Achievement 1: my introduction to steemit

in Newcomers' Community6 months ago

1000125403-01.jpeg


আসসালামু আলাইকুম,

আমি নুরুদ্দিন আমার জন্ম বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। আমার বয়স এই ২৪ সালে দাঁড়িয়েছে ২৩ বছর। আমি একটু introvert টাইপের মানুষ ।

পরিবারের তাগিদে নিজের দেশ ছেড়ে এখন মালয়েশিয়ায় কর্মরত আছি। আমি বাংলাদেশ ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছি। আমার কলেজ লাইফ থেকেই ফটোগ্রাফির অনেক শখ ছিল । ইচ্ছে ছিল প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার । কিন্তু পরিবারের অভাব সেটা হতে দেয়নি ।


1725189671865.jpg


মালয়েশিয়াতে একটি ছোটখাটো Tour and Travel এজেন্সিতে সাধারণ কর্মী হিসেবে কাজ করি । তাদের বিভিন্ন Tour এবং এক দেশ থেকে অন্য দেশে বাসের মাধ্যমে ট্রাভেল করার সময় Helping hand হিসেবে আমি সেখানে কাজ করি ।

1725196412089.jpg


আমার শখ, স্বপ্ন,এবং পছন্দ

যেহেতু ট্রাভেল এজেন্সিতে কাজ করার কারণে বিভিন্ন জায়গায় ঘোরা হয় সেটাকে আমি প্লাস পয়েন্ট হিসেবে নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি আবার নতুন করে ফটোগ্রাফি করব এবং বিভিন্ন প্লাটফর্মে আপলোড করতে থাকবো।
আমি কলেজের থাকাকালী অনেকগুলো স্টক ওয়েবসাইটে নিজের ছবি আপলোড করেছি কিন্তু কোন ইনকাম করতে পারেনি। এখন অনেকদিন ঘাটাঘাটি করে Steemit সম্পর্কে জানতে পেরেছি । এখন আমার স্বপ্ন হল এই প্লাটফর্মের মাধ্যমে নিজের ফটোগ্রাফি ছড়িয়ে দেওয়া এবং তার মাধ্যমে অর্থ উপার্জন করা।


ক্রিপ্টো বিষয়ে আমার অভিজ্ঞতা

একটু সম্পর্কে আমার বেশি ধারণা নেই, কিন্তু এতোটুকু জানি এটার মধ্যেই ভবিষ্যৎ। যখন ক্যাশলেস পৃথিবী তৈরি হবে আমার মনে হয় তখন সবাইকে একটু কারেন্সি দিয়ে চলাচল করবে। এটা আমার ধারণা। বন্ধুবান্ধব থেকে শুনে আমি অনেকবার বিভিন্ন কয়েন কিনে ছিলাম
যেমন Dodge coin, USdt etc

আমি যেভাবে Steemit সম্পর্কে জানতে পারি
আমার মোবাইলে আমার করা অনেক ফটোগ্রাফি আছে, সেগুলো দিয়ে কিভাবে ইনকাম করা যায় সেজন্য আমি বিভিন্ন প্লাটফর্ম খুঁজতে থাকি। তখন ২০২৩ সালে ইউটিউবে আমি প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক গুলো ভিডিও দেখি। ইংরেজিতে বেশি পারদর্শী না হওয়ার কারণে ব্যাপারগুলো বোঝা অনেক কঠিন ছিল। এখন ২০২৪এ এসে একাউন্ট তৈরি করি।

আমার ক্লিক করা কয়েকটা ফটোগ্রাফি

IMG_20240901_203017_531.jpg

IMG_20240901_203007_146.jpg

IMG_20240901_202847_425.jpeg

আশা করি প্ল্যাটফর্মের সকলে আমার এগিয়ে যাওয়ার কারণ হবেন।

#Achievement1 আমার এই পোস্টটি লিখতে আমি সাহায্য নিয়েছি @tarpan জনাবের একটি পোস্ট থেকে।

post Link: Achievement 1 : Verification Through Introduction[বাংলায় ট্রান্সলেশন]

YouTube video link for verification

Sorry for noise

Sort:  

হ্যালো @humanclick, স্টিমিটে আপনাকে স্বাগতম

আমি @ripon0630 এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন

আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।

সতর্ক বার্তা: দয়া করে আপনার বিষয়বস্তু তৈরি করার জন্য প্লাগারিজম করা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের সাহায্য নিবেন না, এইটি স্টিমিটে সম্পূর্ণ নিষিদ্ধ ।

এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।

এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷

এই সকল বিষয় গুলো অবশ্যই ঐচ্ছিক কিন্তু আমরা দৃঢ়ভাবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি ।

আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!

ধন্যবাদ

আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব 💕

উত্তর যা আপনি চাইছেন:

ভিডিওটি কী হল?
বিশ্বের সমস্ত দেশগুলোতে যেখানে ইন্টারনেট পরিষেবা আছে ভিডিও ক্লিক করা সেজন্য যেমন Youtube, Vimeo, Dailymotion, TikTok ইত্যাদি ভিডিও প্রসেসিং প্লাটফর্ম আছে। এখানে steemit নামক একটা প্লাটফর্ম আছে। যা বিভিন্ন অনুচ্ছেদের জন্য সংখ্যাগতি করে। এই steemit-এ মানুষের মোট হিসাব থাকে STEEM নামক একটা শব্দে রূপান্তর করা আছে। যা উচ্চ স্টেইম হলে ভিডিওটি দেখে বা post করলে STEEM গুলো পেতে হয়।

steemit কী?
এক্সপার্থ নামক প্রতিষ্ঠান দ্বারা steem.io নামক প্লাটফর্মে 2016 আশির গোড়ে steemit নামক একটা ভিডিও সংযুক্ত প্লাটবর্ম চালু করা হয়। যেখানে সকল অনুচ্ছেদ এডিশন পেতে steem গুলো ফটোগ্রাফি বা post যান।

Hello there! 👋🏼

So excellent you've joined Steemit.

There's a new travel community that is active now through this link:

https://steemit.com/trending/hive-188972

Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼

Blue Minimalist World Environment Day Banner.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96442.29
ETH 2762.51
SBD 0.65