নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান ০৭ পর্ব
★বিসমিল্লাহির রহমানির রহিম★
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---
- নায়ক: আখম হাসান
- নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামা | চিটার এন্ড জেন্টেলম্যান |
---|---|
রচনা ও পরিচালনা | সঞ্জিত সরকার |
অভিনয়ে | আখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই। |
সম্পাদনা | শেখ মোঃ বুরহান উদ্দিন |
প্রযোজক | আব্দুল কুদ্দুস মিয়া |
ব্যবস্থাপনা | জয় বিশ্বাস |
গ্ৰাফিক্স | নাকিবুর রহমান টিটু |
সহকারী পরিচালক | শরিফুল কবির মানিক |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ২০ মিনিট ৪৯ সেকেন্ড |
দেশ | বাংলাদেশ |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী:
তখন আখম হাসান বলল যে স্যার হইছে কি আমি না সব দিক দিয়ে তৈরি হয়ে গিয়েছিলাম স্যার। ঝামেলা টা ধা না অন্য জায়গায় স্যার। এরপর আখম হাসান আর আখম হাসান এর স্যার ওরা দুজনে মিলে অনেক কথা বলে।এক পর্যায়ে আখম হাসান বলে যে স্যার আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি স্যার আপনি থাকেন আমি গেলাম।এই কথা বলে আখম হাসান সেখান থেকে চলে যায়। এরপর শিক্ষক তাঁর প্রেমিকাকে ফোন দেয় দিয়ে বলে যে ডার্লিং কেমন আছো।
তখন তাঁর প্রেমিকা রেগে মেগে বলে যে আপনার ভালোবাসার কাঁথায় আগুন। তখন শিক্ষক বলে যে ডার্লিং তুমি রাগ করে কথা বলতেছো কেন? তখন তাঁর প্রেমিকা বলে যে আপনি কোথায় এখন? শিক্ষক বলে যে আমি এখন আমার ছাত্রীকে জীববিদ্যা পড়াইতেছি।ওও আচ্ছা আপনি ঝিলিকরে জীববিদ্যা পড়াইতেছেন তাহলে। এরপর রেগে মেগে তাঁর প্রেমিকা তাকে গালি দেয়। তখন শিক্ষক তাঁর রাগ ভাঙানোর জন্য গান বলা শুরু করে । তার পর ও তার প্রতিকার রাগ কমতে ছিল না। তখন শিক্ষক বলে যে তুমি বেকার রাগ করে থেকো না তো। তুমি বাবুলের কাছ থেকে যা শুনছো সব মিথ্যা শুনছো।
ঝিলিকের সাথে আমার তেমন কোন সম্পর্ক নেই। প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো নাদিয়া। এরপর আখম হাসান তাঁর দুলাভাই এর কাছে যায় গিয়ে বলে যে দুলাভাই আপনি শুধু আপনার শশুর শাশুড়ির বাড়িটা সাহেব কে দেওয়ার ব্যবস্থা করেন। এরপর দেখবেন আপনার হাতে চলে আসবে কোটি কোটি টাকা।সেই টাকা দিয়ে আপনি ফূর্তি করবেন,আর ঐ টাকা দিয়ে আপনি যাবেন থাইল্যান্ড,মালোশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, লন্ডন সব দেশে ঘুরবেন আর খালি ফূর্তি করবেন। এরপর দুলাভাই বলতেছে যে আমি কি কম চিন্তা করছি আর কম বুদ্ধি করছি। আমার শালাকে কত বুজাইলাম ঐ শালা তো আমার কোন কথাই শোনে না। আখম হাসান বলে যে এই বাড়ি আমার চাই চাই।এই বাড়ি যদি আমি আমার সাহেব রে কিনে দিতে না পারি তাহলে আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবেনা দুলাভাই। এরপর তাঁদের শালা দুলাভাই এর মাঝে অনেক কথা হয়।এক পর্যায়ে তাঁরা একটা চুক্তি করে।যে আখম হাসানের সঙ্গে মেম্বারের বোনের বিয়ে দিবে তাঁর দুলাভাই।
মেম্বার সাহেব জনগণের সামনে দাঁড়িয়ে বলে যে আমি ইলেকশনের আগে আপনাদেরকে কথা দিছিলাম যে বিশ ফুট রাস্তা উত্তর পাড়ার সঙ্গে প্রধান সড়কের রাস্তা পাকা করে দিব আমি আমার ওয়াদা রাখছি। এরপর জনগণেরা সবাই মিলে স্লোগান দিতে শুরু করে। হঠাৎ করে সেখানে চেয়ারম্যান সাহেব আর তার চেলারা সেখানে চলে আসে। চেয়ারম্যান সাহেব মেম্বারকে কটুক্তি করে কথা বলে। তখন রাজা মেম্বার ও চেয়ারম্যান সাহেব কে বলে যে আমি আপনি এই জনগণের ভোটের কারণে কিন্তু আজকে আপনি চেয়ারম্যান আর আমি মেম্বার।এক পর্যায়ে চেয়ারম্যানের সাথে তাঁর ভাগ্নের কথা কাটাকাটি হয়।
