||নাটক রিভিউ:-বড্ড মায়া লাগে||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-বড্ড মায়া লাগে আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ শেয়ার করি।বাংলা রোমান্টিক নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমি চেষ্টা করি যেগুলো নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে সেগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করি।তো যে নাটক টির রিভিউ দিবো সেটা দেখতে একেবারে রোমান্টিক।তো ভাবলাম আপনাদের মাঝে নাটকটি রিভিউ শেয়ার করলে আপনাদের ও ভালো লাগতে পারে।তো বন্ধুরা দেরি না করে নাটকটির রিভিউ শুরু করা যাক।
নাটকের নাম | বড্ড মায়া লাগে |
---|---|
অভিনয় | পার্থ শেখ,নওবা তাহিয়া হোসেন,আরো অনেকে |
পরিচালক | মোহিন খান |
মুক্তির তারিখ | ১২ জুলাই ২০২৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ১:১৮ |
নাটকের শুরুতে নায়ক এবং নায়িকারা দুজনেই কিন্তু এক কলেজেই পড়াশোনা করেন।তবে তারা কিন্তু পরিচিত, তবে তাদের কোনো সময় মিলন হয় না, তাদের সব সময় ঝগড়া লেগেই থাকে।তো এই ভাবেই কিন্তু তাদের দিনকাল চলছে এবং ঝগড়া সব সময় লেগে থাকে তাদের।তো একদিন রাস্তার পথে যাওয়ার সময় বাইরের দুই একটি ছেলে তাকে ডিস্টার্ব করে।তো নায়িকার কিন্তু দুই তিনটি বান্ধবী ছিল তারা সবাই মিলে সেই ছেলেকে অনেক মারধর করে।তো ছেলেরা মাইর খাওয়ার পরে কিন্তু তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে।তো একদিন মেয়েটি একাই আসার সময় ছেলেটি সেই মেয়েটিকে আটকায় রাস্তার মধ্যে।এবং সেখানেই তাকে অনেক ধরনের খারাপ ব্যবহার করে,আর এই ব্যবহারটি নায়ক দেখতে পায়।সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে মারধোর করে সব ছেলেদেরকে সরিয়ে দিলো।তো তখন থেকে নায়িকা তাকে একটু ভালো চোখে দেখা শুরু করে।
তো এইদিকে কিন্তু তাদের স্যার রয়েছে,স্যার কিন্তু সবকিছু বুঝতে পারে।তো একদিন তার স্যার নায়ক কে রাস্তার মধ্যে আটক করে।এবং সেই স্যারের জীবন কাহিনী খুলে বলে,তখন নায়ক সবকিছু বুঝতে পারে যে আমার কোথায় ভুল হচ্ছে। তার স্যার তাকে হবলছিল জীবনে সফল হতে গেলে কখনো কোন মেয়ের সাথে সম্পর্ক জড়িত করবা না।তো তার পরেও কিন্তু নায়ক এবং নায়িকার দুজনের সাথে সুন্দর একটি সম্পর্ক জড়িত হয়।যাইহোক এইদিকে এলাকার চেয়ারম্যান নায়কে বাসায় ডাক দেয়।ডাক দিয়ে বলে যে,তুমি যেহেতু অনেক ভালো ছাত্র, পড়ালেখার দিক দিয়ে সবকিছু তোমার রয়েছে। তো আজ থেকে তুমি আমার মেয়েকে বাসায় এসে প্রাইভেট পড়াবা। যেহেতু নায়ক গরিব তাই সে প্রাইভেট টি পড়ার জন্য রাজি হয়ে যায়।
তো এই দিকে কিন্তু নায়কের পড়াশোনা রানিং চলছিল। ঢাকা ইউনিভার্সিটিতে সে চান্স পায়।চান্স পাওয়ার পড়ে পড়ে সে ঢাকায় রওনা দেয়। তো ঢাকায় এসে সে কিন্তু পড়ালেখা শুরু করে দেয় এবং বাসায় তার কিন্তু বুড়ো একটি মা রয়েছে।তো হুট করে কিন্তু তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে যায়। এখন এই অসুস্থ চিকিৎসা করার জন্য তার কাছে কোন টাকা পয়সা ছিল না।এই কথাটি কিন্তু তার ছেলেকেও বলেনি তার মা।তো চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে কিছু টাকা নেই এবং চেয়ারম্যান সাহেব তাকে কয়েকটি শর্ত দিয়ে রাখে।যাইহোক সেটা পরে বলতেছি তবে তার মা যে অসুস্থ এটা নায়িকার কাছে জানতে পারে।তো নায়িকা তখন তাকে বলল যে, তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় আসো কারণ আন্টির অবস্থা ভালো না।সেই সঙ্গে সঙ্গে বাসায় এসে চিকিৎসা করলো।
