নাটক রিভিউ-:লাভ রেইন।

in আমার বাংলা ব্লগ18 days ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

আজকে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম।ভালোবাসা এমন একটা বিষয় যেখানে সঠিক ভুল এবং ভালোমন্দ কোন কিছুই বোঝার উপায় থাকে না। আসলে কে থাকবে কে যাবে এটা কখনোই কেউ সাহস দিয়ে বলতে পারেনা। যে থাকার সে ভালোভাবে থেকে যায় যে চলে যাওয়ার সে বারবার চলে যাবে। কাউকে আটকানো সম্ভব নয়।আজকের নাটকটি খুবই সুন্দর ছিল।আমার তো ভীষণ ভালো লেগেছিল নাটকটি দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

লাভ রেইন নাটকের রিভিউ।

426cef6e-06ad-43b9-b8f0-33cf714620bd.jpg

নাটকের নামলাভ রেইন
পরিচালকজাকারিয়া সৌখিন
অভিনয়তৌসিফ মাহবুব, নাজনিন নিহা সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২১ জুন ২০২৪

Screenshot_20241102_161954_YouTube.jpg

Screenshot_20241102_162048_YouTube.jpg

Screenshot_20241102_162133_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকটির শুরুতেই নায়ককে দেখানো হয়৷ সে একটি গিফট নিয়ে বসেছিল৷ সে সেখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল৷ এর কিছুক্ষণ পরে নায়িকা সেখানে আসে৷ সেখানে আসার পরে তার সাথে কথাবার্তা বলতে থাকে৷ এভাবেই তাদের অনেকক্ষণ যাবত কথাবার্তা হতে থাকে৷ এর পরবর্তীতে সেখানে নায়ক তার অতীতে ফিরে যায়৷ নায়িকাকে তার ভালোবাসার কথা প্রকাশ করে৷ কিভাবে নায়িকা তার ভালোবাসা একসেপ্ট করেছিল সেগুলো দেখানো হয়৷ প্রথমেই নায়ক এবং নায়িকা একে অপরকে চিনত না৷ তারা একে অপরকে কখনো দেখেনি৷ ধীরে ধীরে নায়ক নায়িকার সম্পর্কে জানতে পারে৷ তার প্রতি জানার আগ্রহ আরো অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে৷ এভাবে সে নায়িকার সম্পর্কে অনেক কিছু জানতে পারে৷ ধীরে ধীরে নায়িকার সাথে কথাবার্তা বলার চেষ্টা করে ও নায়িকাকে বিভিন্ন ধরনের গিফট দিতে থাকে৷

Screenshot_20241102_162205_YouTube.jpg

Screenshot_20241102_162308_YouTube.jpg

Screenshot_20241102_162331_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে তাদের এই সম্পর্ক খুব সুন্দরভাবে এগিয়ে যেতে থাকে৷ নায়িকা নায়ককে বলেছিল যে তার একজন প্রাক্তন ছিল৷ সে তাকে ছেড়ে চলে গিয়েছে৷ সে যদি আর কখনো তার জীবনে ফিরে আসে তাহলে সে কি করবে সে কিছুই জানেনা৷ তখন নায়ক বলে যে তার সেই প্রাক্তনের কথা ভেবে লাভ নেই৷ কারণ সে টাকার লোভে এদেশ থেকে চলে অন্য দেশে চলে গিয়েছে৷ এখন যদি সে আবার আসে তখন যেন নায়িকা তার নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করে৷ তাকে কোনভাবেই নায়ক জোর করবে না যে নায়ককেই ভালবাসতে হবে৷ অথবা নায়ককেই বিয়ে করতে হবে৷ এরকম কোন কথাই নায়ক তাকে বলবে না৷ সর্বোচ্চ স্বাধীনতা সে দিয়ে রেখেছে৷ নায়িকা যাকে পছন্দ করবে তাকেই ভালবাসবে৷ এর পরবর্তীতে কিছুদিনের জন্য যখন নায়ক এবং নায়িকার ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যেতে থাকে তখনই তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায়৷ সেখানে নায়িকার যে প্রাক্তন ছিল সে চলে আসে৷ তার প্রাক্তন বলে যে এতদিন সে নায়িকাকে অনেক মিস করেছে৷ শুধুমাত্র নায়িকার কারণেই সে এই দেশে ফিরে এসেছে৷ তখন নায়ক অনেক দুঃখ পেতে থাকে। নায়িকাও অনেক দুঃখ পেতে থাকে৷ সে কি করবে কিছুই বুঝতে পারছিল না৷

