ছোট্ট বিড়ালের বাচ্চা

in Nature Photo3 years ago

আমি মাঝে মাঝে চিপস খেতে পছন্দ করি। দোকানে গিয়ে বিভিন্ন ধরণের চিপ্স খুজি । কারণ এটা আমার এক রকমের অভ্যাস । নতুন খাবার কিছু দেখলে সেটা একটু টেস্ট করে নিতে মন চায়।

20201003_195026.jpg


এই স্টিকার টা ২ ফান ওয়েফার নামক চিপস এর সাথে পেয়েছি। কি সুন্দর একটা বিড়ালের ছবি। এই বিড়ালের ছবি টা দেখেই মনে পড়ল, এলাকায় ইদানিং বিড়ালের সংখ্যা বেড়েছে। লোক্মুখে শুনেছি, এর মূল কারণ মূলত কুকুরের সংখ্যা কমে যাওয়া। কুকুরের সংখ্যা কমে যাওয়াতে এলাকাটা বিড়ালের জন্য মোটামুটি অভয়আরণ্য হয়ে গেছে।

20201004_201506.jpg


এই তো সেদিন দেখি বিড়ালের একটি ছোট বাচ্চা আমাদের সিড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে ভয় পাচ্ছে । ছবি তুলতে গিয়েও খুব বেগ পেতে হয়েছে। যত কাছে যাই তত ভয় পায়।

20201004_201517.jpg


তাই কিছু জুম করে ছবি তুলতে হল। আশে পাশে ওর মাকে খুজলাম কিন্তু দেখলাম না। এই বাচ্চা টা সাধারণত ওর মায়ের সাথে আমাদের বাগানে ঘুরে বেড়ায়। সাধারণ মায়ের সাথে থাকা বিড়াল গুলি মানুষের সংস্পর্শে আসতে চায়না। কিছুটা স্বাধীন ভাবে চলতে পছন্দ করে। তাছাড়া অনেক মানুষ আছে যারা পশুপাখিকে কষ্ট দিয়ে আনন্দ পায়। তাই ওরা আমাদের বিশ্বাস ও করতে পারে না।

Device: Samsung M10

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94096.46
ETH 2637.10
USDT 1.00
SBD 0.68