নাটক রিভিউ-: একটু আধটু প্রেম।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
গত পরশুদিন থেকে শরীরটা একদম ভালো নেই।অনেক বেশি অসুস্থ ফিল করছি।আর গতকাল রাত তিনটা পর্যন্ত আমি একদমই ঘুমাতে পারিনি মাথা ব্যথার জন্য। ব্যথার ওষুধ ও খাচ্ছিলাম না কারণ হুটহাট ব্যথার ওষুধ খাওয়াটা আমার একদমই পছন্দ না। কিন্তু সন্ধ্যার পর থেকে ব্যথাটা এত বেশি বেড়েছে যে কোনোভাবেই যাচ্ছিল না। আর ঘুম তো একদমই আসছিল না। তাই রাতে ব্যথার ওষুধ খেয়ে তারপর কিছুটা ঘুমাতে পেরেছি। আগে থেকে অনেকটাই ছেড়ে গিয়েছে মাথা ব্যাথা। তবুও শারীরিকভাবে খুব বেশি ভালো বলা যায় না। যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা নাটক রিভিউ পোস্ট শেয়ার করার জন্য চলে এলাম।
একটু আধটু প্রেম নাটকের রিভিউ।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের নাম | একটু আধটু প্রেম |
---|---|
পরিচালক | মারুফ হোসাইন সজিব |
অভিনয় | খায়রুল বাশার, সাফা কবির সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ০৭ জুন ২০২৪ |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে আসলাম৷ আশা করি আজকের যে নাটকের এর রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক পছন্দ হবে৷ নাটকটির শুরুতে নায়ককে দেখানো হয়। সে ঘুমাচ্ছিল এবং তাকে তার মা ডেকে দিচ্ছিল অফিসে যাওয়ার জন্য৷ এরপর পরবর্তীতে সে ঘুম থেকে উঠে পড়ে৷ অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়৷ এর পরবর্তীতে অফিসে চলে যায়৷ তবে এখানে নায়কের মা-বাবা চিন্তা করছিলেন যে তাদের ছেলে যেহেতু এখন অনেক বড় হয়ে গিয়েছে এখন যেহেতু তাকে বিয়ে দিয়ে দেওয়ার দরকার তাই যেন তারা কোন মেয়ে দেখে৷
তখন সেখানে নায়িকাকে দেখানো হয় এবং নায়িকার ছবি তাদের কাছে ছিল৷ যখনই নায়ককে সেই ছবি দেখানো হয় তখন সে অনেক খুশি হয়ে যায়৷ তাকে অনেক পছন্দ করে ফেলে৷ এর পরবর্তীতে সেখানে নায়িকার সাথে দেখা করার জন্য নায়ক নায়িকার যে হসপিটাল ছিল সেখানে যায়৷ কারণ নায়িকা ছিল ডাক্তার৷ তার সাথে দেখা করার জন্য নায়ক যাওয়ার পরে যখন অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে অনেক সময় পর নায়িকার সাথে সে দেখা করার সুযোগ পায়৷ কারণ নায়িকা সারাদিন থেকে অনেক ব্যস্ত ছিল৷ তার রোগী একের পর এক শুধুমাত্র আসছিল৷ তবে নায়েককে সে প্রথমে খেয়াল করেনি৷ পরবর্তীতে সে তার মা যখন বলেছিল যে তাকে একজন ছেলে দেখতে আসবে তার হসপিটালে তখন সে বুঝতে পারে এবং সে যখন বের হয়ে আসে তখন নায়কের সাথে তার দেখা হয়৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তবে নায়িকাকে নায়কের পছন্দ হলেও নায়ককে নায়িকা প্রথমে পছন্দ করেনি৷ সে বলছিল যে সে এরকম ছেলেকে কোনভাবে বিয়ে করবে না ৷ সে এরকম একটি ছেলেকে যদি বিয়ে করে তাহলে তার আজীবন অনেক কষ্টে কাটাতে হবে৷ একই সাথে তার পিতা মাতাও বলছিল যে এখন যেন নায়িকা এরকম একটি ছেলেকে বিয়ে না করে৷ তবে নায়িকার মন-মানসিকতা পরিবর্তন করার জন্য নায়ক তার পেছনে পেছনে সব সময় ঘোরাঘুরি করতে থাকে৷ নায়িকাকে কনভেন্স করার জন্য প্রতিনিয়তই নায়িকাকে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করে৷ তার সাথে ভালোভাবে মেশার চেষ্টা করে৷ তবে নায়িকা এই বিষয়টি খুব ভালোভাবেই নিয়ে নেয়৷ কারণ সে চিন্তা করেছিল যে এরকম সহজ সরল এবং তার প্রতি ভালোবাসাপ্রবণ মানুষ তাকে ভালোভাবে রাখতে পারবে৷
