সময়ের প্রয়োজনে

clock-2015460_1920.jpg

Source

এই মহাবিশ্বের সবথেকে মূল্যবান বিষয় হচ্ছে সময়। সময় এমন একটা বিষয় যার মূল্য নির্ধারণ করা আমাদের কারোর পক্ষেই সম্ভব না। একটা সময় ছিল যে সময় আসলে সময় নামের কোন জিনিস ছিল না। এর পরেই বিগ ব্যাং সংঘটিত হয় এবং সময়ের সূচনা হয় বিজ্ঞানীরা এটাই মনে করেন। তবে এই সময়ের প্রয়োজনে আমরা কিন্তু আমাদের নিজের জীবনের অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করি এবং সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করতে থাকি।

আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে অতীত। কিন্তু আমরা অনেক সময় সেই অতীত থেকে বেরিয়ে আসতে পারি না। বিভিন্ন ধরনের সমস্যায় জড়জড়িত হয়ে পড়তাম, একসময় কিন্তু যখনই আমরা মুভ অন করার চেষ্টা করতাম তখন সেই অতীতের স্মৃতিগুলো আমাদেরকে জড়িয়ে রাখতে এবং সেখান থেকে আমাদেরকে বের হতে দিত না। যার কারণে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই আমাদের নষ্ট হয়ে যেত। এরকম পরিস্থিতিতে আপনারা যারা রয়েছেন আমি অনুরোধ করব সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সময়ের প্রয়োজনে, নিজের প্রয়োজনে এবং নিজের পরিবারের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করে ফেলুন।

আপনার কাছে যদি বিশ্বের সবগুলো সম্পত্তি থাকে সেটার বিনিময়ে আপনি এক সেকেন্ড সময় আপনি কিনতে পারবেন না। তাহলে একবার চিন্তা করে দেখুন এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। সেই সময় আপনি কোন কাজে ব্যয় করছেন, কোথায় ব্যয় করছেন সেই বিষয়টা অবশ্যই আমাদের ভাবা দরকার। আমাদের দিন যতই যাচ্ছে ততই আমরা এই জীবনের মরীচিকায় আরো বেশি গভীরে তলিয়ে যাচ্ছি। কিন্তু এই জীবনের সময়গুলোকে আমাদের সঠিক কাজে ব্যবহার করতে হবে। তাহলেই তো আমরা এই জীবনে ভালো কিছু করতে পারবো। আর যাই হোক একটা ভালো জীবন অতিবাহিত করতে পারব, বর্তমানে কিন্তু সময় খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে এবং এটা আমরা সকলেই বুঝতে পারতেছি। তাই সময়কে ভালোভাবে ভালো জায়গায় কাজে লাগাতে হবে। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 17 days ago 

পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে এক মিনিট সময় কেনা যাবে না এই কথাটা বেশ ভালো লেগেছে। সময় এত মূল্যবান হওয়া সত্ত্বেও আমরা সময়ের মূল্যায়ন করি না এটা আমাদের বড় সমস্যা যাই হোক পোস্টে চমৎকার কিছু কথা লিখেছেন বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96638.11
ETH 2768.30
SBD 0.65