নাটক রিভিউ || পরিবারের বড় ছেলে
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে পরিবারের বড় ছেলে। এই নাটকটি সপ্তাহ খানেক আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে জামিল হোসাইন এবং ইফফাত আরা তিথি। এই নাটকটি মূলত একটি বাস্তব সম্মত নাটক,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝেমধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | পরিবারের বড় ছেলে |
---|---|
রচনা ও পরিচালনা | মামুন আর রশিদ |
অভিনয়ে | জামিল হোসাইন,ইফফাত আরা তিথি,শম্পা নিজাম,মাসুদ আলম,নেয়ামত উল্লাহ,নওরিন এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ১৬ই মার্চ ২০২৫ |
দৈর্ঘ্য | ৪২ মিনিট ৩০ সেকেন্ড |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক জামিলের বোন তার শ্বশুর বাড়ি থেকে, বাপের বাড়িতে চলে আসে। অর্থাৎ জামিলদের বাসায় চলে আসে। নাটকের নায়ক জামিল এবং নায়িকা তিথি হচ্ছে হাসবেন্ড ওয়াইফ। তো জামিলের বোন বাসায় আসার পর তাদের বাড়ির সবাই, অর্থাৎ জামিল,তিথি এবং জামিলের মা ও ছোট ভাই রুম থেকে বের হয়ে আসে। তো জামিলের বোন বলে তাকে তার স্বামী মেরেছে, তাই সে একেবারে চলে এসেছে এবং আর কোনোদিন সে ফিরে যাবে না সেখানে। এটা শুনে জামিল এবং তিথি বলে যে, এখনই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। কারণ আমরা সবাই কথা বলে একটা সিদ্ধান্ত নিবো। কিন্তু জামিলের মা বলে তার মেয়েকে আর সেই বাড়িতে পাঠাবে না এবং তার মেয়ের ডিভোর্স করিয়ে ফেলবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
মূলত জামিল আড়ৎ এ ব্যবসা করে এবং তার ছোট ভাই কোনো কাজকর্ম করে না। যাইহোক তারা রাতের বেলা সবাই খাবার খেতে বসে। কিন্তু জামিলের বোন সেখানে ঝামেলার সৃষ্টি করে। জামিলের বোন ভাজা মাছ ছাড়া ভাত খেতে পারে না,কিন্তু জামিলের ওয়াইফ তিথি রান্না করার সময় ভাজা মাছ তুলে না রেখে, মাছগুলো ভুনা করে ফেলে। এতে করে তুমুল ঝগড়া হয় তাদের মাঝে। তো জামিলের মা,বোন এবং ছোট ভাই অর্থাৎ সবাই তিথিকে দোষারোপ করে। তিথি নাকি চায় জামিলের বোন এই বাড়িতে খাবার না খায়। তো তারা খাবার না খেয়েই টেবিল থেকে উঠে চলে যায়। জামিলের বোন পরবর্তীতে তিথির সাথে, ছোটখাটো বিষয় নিয়ে একের পর এক ঝগড়াঝাটির সৃষ্টি করে থাকে। তাছাড়া জামিলের ছোট ভাইও একই অবস্থা করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তারপর জামিলের মা তার ছেলেমেয়ের পক্ষ হয়ে তিথির সাথে ঝগড়াঝাটি করে। তারপর জামিল বাসায় আসলে তিথির নামে বিচার দেয়। তো একদিন এসব কারণে তিথির গালে চড় দেয় জামিল। তারপর তিথি রাগ করে তাদের বাসায় চলে যায় এবং জামিল ২ দিন পর গিয়ে তিথিকে তাদের বাসায় নিয়ে আসে। কিন্তু তিথির বাবাকে কথা দেয়, তিথির সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। কিন্তু পরবর্তীতেও একই অবস্থার সৃষ্টি হয়। তারপর জামিলের মা তার ছেলেমেয়েকে নিয়ে আলাদা হয়ে যায়। কিন্তু জামিল এটা মোটেই চায়নি। আলাদা হওয়ার পর জামিলের বোন ঠিকই বাসার সব কাজ করে। তো একদিন জামিলের মা মাথা ঘুরিয়ে উঠানে পড়ে যেতে থাকে,আর তিথি সেটা দেখে তাকে ধরে ফেলে। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