নায়িকা সবসময়ই নায়কের কাছ থেকে যে আলাদা একটা কেয়ার পেতো সেটি সে উপভোগ করত৷ এর পরবর্তীতে সেখানে নায়কের সাথে নায়িকার সম্পর্ক অনেকটাই ভালো তৈরি হয়৷ একের পর এক তারা অনেক জায়গায় অনেক সুন্দর সময় অতিবাহিত করতে থাকে৷ তারা খুব ভালোভাবেই তাদের সেই সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তবে এক্ষেত্রে নায়িকার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। যখন সে দেখে নায়ক তাকে অনেক বেশি ভালোবেসে তখন সে যখন তার পিতা-মাতাকে তার কথা বলে তখন তার পিতা-মাতা বলে যে এত ভালো একজন ডাক্তারের সাথে এরকম ছোটখাটো একটা চাকরিজীবীর সাথে কোনভাবেই তার বিয়ে দেওয়া যাবে না৷ এরকম বিভিন্ন ধরনের কথাই বলছিল৷ তবে নায়িকা এই বিষয়গুলো শুনতে কোনোমতেই রাজি ছিল না৷ কারণ সে সব পেশাকে সম্মান করছিল৷ বড় ছোট পেশার মধ্য দিয়ে যদি আমরা মানুষকে বিচার করি তাহলে তা কোন ভাবেই নৈতিক বিচার হবে না৷ তাই নায়িকা ভালো ভাবে তার পিতামাতাকে বুঝিয়ে নেয় এবং সবকিছু যখন তাদেরকে বুঝিয়ে দেয় তখন তার পিতা-মাতাও সবকিছু বুঝতে পারে৷
তবে পরবর্তীতে তারা রাজি হয় এবং তাদের বিয়ে সম্পন্ন হওয়ার জন্য তারা কথাবার্তা বলতে থাকে৷ নায়ক এবং নায়িকাও ভেবে নিয়েছিল যে তাদের বিয়ে হয়ে যাবে এবং তারা সেখানে সবকিছুই এগিয়ে নিয়ে যাচ্ছিল৷ তাদের এই ভালোবাসা যেভাবে পূর্ণতা পেল তা একেবারে অসাধারণ ছিল। এরপর তাদের দুজনের মিল হয় এবং নাটকটি শেষ হয়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুবই সুন্দর একটি নাটক এটি৷ আমি ভেবেছিলাম যে নাটকটি এরকমই হবে৷ নাটকের নামের মধ্যেও ঠিক এরকমই কিছু বিষয়কে শেয়ার করার চেষ্টা করা হয়েছে৷ প্রথমেই এখানে নায়ককে দেখানো হয়৷ সে একেবারে সহজ সরল মানুষ ছিল৷ সে তার জীবনের যেসকল মুহুর্ত রয়েছে সেগুলো সাধারণভাবেই অতিবাহিত করছিল৷ এখানে নায়িকা একজন ডাক্তার ছিল৷ সে অনেক ভালো একজন ডাক্তার ছিল৷ সে অহংকারী ছিল না৷ সে প্রতিনিয়ত তার যেসকল কাজগুলো রয়েছে সেগুলো করে৷ এর পরবর্তীতে যখন তাদের দুজনের বিবাহ হওয়ার কথা বার্তা তাদের পরিবার দ্বারা আসছিল তখন প্রথমে নায়ককে তার চাকরীর কারণেই পছন্দ হয় না৷ তবে ধীরে ধীরে নায়কের যে ভালো ব্যবহার এবং ভালো সবকিছুই ছিল সব কিছুর কারণে নায়ককে তাদের পছন্দ হতে শুরু করে৷ নায়িকা তাকে ভালোবেসে ফেলে৷ তবে নায়িকার পরিবার প্রথমে তাকে মেনে নিতে চায়নি৷ তবে নায়িকা সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে তারা সবাই সবকিছু বুঝতে পারে৷ তাদের দুজনের এই সম্পর্কে সবাই মেনে নেয়৷ তাদের এই ভালোবাসা পূর্ণতা পায়৷ আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই৷ অনেক মানুষই হয়তো প্রথম দেখাতে অথবা কোন না কোন ভাবে মানুষকে পছন্দ করে থাকে৷ তার এই পছন্দের কথা বলার পরে যেন একেবারে উলটপালট হয়ে যায়৷ অনেকের ক্ষেত্রে সে ভালোবাসা পূর্ণতা পায়৷ আবার অনেকের ক্ষেত্রেই সেই ভালোবাসা যেন এক নিমিষেই শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিং
৯.৮/১০
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
নাটকটি দেখা হয়নি তবে রিভিউ পড়ে যতটুকু বুঝলাম সুন্দর একটি নাটক করেছে। আসলে এ ধরনের নাটক বা নাটকের কাহিনী আমার ভালই লাগে। ধন্যবাদ তোমাকে সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
নাটকটি আসলেই বেশ সুন্দর। সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
খায়রুল বাশার আর সাফা কবিরের অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে এই নাটকের পুরো রিভিউটা অনেক বেশি ভালো লেগেছে। নাটক দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর প্রায় সময় আমি নাটক দেখে থাকি। নাটকটা এখনো পর্যন্ত দেখিনি, তাই ভাবছি সময় পেলে নাটকটি দেখব।
নাটকটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনার কাছেও। আর আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ পড়ার জন্য। সংক্ষেপে রিভিউর মাধ্যমে নাটকের কাহিনীটা জানতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি মাঝে মাঝেই সময় পেলে নাটক দেখি। এরকম নাটক গুলো আমার অনেক বেশি দেখা হয়। এই নাটকটার শর্ট ভিডিও দেখেছিলাম। আর তখন ভেবেছিলাম নাটকটা সম্পূর্ণ দেখবো। কিন্তু ব্যস্ততার কারণে এখনো দেখা হয়নি। এখন রিভিউ পোস্ট পড়ে অনেক বেশি ভালো লাগলো।
নাটক রিভিউটা পড়েছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
শারীরিকভাবে অসুস্থ জেনে খুবই খারাপ লাগলো আপু। দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি। যাই হোক অসুস্থতার মাঝেও আমাদের মাঝে পোস্ট শেয়ার করেছেন। খুব সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করেছেন আপু। নাটকটা দেখা হয়নি। তবে নাটকের গল্পটা পড়ে মনে হল নাটক টা খুব সুন্দর। শেষে পূর্ণতা পেয়েছে দেখে ভালো লাগলো। এত সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
জ্বী আপু এরকম অনেক ক্ষেত্রে বাস্তবে ঘটে থাকে। অনেক কিছুর কারণে আসলে পূর্ণতা ঘটেনা। যাইহোক এটা অনেক ভালো লেগেছিল ।
আপু আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও আমার নাটকটি দেখা হয়নি তবে নাটকের গল্প পড়ে ভীষণ ভালো লাগলো আমার।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
নাটকটি আসলেই ভীষণ সুন্দর ভাইয়া। একদিন সময় করে দেখবেন আশা করি ভালো লাগবে।
প্রথমেই আপু আপনার সুস্থ্যতা কামনা করছি। আশা করছি আপনার মাথা ব্যথাটা এখন নেই। নাটকটি আমি দেখেছি। নাটকের গল্পটা আমার কাছে ভালো লেগেছিল। আপনি খুব সুন্দর করে রিভিউ দিয়েছেন।
সেদিন তো একদম ঘুমাতেই পারিনি ভাইয়া। তারপর ওষুধ খাওয়ার পর কিছুটা সুস্থ হয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।