Screenshot_20241102_162339_YouTube.jpg

Screenshot_20241102_162349_YouTube.jpg

Screenshot_20241102_162359_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

তাই সে একটি প্ল্যান করে এবং সে প্ল্যান অনুযায়ী তাদের দুজনকে সেখানে আসার জন্য বলে৷ তাই তারা সেখানে চলে আসে৷ সে বলেছিল যদি নায়িকাকে একজনের হতে হয় তাহলে এখানে লটারি সিস্টেম করতে হবে৷ কারণ নায়িকা দুজনকেই ভালোবেসেছিল। তার প্রাক্তন তাকে ছেড়ে যাবার পরেও তার প্রতি নায়িকার ভালোবাসা ছিল। সেটি তখনও বিদ্যমান ছিল। কারণ নায়িকা তাকে এত বেশি পরিমাণে ভালবেসেছিল যে তাকে ভুলে যাওয়া একেবারে অসম্ভব ছিল৷ একই সাথে এখানে সে যখন আবার নায়িকার কাছে ফিরে আসে তখন নায়িকা আরো অনেকটা অবাক হয়ে যায়৷ সে ভাবতে থাকে যে নায়কের কারণে সে আবারও দেশে ফিরে এসেছে৷ নায়িকাকে এখান থেকে নিয়ে চলে যাবে৷ তবে নায়িকা যখন সেই লটারির নাম উঠায় তখন সেখানে দেখতে পাওয়া যায় যে শাওনের নামে এসেছে৷ শাওন ছিল সেই নাটকের নায়ক। তখন নায়িকা নায়কের সাথেই চলে যায় এবং নায়িকার যে প্রাক্তন ছিল সে সেখান থেকে চলে যায়৷ একই সাথে এখানে শেষ পর্যন্ত দেখানো হয় যে এখানে যে সকল কাগজগুলো ছিল সবগুলোর মধ্যে নায়িকা শাওনের নামই লিখেছিল৷ সে শাওনকেই অনেক বেশি ভালোবাসে৷ যার ফলে সে এখানে সবগুলো চিঠিতেই নায়কের নাম লিখেছিল৷ সে তার প্রিয় মানুষটিকে ফিরে পায় এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়।

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ এই নাটকের মধ্যে এত সুন্দর কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে যা একেবারে অসাধারণ৷ ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় হয়৷ এই পরিচয় হওয়ার পরে তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটি ভালোবাসার সম্পর্কে পরিণত হয়। তাদের সেই সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হওয়ার পরে সেখানে নায়িকার যে প্রাক্তন ছিল তার কথা সে নায়ককে বলে৷ সে যখন এই কথাটি শুনে তখন নায়ক বলে যে কোন সমস্যা নেই৷ তার প্রাক্তন যেহেতু তাকে ছেড়ে চলে গিয়েছে এখন সে তার জীবনে থেকে যাবে৷ সে সবসময় নায়িকাকে ভালবেসে যাবে৷ এর পরবর্তীতে তাদের সম্পর্ক অনেক দিন যাবত অনেক ভালোভাবেই চলছিল৷ তারা সবসময় খুব ভালোভাবেই এই সম্পর্ক নিয়ে এগিয়ে যাচ্ছিল৷ এখানে একটা সময় পর নায়িকার প্রাক্তন যখন চলে আসে তখন নায়িকা বুঝতে পারছিল না যে সে আসলে কি করবে৷ সে কোন দিকে যাবে৷ কিছুই সে খুঁজে পাচ্ছিল না৷ তাই সে অনেক দুঃখ পাচ্ছিল৷ তখন নায়িকা বলে যে একটি লটারি সিস্টেম করার মধ্য দিয়ে সে তার জীবনসঙ্গী বেছে নিবে৷ তখন সে লটারির মধ্যে শুধুমাত্র নায়কের নাম লিখে। সেখানে নায়কের নাম ওঠার পরে তারা দুজনে নিজেদের মত করে চলে যায়৷ এভাবে তাদের মিল হয়৷ আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই৷ আমরা যাদেরকে ভালবাসি তারা প্রকৃত ভালোবাসা বুঝতে পারলেই আমরা সুখী হতে পারি৷ আর যাদেরকে আমরা ভালোবাসি তারা হয়তো আমাদেরকে ঠকিয়ে চলে যায়৷ তবে সে ভালোবাসা আমাদের জন্য সত্যিকারের ভালোবাসা হয় না৷ সত্যিকারের ভালোবাসা হলো সেটাই যারা আমাদেরকে কখনো ছেড়ে যাবে না এবং সবসময় আমাদের কাছে থেকে যাবে।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৯/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