এইদিকে তার মায়ের অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে।এই জন্য চেয়ারম্যান সাহেবের কাছে এসে টাকা চায়।এবং চেয়ারম্যান সাহেব তাকে শর্ত দিয়ে রাখে।শর্ত হচ্ছে যে আমি টাকা দিবো তবে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিবো।আমি চিকিৎসা করাতে যত টাকা লাগে আমি দিব তবে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে।এই শর্তটি চেয়ারম্যান সাহেব তাকে দিয়ে রাখে।তো নায়ক তার রিলেশনের কথা বলে,কিন্তু চেয়ারম্যান সাহেব সেটা মেনে নেয় না।তো পরে নায়ক তার কথা অনুযায়ী টাকা নিলো এবং শর্ত টি মেনে নিলো।এইদিকে নায়িকা তাকে বলছিল যে তোমাকে না পেলে আমি মরে যাবো।ঠিক বিয়ের দিন নায়িকা আত্মহত্যা করে মারা যায়। নাটক টি এখানেই শেষ হয়।
নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে।তবে এখানে কিছু টাকার জন্য তার ভালোবাসার মর্যাদা কেউ বুঝলো না।আসলে এই দুনিয়ায় টাকা কে সবাই চিনে ভালোবাসা কেউ চিনে না।আজ তাদের কিছু টাকার জন্য ভালোবাসার মিলন হলো না,এবং শেষ পর্যায়ে মেয়েটি মারা যায়। আপনারা যারা এখনো নাটকটি দেখেন নাই দেখে নিবেন আশা করছি ভালো লাগবে।তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
![]() |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
Congratulations, your post was upvoted by @supportive.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ টাকার পেছনে ছুটে। আর এইজন্য তারা সত্যি কারের ভালোবাসা পায় না। আপনি আসলে খুব সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করলেন। আমাদের বাস্তব সমাজের চিত্র তুলে ধরা হয়েছে নাটকে। নাটকের শেষটা বেশ খারাপ লেগেছে। ধন্যবাদ আপনাকে রিভিউ টা শেয়ার করার জন্য। সময় করে নাটকটা দেখার চেষ্টা করব।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বড্ড মায়া লাগে নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি।আমি তেমন একটা নাটক দেখি না, তবে তামিল মুভি দেখি।আর মাঝে মাঝে আপনাদের নাটক রিভিউ গুলো পড়ার চেষ্টা করি।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আজকে আপনি খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। এই নাটকের রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে এরকম নাটক গুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। এই নাটকের শেষটা দেখে অনেক খারাপ লেগেছে। নায়িকা এরকম ভাবে মারা গিয়েছে দেখে খারাপ লাগলো। সময় পেলে নাটকটা দেখব।
জি আপু সময় করে দেখে নিবেন আশা করছি ভালো লাগবে।
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। বড্ড মায়া লাগে এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
ধন্যবাদ ভাইজান সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
এর মধ্যে যে নায়ক এবং নায়িকা রয়েছে তাদের নাকট তেমন দেখি না৷ তবে আপনার এই রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটা অনেক সুন্দর হবে৷ নাটকের মধ্যে সবকিছু আপনি যেভাবে এত সুন্দর ভাবে শেয়ার করেছেন আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেব৷ একই সাথে এখানে এই নাটকের নাম দেখেও মনে হচ্ছে যেন নাটকটি অনেক সুন্দর হবে৷ আর আপনি সবসময় আমাদের এরকম সুন্দর কিছু নাটক এর রিভিউ শেয়ার করে আসছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