শেষ কিছুদিন নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শেষ কিছুদিন নাটকের রিভিউ। |
---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | শেষ কিছুদিন |
---|---|
পরিচালক | ইমরাউল রাফাত |
অভিনয় | ইয়াশ রোহান, তানজিম সায়রা তটিনি |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৪ এপ্রিল ২০২৪ |
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি নাটক এর রিভিউ নিয়ে আসলাম৷ এই নাটকের নাম দেখে আপনারা হয়তো কিছুটা বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যায় তখন এখানে নায়ককে দেখানো হয়৷ সে অনেক অসুস্থ ছিল৷ সে অনেকদিন পরে নায়িকাকে এখানে দেখে৷ নায়িকা এখন আর নায়কের সাথে থাকে না। সে তার নিজের মতো করে নিজের কাছেই থাকে।সে নায়ককে ছেড়ে চলে গিয়েছে। এর পরবর্তীতে সেখানে নায়কের সাথে যখন অনেকদিন পরে নায়িকার দেখা হয় তখন তারা কথা বলে৷
এর পরবর্তীতে দেখানো হয় যে তারা প্রথমে যেভাবে তাদের সুন্দর সময় অতিবাহিত করেছিল এবং তাদের যেভাবে বিয়ে হয়েছিল এবং বিয়ের পরবর্তী যে সকল মুহূর্তগুলো ছিল সেগুলো দেখানো হয়৷ তারা যেভাবে বিয়ের পরে এত সুন্দর সময় অতিবাহিত করেছিল এবং সবকিছু যখন তারা এখানে উপভোগ করেছিল সবকিছু এখানে দেখানো হয়েছিল৷ এর পরবর্তীতে তারা একটা সময় একে অপরের প্রতি প্রতিজ্ঞা করেছিল যে তার কখনোই একে অপরকে ছেড়ে যাবে না৷ তারা সবসময়ই নিজেদেরকে আগলে রাখবে৷
তবে নায়ক অনেক বেশি অসুস্থ থাকার কারণে সে কোনভাবেই আর তার জীবনের যে পরবর্তী সময়গুলো রয়েছে সেগুলো পার করার কোন নিশ্চয়তা ছিল না৷ সেখানে নায়কের যে অসুস্থতা ছিল সেই অসুস্থতার কারণে নায়কের অল্প কিছুদিনই এই পৃথিবীতে থাকতে পারবে৷ সে এই অল্প কিছুদিন এত কষ্টে অতিবাহিত করবে সে তা কোন ভাবে চাচ্ছিল না৷
তাই নায়িকা যখন এই কথাটি শুনতে পায় তখনই সে নায়কের সাথে আবারও দেখা করার চেষ্টা করে৷ সেখানে নায়কের বাসায় আসে। নায়কের সাথে কিছুদিন সময় থাকার প্রতিজ্ঞা করে। সে ভাবে যে এতদিন যেহেতু নায়ক অনেক কষ্ট করেছে এবং সে আর কোনোভাবেই নায়কের কষ্ট পেতে দিবে না৷ নায়ক যেহেতু এখন অনেক বেশি অসুস্থ এবং সে আর কিছুদিন এই পৃথিবীতে থাকবে তাই নায়িকা তার কাছে থাকবে৷ তখন নায়ক অনেক খুশি হয়ে যায়৷
নায়ক নায়িকার সাথে অনেক ভালোভাবেই সময় অতিবাহিত করতে থাকে৷তারা খুব ভালোভাবেই তাদের যে কিছুদিন সময় রয়েছে, সেগুলো অতিবাহিত করার চেষ্টা করে৷ নায়িকা এই কথা শুনে অনেক খুশি যায়৷ নায়কও এই বিষয়য়ে অনেক খুশি ছিল৷ এর পরবর্তীতে তারা তাদের সময় গুলো খুব ভালোভাবে অতিবাহিত করতে থাকে৷ নায়িকা তার নিজের মনের ভিতরে কষ্ট গুলো লুকিয়ে রাখে নায়িকার সামনে হাঁসছিল এবং নায়কও ঠিক একই কাজটি করছিল।
একই সাথে নায়িকা নায়কের সব ধরনের কাজ করে দিত৷ নায়কের যা কিছু পছন্দ ছিল সব কিছুই নায়িকা রান্না করত৷ নায়কের ছোটখাটো কাজগুলো সেই করে দিত৷ নায়ক তাতে অনেক খুশি থাকত৷ সে সবসময় এরকম কেয়ারের প্রতি অনেকটা আগ্রহী ছিল৷ কারণ একটা সময় নায়িকা যখন তার কাছে ছিল তখন নায়িকা তাকে অনেক বেশি ভালবাসত। সব সময় নায়িকা তাকে আগলে রাখত৷
তবে এখন নায়িকা তার কাছে না থাকার কারণে এখন কোন ধরনের যত্ন নায়ক পায় না৷ কোন ভাবে সে তার সময়গুলো অতিবাহিত করতে পারে না৷ তবে নায়িকা এখন যেহেতু তার কাছে চলে এসেছে তখন নায়কের কাছে নায়িকার যে আলাদা একটি ভালোবাসা রয়েছে সেটি আরো ভালোভাবে প্রকাশ পেতে থাকে৷ সবসময়ই নায়িকার সাথে নায়ক অনেক বেশি সময় অতিবাহিত করে৷ নায়ক হাসপাতালে ভর্তি হওয়ার পরবর্তীতেও সেখানে নায়িকা অনেক সময় থাকে৷ নায়িকা তার সব ধরনের সেবা যত্ন করতে থাকে৷