এই নাটকটি একেবারেই বাস্তব সম্মত। আসলে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলেদের ঝামেলার কোনো শেষ নেই। কারণ একদিক দিয়ে মা বুঝতে চায় না,আবার আরেকদিক দিয়ে বউ বুঝতে চায় না। তাছাড়া বেশিরভাগ ছেলের মা ভাবে, বিয়ের পর ছেলে পরিবর্তন হয়ে গিয়েছে। এটা আসলে মোটেই উচিত নয়। কারণ বিয়ের পর প্রতিটি ছেলের দায়িত্ব বাড়ে। একটি ছেলেকে নিজের ওয়াইফ এর দায়িত্ব যেমন পালন করতে হয়,তেমনি মা বাবা সহ পুরো পরিবারের দায়িত্ব পালন করতে হয়। আর পরিবারের সবার সাপোর্ট ছাড়া একটি ছেলে কখনোই এতগুলো দায়িত্ব পালন করতে পারে না। যাইহোক এই নাটকে জামিলের মা সবসময়ই তার ছেলেমেয়েকে প্রশ্রয় দিয়েছে। আর সেজন্যই তিথির সাথে দুই ভাই বোন ঝগড়া করার সাহস পেয়েছে। তাছাড়া তিথির বোনের উচিত ছিলো, তার বাপের বাড়িতে আসার পর টুকটাক কাজ করা। কারণ সে তো তার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় ঠিকই কাজ করতো। কিন্তু বাপের বাড়িতে আসার পর সে জমিদার হয়ে গিয়েছে। তার জামাকাপড় ধোঁয়া সহ সবকিছু তিথিকে দিয়ে করাতে চায়। আর সেজন্যই তিথির উপর চাপ পড়ে যায়। যাইহোক পরিবারের সবার উচিত মিলেমিশে থাকা। এতে করে সংসারে সুখ শান্তি বজায় থাকে। এই নাটকের ঘটনা গুলো অনেক পরিবারেই দেখা যায়। জামিলের অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ২২.৩.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1903136836970828140?t=sdy8oNG9-Y04WW-IL2CQIA&s=19
https://x.com/mohin3242127/status/1903336541444804974?t=MZ2yExxFeUtHApJdODOrpg&s=19
https://x.com/mohin3242127/status/1903392693557874817?t=ynJiMp1hygh_gJw0lSiZqg&s=19
https://x.com/mohin3242127/status/1903396621620019327?t=AratXASTJ1RfjqwGf6dw7w&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি নাটক দেখে থাকি আনন্দ পাওয়ার জন্য আবার নাটক দেখে থাকি শিক্ষণীয় বিষয়গুলো জানার জন্য। ঠিক তেমনি বেশ কিছু বিষয় এখানে আমি খুঁজে পেয়েছি। নাটকের নাম যেমন পরিবারের বড় ছেলে। তেমনি পরিবারের বড় ছেলের বেশ কিছু দায়িত্ব থাকে। আর সেটা নিজেদের পরিবার থেকে বাবুর আব্বার ক্ষেত্রে লক্ষ্য করছি। অনেক সুন্দর নাটক রিভিউ করেছেন ভাই।
শিক্ষণীয় নাটক দেখলে অনেক কিছুই শেখা যায়। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
পরিবারের বড় ছেলে নাটকের রিভিউ টা অনেক সুন্দর ছিল। আর আমার কাছেও পুরো নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। এই নাটকটা একেবারে বাস্তবতাকে তুলে ধরে করা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
এই ধরনের বাস্তবসম্মত নাটকগুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।