প্রাকৃতিক দৃশ্যের আর্ট ❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
অনেক দিন পর আজ মেয়ের স্কুলে গেলাম।দু মাস তো হবেই।মেয়ে অসুস্থ তারপর আমি অসুস্থ এরকম চলতে চলতে হয়ে ওঠেনি স্কুলে যাওয়া।বেশ কিছু দিন মেয়ে তার বাবার সাথে গেছে। ছুটিতে এসেছিলো জন্য আমাকে স্কুলে নিতে হয় নি।বাবা মেয়ে গেছিলো স্কুলে। আজ মেয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা তাই সকালে উঠে মেয়েকে নিয়ে গেলাম স্কুলে।ভয় ছিলো যে যেহেতু অনেক দিন থেকে স্কুলে যাই না আর অনেক বেলা অবদি ঘুমাই যদি এমন হয় যে জাগা পেলাম না আর নয়টা পার হয়ে যায় তাহলে পরিক্ষা হবে কি করে।তবে সমস্যা হয়নি।আমি জাগনা হওয়ার আগেই মেয়ে জেগে গেছে এবং আমাকে ডেকে তুলেছে সকাল ছয়টায়।
স্কুল থেকে এসে ভাবছিলাম কি পোস্ট করবো হঠাৎ মনে পড়লো কয়েকদিন আগে একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করে রেখেছিলাম সেটি আপনাদের সাথে ভাগ করে নিলে মন্দ হয় না।
তো চলুন দেখি কেমন করে প্রকৃতিক দৃশ্য আর্ট করেছি।
খাতা |
---|
পেন্সিল |
সাইনপেন |
রাবার |
প্রথম ধাপ
প্রথমে একটি খাতায় পেন্সিলের সাহায্যে স্কেল বসিয়ে লম্বা দাগ কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন আকাশ বানিয়েছি ও সূর্য বানিয়েছি।
তৃতীয় ধাপ
সূর্যের রশী আর্ট করেছি পাহাড় এবং ডুবন্ত সূর্যের নিচে প্রবহমান ঝরনা এঁকেছি।
চতুর্থ ধাপ
আকাশে পাখি আর্ট করে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন ঘর এঁকেছি সুন্দর করে।
ষষ্ঠ ধাপ
দুপাশে ঘর বাড়ি আর্ট করার পর মাঝে জলাশয় এঁকেছি।
সপ্তম ধাপ
এখন জলাশয়ে একটি নৌকা আর্ট করেছি।আর্ট কম্পিলিট এখন রং করার পালা।
অষ্টম ধাপ
এখন সবুজ কালার করে নিয়েছি পাহাড়।
নবম ধাপ
এখন ঘরের চাল লাল জল রং দিয়ে কালার করে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন সূর্যকে লাল কালার করে নিয়েছি।
তৃতীয় ধাপ
এখন ঝারণার জল ধারা বানিয়ে নিয়েছি।
চতুর্থ ধাপ
এখন ঝরনার প্রবহমান জলধারার সাইডে হলুদ কালার করেছি ও সবুজ কালার করে নিয়েছি।
পঞ্চম ধাপ
এখন নৌকা লাল কালার করে নিয়েছি ও আকাশ সূর্যের চারপাশে আকাশ কালার করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
পুরা প্রাকৃতিক দৃশ্যের পেন্সিল আর্ট টি কালার করা হয়েছে এবং পুরাপুরি প্রকৃতিক সৌন্দর্য ফুটিয়ে উঠেছে।
ফাইনাল লুক
এই ছিলো আমার আজকের প্রকৃতিক দৃশ্যের আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন এই চিত্রের মাধ্যমে। আসলে আপনার চিত্র অংকন দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর ভাবে চিত্রটি অংকন করেছেন দেখে মুগ্ধ হলাম।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
লিংক সোর্স
প্রকৃতির অপরূপ সুন্দরময় দৃশ্য দেখলেই ভালো লাগে। আপনার চিত্র অংকন আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
মামি আপনি অসাধারণ একটি দৃশ্য একেছেন।দেখে অনেক ভাল লাগল। কত প্রতিভা লুকানো থাকে আমাদের মাঝে, খালি চর্চার আভাবে সেগুলো বের হয়না।ধন্যবাদ মামি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটি শেয়ার করার জন্য।
একদমই ঠিক বলেছো চর্চার অভাবে প্রতিভা বের হয় না।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার প্রাকৃতিক সৌন্দর্যের আর্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।আর্ট এর সাথে কালার কম্বিনেশন বেশ ফুটে উঠেছে।আপনি আর্ট এর ধাপগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন,ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি। সুন্দর প্রকৃতির দৃশ্যের মাঝে ঘুরে আসি আমি। সত্যি আপু আপনার এই আটটি দেখে মনে হচ্ছে এই প্রকৃতির মাঝে একটু ঘুরে আসতে পারতাম। আপনার আটটি জাস্ট অসাধারণ হয়েছে আপু। পুরোটাই দৃশ্য রং এর মাধ্যমে আটের মধ্য সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
বাহ!আপু কমেন্টে একটু জাতীয় সঙ্গীত গেয়ে নিলেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
দেশাত্ববোধক গান। এই গানটা আমার খুব পছন্দের গান। আপনার আর্টটি দেখে কেন যেন গানটির কথা মনে পড়ে গেল। 😀ধন্যবাদ আপু ভালো থাকবেন।
খুব চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আপনার সুন্দর এই আর্ট দেখে ভালো লাগলো আমার। অনেক সুন্দর ভাবে আপনি হাটের কাজ সম্পন্ন করেছেন আপু। যেখানে সুন্দর এই দৃশ্য দেখে মন ভরে গেল।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আজ আমি চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্য আমার অনেক ভালো লেগেছে।সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
মেয়ে তো দেখছি মায়ের চেয়েও অনেক সচেতন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। দারুন হয়েছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে আপু।