1000026874.jpg

আমরা নতুন বাসায় উঠেছি এই মাসের এক তারিখে। এক তারিখে ভাইয়ার আগের বাসা থেকে আনা জিনিসপত্র এবং আমার আগের বাসা থেকে আনা জিনিসপত্র গুছাতে গুছাতেই কেটে যায় তবুও শেষ হয়না। যাইহোক এক তারিখ কোনোমতো ঘর গুছিয়ে রাতটা কাটাই এরপরের দিনো সারাদিন ঘর গুছাতেই যায়। দুইদিনে মোটামুটি ঘর গোছানো অনেকটা এগিয়ে যায়। ৩ তারিখে আমার এই সেমিস্টারের প্রথম ক্লাস ছিলো যেটির অনুভূতি আমি ইতিমধ্যেই আপনাদের মাঝে শেয়ার করেছি।

গতকাল ৪ তারিখ বাসায় ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য একটি ওয়াইফাই অফিসে কল দেই। কারণ এম্বি ইউজ করে চলাচল অনেক দুষ্কর হয়ে যায়। তাদের কল দেই তারা আমাদের ঠিকানা নেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এ তাদের ওয়াইফাই এর প্যাকেজগুলো দেয়। আমরা সেখান থেকে ৩০ এম্বিপিএস এর প্যাকেজটি ঠিক করে এন্ট্রি করায় দেই। তারা বলে দিয়েছিলো যে আজকে আসতে পারবেনা পরেরদিন আসবে। তাদের ওয়াইফাই লাগানোর চার্জ ১০০০ টাকা কিন্তু যদি ৩ মাসের টাকা অগ্রীম দেওয়া হয় তাহলে সার্ভিস চার্জ লাগবে না। তাই আমরা ৩ মাসের টাকা অগ্রীম দিয়ে ওয়াইফাই লাগানোর কথা বলি।


1000026848.jpg

আজকে ভার্সিটিতে আমার ক্লাস ছিলো সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ওয়াইফাই অফিস থেকে ৪ টায় আমাকে কল করে এবং বলে তারা ৩০ মিনিটের মধ্যে ঠিকানায় আসবে। তাই আমিও দেরি না করে তারাতারি বাসায় চলে আসি। আমি বাসায় ফেরার কিছুক্ষণ পরেই তারা আমাকে কল করে আমাদের বাসায় আসে। আমাদের বাসায় এসে তারা কনফার্ম করে যে আমি ওয়াইফাই সংযোগ এর জন্য বলেছিলাম কি না এরপর তারা আমাকে একটি ফর্ম পূরণ করতে দেয় আমি সেই ফর্মটি পূরণ করি এবং তারা ওয়াইফাই সংযোগ এর কাজ শুরু করে। ওয়াইফাই তার ও অণু তাদের কোম্পানি থেকে।

তারা ওয়াইফাই সংযোগ এর কাজ করতে থাকে। তারা এনে লাগানো এরপর সেই তার অপটিক্যাল ফাইবার এর সাহায্যে কানেকশন অণুতে সেট করে এরপর অণু ওয়াইফাই রাউটার এর সাথে কানেক্ট করে। এরপর আমি রাউটার টি রিসেট দিয়ে নিই। রাউটার রিসেট দিয়ে রাউটারের নাম ও রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করি। এরপর ওয়াইফাই স্পিড চেক করে নিই। ওয়াইফাই স্পিড চেক করার পরে ওয়াইফাই এর এফটিপি সার্ভার নিয়ে তাদের ৩ মাসের ভারা অগ্রীম নিয়ে বিদায় দেই। এরপর থেকে এখন অব্ধি বেশ ভালোই নেট চলছে।


1000026872.jpg

আজকের মত এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

নতুন বাসায় নতুন করে সুন্দর ওয়াইফাই সেটিং করে নিয়েছেন। তিন মাসের টাকা অগ্রিম দিলে যদি এক হাজার টাকা চার্জ না দিতে হয় তাহলে সেটাই ভালো। কিন্তু আমাদের এদিকে সেটা নয়। ১০০০ টাকা তো দিতে হয় সাথে ৫০০ টাকা অগ্রিম দিতে হয়।

 5 months ago 

বুঝতে পারলাম ভাই।

 5 months ago 

নতুন বাসায় ওয়াইফাই সংযোগ এর খুবই চমৎকার বর্ণনা দিয়েছো তোমার ব্লগের মাধ্যমে। আসলে বাড়ি পাল্টানো এবং বাড়ি গোছানোর কাজটা খুবই কষ্টকর।

 5 months ago 

হুম অনেক কষ্টকর।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 83000.97
ETH 1841.62
USDT 1.00
SBD 0.74