বিউটিশিয়ান রোমিও তাঁর কাস্টমারের বাসায় গিয়ে মাইক দিয়ে বলে যে আমি রোমিও বিউটিশিয়ান হাজির কার মেকাপ করা লাগবে চলে আসেন। তখন এক বাসা থেকে এক মেয়ে বের হয়ে আসে। এসে বলে যে রোমিও ভাই আপনি আজকে আসতেছেন আমি আপনার অপেক্ষায় তিন দিন ধরে বসে আছি। এখন তো বাসায় কেউ নাই, এখন তো আমি মেকাপ করতে পারবো না। তাঁর কারণ হচ্ছে এই গ্ৰামের মানুষ ভালো না, আমি যদি এখন আপনার কাছ থেকে মেকাপ করে নেই। তাহলে অনেকে অনেক আজে বাজে কথা বলবে রোমিও ভাই। এরপর তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়। তাঁরা একে অপরকে নিয়ে খারাপ মন্তব্য করা শুরু করে।এক পর্যায়ে রোমিও বলে যে আমি তোমাকে আর মেকাপে করাবো না, তোমার মতলব ভালো না।
চেয়ারম্যান সাহেব মেম্বারকে হুমকি দেয় দিয়ে বলে যে আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিব।এই কথা বলে চেয়ারম্যান সাহেব তার লোকেদের নিয়ে যায়। এরপর জনগণেরা সবাই মিলে একসাথে স্লোগান দেয়।রাজা মেম্বার এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।রাজা ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে। এরপর রাজা মেম্বার বলে যে তোমরা আমাকে অনেক সাহায্য, সাপোর্ট করেছো এখন চলো আমি তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াবো।
আমার ব্যক্তিগত মতামত:
আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।
বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।
🔗নাটকের লিংক🔗:
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
ডেইলি টাস্ক প্রুভ: 👇
এক সময় অনেক নাটক দেখা হতো। বাংলাদেশর নাটকগুলো আমার অনেক ভালো লাগে। হ্যাঁ এটা ঠিক বলেছেন আপনি আরটিভি চ্যানেলে অনেক সুন্দর সুন্দর নাটক আমরা দেখতে পাই। আপনার ধারাবাহিক নাটকের রিভিউটি পড়ে বুঝা যাচ্ছে সুন্দর একটি নাটক। আর এই নাটকে যারা অভিনয় করেছে প্রত্যেকে অনেক ভালো অভিনেতা। প্রতিটি নাটককে তাদের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলতে পারে।
দেখতে দেখতে চিটার এন্ড জেন্টলম্যান নাটকের সাতটি পর্ব শেষ হয়ে গিয়েছে। এই নাটকের বেশ কয়েকটা পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। আজকে নাটকটার সপ্তম পর্বের রিভিউ পড়তেও খুব ভালো লাগলো। এই পর্বের কাহিনীটাও অনেক সুন্দর ছিল। অপেক্ষায় থাকলাম এই নাটকের পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।
এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো এই পর্বের রিভিউটা।
ভাইয়া আজ আপনি অনেক দারুন করে একটি নাটক রিভিউ শেয়ার করেছেন। আপনি শেয়ার করে নাটক রিভিউটি পড়ে অনেক ভালো লাগলো। আমি বেশ কিছুদিন আগে এই নাটকটি দেখেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনি নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের সপ্তম পর্বের রিভিউ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো নাটকটির রিভিউ পড়ে। আসলে এরকম নাটক গুলো দেখতে আমি সত্যিই অনেক বেশি পছন্দ করি। তাই আগামীতে সময় পেলে অবশ্যই নাটকটি ধারাবাহিকভাবে দেখে নিবো।
আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন পুরো ঘটনাটি। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।