এতে নায়ক অনেক খুশি হয়ে যায়৷ এরপর ধীরে ধীরে নায়কের যে পৃথিবী ছেড়ে যাবার সময়টি ছিল সেটি আরো অনেক ঘনিয়ে আসতে থাকে৷ তাই তারা দুজনে তাদের আগের সময় গুলো অতিবাহিত করার জন্য আবারও বের হয়ে আসে৷ তাদের অতীতের সময় গুলো তারা খুব ভালোভাবে অতিবাহিত করে৷ এভাবে কিছু সময় পর নায়ক এই পৃথিবী ছেড়ে চলে যায়৷ নায়িকা অনেক কান্নাকাটি করতে থাকে৷ এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত।
**খুবই সুন্দর ছিল নাটকটি৷ প্রথমে যখন আমি নাটকের নাম দেখতে পাই তখনই বুঝতে পারি যে নাটকটি ঠিক এরকমই হবে৷ সত্যিই নাটকটি সেরকম ছিল৷ এত সুন্দরভাবে যখন নাটকের মধ্যে এত সুন্দর কিছু বিষয় শেয়ার করা হয়েছে তা একেবারে অসাধারণ ছিল৷ নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয়কে এখানে শেয়ার করা হয়েছে তা খুব ভালোভাবে শেয়ার করা হয়েছে৷ এখানে নাটকের মধ্যে যখন সবকিছু খুব সুন্দর ভাবে শেয়ার করা হয় তখন খুব ভালোই লাগছিল৷
এখানে যখন প্রথমে নায়কের সবকিছু দেখানো হয় এবং এখানে যখন নায়কের হাতে যে শেষ কিছুদিন ছিল সেটি সে খুব ভালোভাবে নায়িকার সাথেও অতিবাহিত করতে চেয়েছিল৷ তাই নায়িকা তাকে ছেড়ে যাওয়ার পরবর্তী সময়েও নায়ক তাকে তার বাসায় ডেকে আনে৷ নায়িকা খুব ভালোভাবে নায়কের সাথে সময় অতিবাহিত করে৷ এখানে নায়িকা চাচ্ছিল যে সবসময় নায়কের সাথে যেন সে থাকে৷ তবে তা কোনোভাবেই সম্ভব ছিল না৷ কারণ নায়িকা এখানে অল্প কিছুদিনের জন্য এসেছে৷ নায়কের হাতেও খুবই অল্প কিছু সময় ছিল৷
যার ফলে সে এখানে আর বেশি কিছুদিন থাকার কোন প্রশ্নই ছিল না৷ আর এখানে যেভাবে নায়ক তার শেষ কিছু সময় পার করছিল তাই সেখানে আর নায়কের বেশি কিছুদিন বাচার কোন সম্ভাবনা না থাকার কারণে নায়িকা তার সাথে সবসময় ভালো ব্যবহার করত। তার যে কোন প্রয়োজন নায়িকা পূরন করছিল৷ তবে শেষ পর্যন্ত যখন নায়িকা এখানে তাকে দেখে নায়ক অনেক বেশি খুশি হয় ৷ তবে তার হাতে সময় খুবই অল্প ছিল৷ যার ফলে শেষ পর্যন্ত তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়।
তবে কোনভাবেই নায়িকা তাকে ধরে রাখতে পারেনি৷ তবে শেষ সময়ে নায়িকার সাথে নায়িকাদের সময় গুলো অতিবাহিত করেছে সেগুলো তার কাছে অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে৷ আমরা আমাদের জীবনে এরকম অনেক ঘটনায় দেখতে পাই৷ আমাদের জীবনের প্রিয় মানুষগুলোর হাতে খুবই অল্প সময় থাকলে আমরা তাদের সাথে অনেক বেশি সময় অতিবাহিত করতে চাই। তবে তা কখনোই হয়ে ওঠেনা।**
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৫/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | নাটক রিভিউ । |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1907624922626814245
https://x.com/Nevlu123/status/1907668702226415763
https://x.com/Nevlu123/status/1907668921819300204
https://x.com/Nevlu123/status/1907669311432372494
https://x.com/Nevlu123/status/1907669708305801383
https://x.com/Nevlu123/status/1907670094060101741
আপনি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ করেছেন। তারা দুজনে কিন্তু সব সময় তাদের নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। আপনি আজকে যে নাটকটার রিভিউ করেছেন, এই নাটকের কাহিনীটা দারুন ছিল। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল।
ইয়াশ রোহান এবং তটিনীর জুটি এককথায় দুর্দান্ত। তাদের নাটকগুলো দেখতে আমার বরাবরই খুব ভালো লাগে। যাইহোক ভালোবাসার মানুষ ওপারে চলে গেলে, সত্যিই খুব কষ্ট লাগে। পরবর্তীতে শুধুমাত্র ভালোবাসার মানুষের স্মৃতি আঁকড়ে ধরেই বাঁচতে হয় আমাদের। এই নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।