🥰🥰❤️

 18 days ago 

অনেক সুন্দর একটি নাটক আপু। আপনি রিভিউ শেয়ার করলেন। এই নাটক গুলো দেখে খুবই মজা পাওয়া যায়। বিশেষ করে বাংলা নাটক গুলো আমার কাছে দারুন মনে হয়। আর রিভিউ শেয়ার করতে পারেন একই সাথে। আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 17 days ago 

এই নাটকগুলো খুবই সুন্দর লাগে। এটা অনেক সুন্দর একটা নাটক ছিল।

 18 days ago 

নাটকের গল্পটা একটু অন্যরকম ছিল। শেষে দুইজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার পদ্ধতিটা দারুন ছিল। খুব সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করেছেন আপু। নাটকটা দেখা হয়নি সময় করে দেখার চেষ্টা করব। আপনার পোস্টের নিচে অন্য একটা নাটকের লিংক ও চলে এসেছে। আশাকরি ঠিক করে নেবেন। ধন্যবাদ আপু।

 17 days ago 

যাকে ভালোবেসেছে তাকেই বেছে নিয়েছে।এটাই ভালো লেগেছে এই নাটকের।

 18 days ago 

তৌসিফ এর নাটক আমার খুব ভালো লাগে। এর অভিনয় আগে থেকে অনেক পছন্দ করতাম। যাই হোক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছ। আসলে রিভিউ পড়তে অনেক ভালো লাগে। ধন্যবাদ তোমাকে আমাদের মাঝে এই নাটকের রিভিউ উপস্থাপন করার জন্য।

 17 days ago 

এই নাটকটা ভীষণ সুন্দর ছিল। দেখে আমার কাছে তো অনেক ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকেও সুন্দর মন্তব্য করার জন্য।

 18 days ago 

নাটকের কাহিনি ও আপনার রিভিউ দুটোই বেশ আকর্ষণীয় লাগলো! সত্যিকারের ভালোবাসার অনুভূতি, দ্বিধা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অনন্য উপস্থাপন এই নাটককে বিশেষ করে তুলেছে। লটারি সিস্টেমের মাধ্যমে জীবনসঙ্গী বেছে নেওয়ার আইডিয়াটাও বেশ ভিন্নধর্মী লেগেছে! আপনার সুন্দর রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ তৈরি হলো। ধন্যবাদ এমন সুন্দর ভাবে নাটক টি শেয়ার করার জন্য।

 17 days ago 

হ্যাঁ আপু শেষের বিষয়টা অনেকটাই ভিন্ন রকম ছিল। তবে আমার কাছে বেশ ভাল লেগেছে এটা ।

 18 days ago 

বাংলাদেশের নাটকগুলো খুবই সুন্দর হয়ে থাকে আর আপনি দারুণ রিভিউ দিয়েছেন।আসলেই ভালোবাসার পরিপূর্ণতা পেলে ভালো লাগে।চেষ্টা করবো দেখার জন্য নাটকটি,ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর একটা মন্তব্য দেখে। আর এটা ঠিক বলেছেন আপু এই নাটকগুলো অনেক বেশি সুন্দর হয়।

 17 days ago 

আমার কাছে তৌসিফ আর নিহাকে অনেক বেশি ভালো লাগে। লাভ রেইন নাটকটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমার কাছেও নাটকের পুরো রিভিউটা পড়তে অনেক ভালো লেগেছে। আমি যখনই সময় পাই তখনই এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখে থাকি। এই নাটকের শর্ট ভিডিও দেখেছিলাম অনেক কয়েকটা। নাটকটা পুরোপুরি ভাবে দেখার জন্য সময় পেলে চেষ্টা করবো।

 16 days ago 

এই নাটকটা ভীষণ সুন্দর ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 17 days ago 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

 16 days ago 

নাটকটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে। আসলে অভিনয় গুলো দারুন ছিল।

 15 days ago 

নাটকের নাম দেখে মনে হচ্ছে যে নাটকটি অনেক সুন্দর হবে৷ এই নাটকের ছোট ছোট ক্লিপগুলো আমি অবশ্য দেখেছিলাম৷ খুব সুন্দর ছিল নাটকের ক্লিপগুলো ৷ আজকে আপনার কাছ থেকে এই নাটকের পুরো রিভিউ দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটক এর রিভিউ আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

ছোট ছোট ক্লিপগুলো দেখেই মূলত পুরো নাটক দেখার ইচ্ছে জাগে। আর দেখতেও ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 83951.19
ETH 1817.19
USDT 1.00
SBD 0.67