আর্ট পোস্টঃ- একটি প্রাকৃতিক দৃশ্যের কালার আর্ট।

in আমার বাংলা ব্লগ7 days ago

শুভ বিকেল সবাইকে,

শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগ ভালো লাগবে। আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য। বন্ধুরা প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে আপনাদের সাথে আর্ট শেয়ার করার। মাঝেমধ্যে তৈরি করতে পারি আবার মাঝে মধ্যে তৈরি করার সুযোগ হয় না। মাঝেমধ্যে যখন সময় সুযোগ পাই তখন বসে পড়ি আপনাদের সাথে আর্ট করে সেই আর্ট শেয়ার করতে। যদিও আর্ট করার দক্ষতা তেমন নেই আমার। কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আমি আপনাদের সাথে আমার যতটুকু ক্রিয়েটিভিটি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। কোন জিনিস প্রতিনিয়ত চেষ্টা করলে আয়ত্তে চলে আসে। যত বেশি চর্চা করা হয় তত বেশি সফলতা আসে।

f14.jpg

বিভিন্ন সময় আমি বিভিন্ন ধরনের আর্টগুলো করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট। আমাদের প্রকৃতি খুবই সুন্দর যে দিকে তাকায় না কেন সবুজ গাছপালা সুন্দর আকাশ নদী চারপাশের সুন্দর মনোরম পরিবেশ সবকিছু আমাকে অনেক বেশি মুগ্ধ করে। বিকেলের সূর্যাস্তেরে সময় প্রকৃতিতে খুব সুন্দর একটি মুহূর্ত বিরাজ করে। সেই সময় পাখিরা ছুটে যায় নীড়ে এবং প্রকৃতি রঙিন হয়ে ওঠে সেই সূর্যের রঙ্গে। এমন সুন্দর পরিবেশ আমি আজকে আপনাদের সাথে আর্টের মাধ্যমে তুলে ধরেছি বন্ধুরা। যেখানে আপনারা সবুজ গাছ পালা দেখবেন খুব সুন্দর সুন্দর গ্রাম বাংলার মেঠো পথ এবং বিকালের সূর্যাস্তে পাখিরা নীড়ে চলে যায় এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি আজকে আর্ট এর মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি।

f15.jpg

আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি কালারফুল একটি আর্ট করে আপনাদের সাথে উপস্থাপন করার। এমন সুন্দর আর্ট আমি কিভাবে করেছি প্রতিটি ধাপ আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিব।

f12.jpg

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • কালার পেন্সিল।

f.jpg

আর্টের এর ধাপ সমূ বিস্তারিতঃ-


প্রথম ধাপঃ

আমি প্রথমে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এরপরে পেন্সিল দিয়ে একটি ঘর এঁকে নিয়েছি। পাশে আরও একটি গাছ এঁকে নিলাম।

f.jpg

f1.jpg

f2.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পেন্সিল দিয়ে ঘরের এবং প্রাকৃতিক দৃশ্যের আরও কিছু অংশ এঁকে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন দৃশ্য এঁকে নিয়েছি।

f3.jpg

f4.jpg


তৃতীয় ধাপঃ

এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পুরো আর্ট করা শেষ এবং জেল পেন দিয়ে কালার করে নিয়েছি।

f5.jpg


চতুর্থ ধাপঃ

এখন কালার পেন্সিল দিয়ে কালার করে নিচ্ছি। কিছুটা অংশ কালার করেছি।

f6.jpg


পঞ্চম ধাপঃ

ধাপে ধাপে আরও কিছু অংশ কালার করে নিলাম। যা দেখতে খুবই ভালো লাগছে আমার। এখানের গাছের কালার আর ঘরের কালার করে নিয়েছি।

f7.jpg

f8.jpg


ষষ্ট ধাপঃ

বন্ধুরা এই ধাপে দেখতে পাচ্ছে আমি রাস্তার কালার করে নিয়েছি।

f9.jpg

f10.jpg


সপ্তম ধাপঃ

এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো আর্ট কমপ্লিট হয়ে যায়। আর্ট করা যখন শেষ হয়ে যায় পাশে আমার একটি সাইন দিয়ে দিলাম।

f11.jpg

f12.jpg


আর্টের উপস্থাপনা

বন্ধুরা এভাবে ধাপে ধাপে পুরো আর্ট কমপ্লিট করে নিয়েছি। যখন আর্ট করা শেষ হয়ে যায় তখন ভীষণ ভালো লাগে। যদি ধপা গুলো কোন ধরনের ঝামেলা ছাড়া কমপ্লিট করে ফেলা যায় তাহলে বেশ আনন্দ পাওয়া যায়। কারণ ক্রিয়েটিভ বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। যদিও ভালো পারি না কিন্তু চেষ্টা তো করতেই হবে। তাই যেমনই হবে হোক আপনাদের সাথে ক্রিয়েটিভ বিষয়গুলো শেয়ার করে নিতে চেষ্টা করি সব সময়। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের কালার আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক অনুপ্রাণিত হবো। আমার ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

f12.jpg

f13.jpg

f14.jpg

f15.jpg


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI- Redmi Note
মডেলRedmi Note- 14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপ্রাকৃতিক দৃশ্যের কালার আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.031
BTC 83500.62
ETH 1844.99
USDT 1.00
SBD 0.73