নতুন অতিথির আগমন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ১৩ ই নভেম্বর ২০২৪ ইং
একজন নতুন অতিথি যখন কোন পরিবারের মধ্যে জন্মগ্রহণ করে, তখন সে একটি পরিবার কে আলোকিত করে তোলে। পরিবারের প্রতিটি সদস্যের মুখে বয়ে এক অন্য রকম আনন্দ।আর এই আনন্দ চলতে থাকে বেশ কিছু দিন ধরে।আর একটি পরিবারের মধ্যে যখন একজন নতুন অতিথির আগমন ঘটে, তখন এই অতিথি কে নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়।আর এই আয়োজনের মধ্য দিয়ে নতুন অতিথি কে বরণ করে নেয়া হয়।এ বিষয়ে হয়তো আমরা সকলেই অবগত আছি। বিশেষ করে যখন নতুন শিশু এই ধারাতে আগমন করে, তখন একজন বাবা মা হিসেবে সেই শিশু কে বিভিন্ন ভাবে বরণ করে বাড়িতে তোলার চেষ্টা করে। নতুন অতিথি মানেই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি। যখন কোন পরিবারের মধ্যে একজন নতুন অতিথির আগমন ঘটে তখন সৃষ্টিকর্তা সেই পরিবারের মধ্যে অনেক অনেক বরকত প্রদান করেন।
বেশ কিছুদিন আগে আগে আমার ছোট খালা মনির ঘরে নতুন এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন।আর তার এই কন্যা সন্তান কে ঘিরে বেশ কিছু দিন ধরে চলছে বিভিন্ন ধরনের আয়োজন।আর এই আয়োজন যেন শেষ হচ্ছেই না।একের পর এক আয়োজন করেই যাচ্ছে তারা। আসলে আমার খালা মনি এবং আনকেল কন্যা সন্তান জন্মগ্রহণ করাতে অনেক বেশি খুশি হয়েছেন। সেজন্য তারা বেশ কিছু দিন ধরে অনেক খুশি। আসলে কন্যা সন্তান একটি বাড়ির সৌন্দর্য। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সকলেই অনেক বেশি খুশি হন। তবে, আমার কাছে মনে হয় ছেলে সন্তান হলে একটু বেশি ভালো হয়। কেননা, ছেলে মানুষ একটি বাড়ির অভিভাবক। ছেলে মানুষ চাইলে বাড়ির সব ধরনের কাজ করতে পারেন।
যাইহোক, বেশ কিছু দিন ধরে আমার খালা মনি আমার নানা বাসায় এসেছেন।পরে দুই দিন জানতে পারলাম সে রংপুর এ হসপিটালে গিয়েছেন। পরবর্তীতে অল্প কিছু সময় পর আমার খালা মনি আমাকে ফোন করে বলেন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে।এটা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। কেননা, আমার নিজের কোন বোন নেই।খালাতো বোন এসেছে অনেক বেশি খুশি হলাম। পরদিন চলে গেলাম রংপুর মেডিকেলে আমার খালাতো বোন কে দেখার জন্য।আমি অনেক হাসি খুশি অবস্থায় গিয়েছিলাম আমার খালাতো বোন কে দেখার জন্য। মেডিকেলে গিয়ে দেখতে পারলাম আমার খালাতো বোন আমাকে দেখেই অনেক হাসতেছে। তখন আমার ও অনেক খুশি লাগছিলো। এরপর আমি আমার কোলে নিয়ে নিলাম।
আমি ছোট বেলা থেকেই বাচ্চাদের কে তেমন একটা কোলে নেই না। তবে, সেদিন একটু নিয়েছিলাম।কোলে নিতে বেশ ভালোই লাগছিলো। বেশ কিছু সময় আমার কোলের মধ্যে নিয়ে রাখছিলাম। বাচ্চা টা গুলুমুলু এবং কিউট। বেশ কিছু সময় পর আমি আমার খালা মনির কোলের মধ্যে দিয়ে দেই। এরপর আমি মেডিক্যালের মধ্যে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আমার খালাতো বোনের কাছে। এখন আবার আমার খালাতো বোন কে কোলে নিলাম এবং তাকে কিছু একটি টাকার নোট ধরিয়ে দিলাম।সে সাথে সাথে আমার টাকার নোট টি হাতের মুঠোয় নিয়ে নেয়।এটা দেখে ভীষণ ভালো লাগছিল। এরপর আমি আমার খালাতো বোন আমার খালার কোলে দিয়ে বাসায় চলে আসি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 5/6) Get profit votes with @tipU :)
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই। নতুন অতিথি যখন পরিবারে আসে তখন সত্যিই সবার মনে আনন্দ দেয় এবং পরিবার আলোকিত করে আসে। যাহোক আপনার নতুন অতিথি জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
বাড়িতে নতুন অতিথি এলে সত্যিই মনটা ভরে ওঠে আর তাকে ঘিরে ব্যস্ততার কোন শেষ থাকে না। ছোট্ট অতিথির জন্য অনেক শুভকামনা জানাই।
তবে আপনি যে বললেন কন্যা সন্তানের থেকে ছেলে সন্তান হলে বোধ হয় ভালো হতো কারণ তারা বাড়ির সব কাজ করতে পারে, এটা কিন্তু ঠিক নয়। বর্তমানে মেয়েরাও সবকিছু পারে। আসলে সবাই সবকিছু পারে চেষ্টা করলে সমাজ তার নিয়মের কারণে সবার জন্য কাজ ভাগ করে দিয়েছে। সন্তান তো সন্তানই হয়। কত ছেলেই আছে যারা ক্লাসে ফেল করে যারা কোন ইনকাম করতে পারেনা যারা অনেক খারাপ কাজ করে। তাই আমার মনে হয় সুস্থ মনের ও শরীরের সন্তান আসাই কাম্য। বাকিটা তো তার নিজের জীবন যেভাবে পারবে সেভাবে তৈরি করবে।
ভাইয়া আপনার ছোট খালা মনির ঘরে নতুন অতিথি এসেছে দেখে অনেক ভালো লাগলো। নতুন অতিথির আগমন ঘটলে আনন্দে ঘর ভরে ওঠে। আর অনেক ভালো লাগে। ছোট্ট বাবুর জন্য অনেক অনেক দোয়া রইলো ভাইয়া।
আপনার খালামনির ঘরে এমন কোন সন্তান জন্মগ্রহণ করায় বেশ দারুন আয়োজন চলছে যেন ভালো লাগলো। আসলে নতুন বাবুর আবির্ভাবে পরিবারটা আনন্দে মুখরিত হয়ে ওঠে। সব সময় জেনো এমন আনন্দঘন মুহূর্ত থাকে সেই দোয়া করি